![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তা্হসিন কামাল। ফেসবুক প্রোফাইলঃ https://www.facebook.com/tahsin4444
বাস্তবতা কেউ মেনে নিতে চাই না। সবাই স্বপ্নের ফেরিওয়ালা হয়ে বাঁচতে চাই। কিন্তু বাস্তবতা বেদনার রং মিশিয়ে দেয় স্বপ্নের নীলাকাশে। যেই পানির মতো সাধারণ ফর্মুলায় জীবন চলত সেই ফর্মুলা হয়ে যায় E = mc2 এর ছেয়ে জটিল। সময়ের স্রোত স্বপ্নের মাপকাঠি ভেঙ্গে প্রতিটি স্তরে কঠিন সব বাস্তবতার মুখোমুখি করে দেয়।
রূপকথার মত প্রিয় মানুষ গুলোর সাথে সম্পর্ক থাকতে পারে না সারাজীবন। সবকিছুই এক সময় স্মৃতি হয়ে যায়। শৈশব বন্দী থাকে না সোনার খাঁচাই। ঠিক তেমন মানুষের বড় হওয়ার সাথে মানিয়ে নিতে হয় আশেপাশের পরিবেশের সাথে। বাস্তবতা জীবনে নিয়ে আসে যান্ত্রিকতা। যেই যান্ত্রিকতা মানুষকে দূরে ঠেলে দেয় প্রকৃত সুখ থেকে।
বাস্তবতা রক্তিম থাবা দিয়ে মানুষের জীবনে বাজাই বিদায়ের ঘন্টা। স্কুল জীবনের শেষ দিনের মত শেষ হয়ে যায় তারুণ্য কিংবা যৌবন। বিদায় নিতে হয় বাবার হোটেল থেকে। বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময়ও শেষ হয়ে জীবন মোড় নেই ব্যস্ততার দিকে। সবাই টাকার পেছনে দৌড়াই। কেউ বুঝতে চাই না অতৃপ্তি নিয়ে রাজপ্রাসাদে থাকার ছেয়ে তৃপ্তি নিয়ে কুঁড়ে ঘরে থাকা হাজার গুণ বাশী ভালো।
তবু মাঝে মাঝে স্মৃতিরা নিঝুম রাতের অতিথির মতো হঠাৎ এসে চোখ ঝাপসা করে দেয়। মনে করিয়ে দেয় সেই বন্ধুদের কথা যাদেরকে বাস্তবতা ছিনিয়ে নিয়েছে।
মেঘের আকাশ থেকে মুছে যাওয়ার মতো মানুষেরও পৃথিবীর মায়া ছেরে চলে যেতে হয়। এই স্বপ্নবিলাশীরা জানে জীবনের শেষ মুহূর্তে বাস্তবতার শিকার হতে হবে। তবু তারা একটু সুখের আশায় খুজে ফিরে জীবনের সৌন্দর্য, প্রতিটি মুহূর্তে অনুভব করতে চাই বেঁচে থাকার আনন্দ।
পুনশ্চঃ আমার লেখা প্রথম পোস্ট। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন
১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:০০
দ্য ইলিউশনিস্ট বলেছেন: ধন্যবাদ
২| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৩০
বটবৃক্ষ~ বলেছেন:
নাইস স্টারটিং!!
ভাল লেগেছে!!
চালিয়ে যান!
ওয়েল্কাম!!
হ্যাপি ব্লগিং!!
১৪ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৪
দ্য ইলিউশনিস্ট বলেছেন: ধন্যবাদ
৩| ২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:২৩
পাঠক১৯৭১ বলেছেন: লিখুন, যা পড়লে মনে হবে, সুন্দর বা প্রয়োজনীয় কিছু পড়েছি।
২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৫
দ্য ইলিউশনিস্ট বলেছেন: ভালো এডভাইস দিছেন। ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর । লিখতে থাকুন। হ্যাপী ব্লগিং