নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে কী বলা যেতে পারে? এ তো বড় চিন্তার বিষয়।

দ্য ইলিউশনিস্ট

তা্হসিন কামাল। ফেসবুক প্রোফাইলঃ https://www.facebook.com/tahsin4444

দ্য ইলিউশনিস্ট › বিস্তারিত পোস্টঃ

প্রথম পাতায় একসেস পাওয়ার জন্য আর কতোদিন অপেক্ষা করবো?

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪২

প্রতিদিন ব্লগে ঢুকে মডারেশন স্ট্যাটাস দেখি, নোটিশ বক্স চেক করি। সবকিছুই আগের মতো থাকে তারপরো এর পরদিন আবার দেখি। এই অবস্থা আর ভালো লাগে না। ব্লগে ঢুকে মডারেশন স্ট্যাটাস দেখলেই বিরক্ত লাগে। ব্লগে লেখালেখি করার চেষ্টা করতে আসলাম বাট এখন দেখি এখানেও ঝামেলা। কেউ দেখবে না ভেবে লেখালেখি পোস্ট করতে ইচ্ছা করে না। তারপরো পোস্ট করলাম কতগুলো, প্রথম পাতায় একসেস পাওয়ার জন্য। ১ মাস তো হয়ে গেলো। আর কতোদিন লাগবে প্রথম পাতায় একসেস পেতে?

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪৫

মুছাফির বলেছেন: আর ভালো লাগে না। :p

১৯ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:০০

দ্য ইলিউশনিস্ট বলেছেন: :P

২| ২৯ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:১৮

মাসুদ ০০৭ বলেছেন: অল্প কিছু দিন পর জেনারেল হয়ে যাবেন
আপনার জন্যে শুভ কামনা

৩| ২৯ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:১৯

মাসুদ ০০৭ বলেছেন: অল্প কিছু দিন পর জেনারেল হয়ে যাবেন
আপনার জন্যে শুভ কামনা

১৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫৮

দ্য ইলিউশনিস্ট বলেছেন: ধন্যবাদ।
জেনারেল তো হয়ে গেলাম! কিন্তু আপনি কেমনে জানতেন কিছু দিন পর জেনারেল হয়ে যাব?

৪| ১৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩৯

কাজী মাসুক বলেছেন: যান আজকে তেকে আপনি মেজর জেনারেল

১৯ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৫৯

দ্য ইলিউশনিস্ট বলেছেন: B|

৫| ১৮ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:১৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
সুযোগ পেয়েছেন।

১৯ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:০৬

দ্য ইলিউশনিস্ট বলেছেন: মানে?

স্বর্ণা আপু, আপনার তো অনেক প্রশংসা, সমালোচনা শুনলাম। ব্লগ খালি কেন? এখন আর ব্লগিং করেন না?

৬| ১৯ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:১২

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
কি সমালোচনা?

আমি কিন্তু অনেক বড় ইন্ট্রোভার্ট।

২৪ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪৬

দ্য ইলিউশনিস্ট বলেছেন: সমালোচনার কথা বলতে ইচ্ছা করছে না। কয়েকজনের মন্তব্যে আপনার যেই সমালোচনা পড়ছিলাম তা আপনার পসিটিভ দিক বলেই মনে হয়েছে। বাদ দেন। গভীর আগ্রহ নিয়ে আপনার ব্লগে ঢুকেছিলাম। ঢুকেই আশাহত। এখন লেখালেখি করেন না?

হাই ফাইভ! আমি তো পুরাই সেই লেভেলের ইন্ট্রোভার্ট। বাসায় মেহমান আসলে পর্যন্ত দেখা করতে যায় না। তারা আমার রুমে দেখা করতে আসে আমার সাথে। যদিও এইটা আমার চরিত্রের সবচেয়ে বড় নেগেটিভ সাইড। আমার ধারনা বাস্তবের ইন্ট্রোভার্টরা অনলাইনের ইক্সট্রোভার্ট :P

৭| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:০৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
এটাই সত্যি। বাস্তবের ইন্ট্রোভার্টরা বেশিরভাগ অনলাইনের এক্সট্রোভার্ট। আপনারটা আমার মত অতো সিভিয়ার না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.