![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তা্হসিন কামাল। ফেসবুক প্রোফাইলঃ https://www.facebook.com/tahsin4444
জীবনের ব্যস্ততায়, বাস্তবতার কাঁটাতারে
তৃপ্তির মেঘেদের বিঁধে রক্ত হয়ে ঝরে পড়া
আমি তবু দিশেহারা পথিকের মত তাকিয়ে থাকি
তাদের আবার ফিরে আসার অপেক্ষায়
কোথায় সে বৃষ্টি, কোথায় সে জোছনা?
কোথায় আমার কবিতা লিখার খাতা!
কে কেড়ে নিয়েছে আমার কলম?
কে করেছে আমার স্বপ্ন চুরি?
অবলীলায় কাঁচি দিয়ে কেঁটে ফেলা কাগজের মতো
জীবন থেকে কেঁটে নিয়েছে কাছের মানুষগুলো;
আজ যারা কেবল স্মৃতির পাতায় সীমাবদ্ধ?
জীবনের কাছে ছুড়ে দেয়া সব প্রশ্নের উত্তর
আমাকে দিয়েছে সময়, ক্রুর হাসি হেসে
সব ছেড়ে কোন অরণ্যে চলে যাওয়ার ইচ্ছা জাগে তাই
ঠিক সোনালী ত্রিস্তানের সেই অরণ্যের শ্রেষ্ঠ দিনগুলোর মতো
হয়তো পাশে থাকবে না সোনালীর মত কোন রূপবতী
সফলতার আলো খুজতে গিয়ে প্রেমের সময় মধ্যবিত্তদের আসে না
এভাবেই তারা হেটে যায় পথে,
পাশে কেউ থাকে, কেউ থাকে না
কিন্তু আমিও তোমাদের মত একজন
আমারও ক্লান্তি বোধ হয় হাটতে হাটতে, এই ব্যস্ত পথে
কে হায় জীবন বিক্রি করতে চায় জীবিকার দামে
স্বপ্নদের মৃত্যু হয়েছে সেই কবে
একটুকরো ইচ্ছে বেঁচে থাক আমার শান্ত চিলেকোঠায়
একদিন এই ব্যস্ততা নিকোটিনের ধোয়ায় উড়িয়ে
চলে যাব; হারিয়ে যাব; কোন অজানা ভুবনে
আবার জীবন্ত হবে মুছে যাওয়া সময়
আমার অস্তিত্বকে নীরবে নিবৃতে বন্দী করে নিব তার বৃত্তে
নিজেকে নতুন করে ঠিক খুঁজে নিব তাদেরই মাঝে,
যারা অতীতে; স্মৃতির বাতি জ্বালিয়ে; বসে আছে আমার অপেক্ষায়
০২ রা নভেম্বর, ২০১৪ রাত ৩:১৭
দ্য ইলিউশনিস্ট বলেছেন: অনেক ধন্যবাদ কাফী ভাই। শুভ রাত্রি।
২| ০২ রা নভেম্বর, ২০১৪ সকাল ১১:৫৯
টুম্পা মনি বলেছেন: জীবনের ব্যস্ততায়, বাস্তবতার কাটাতারে
তৃপ্তির মেঘেদের বিধে রক্ত হয়ে ঝরে পড়া
আমি তবু দিশেহারা পথিকের মত তাকিয়ে থাকি
তাদের আবার ফিরে আসার অপেক্ষায়
কোথায় সে বৃষ্টি, কোথায় সে জোছনা?
কোথায় আমার কবিতা লিখার খাতা!
কে কেড়ে নিয়েছে আমার কলম?
কে করেছে আমার স্বপ্ন চুরি?
শুরুতেই মুগ্ধতা।
ভালো লাগল পুরোটা।
০২ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১২:২৭
দ্য ইলিউশনিস্ট বলেছেন: অনেক ধন্যবাদ।
৩| ০২ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১:০৭
সালমান মাহফুজ বলেছেন: সাবলীল শব্দচয়নের মাধ্যমে চমৎকার পরিবেশন ।
চন্দ্রবিন্দুজনিত কিছু বানান চোখে পড়ল । ঠিক করে নিবেন ।
কাটাতারে > কাঁটাতারে
বিধে > বিঁধে
কেটে > কেঁটে
০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০৪
দ্য ইলিউশনিস্ট বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। তার চেয়েও বড় ধন্যবাদ বানান গুলো ঠিক করে দেয়ার জন্য।
৪| ০২ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১:১৫
তামান্না তাবাসসুম বলেছেন:
০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১১
দ্য ইলিউশনিস্ট বলেছেন: মন খারাপ কেন আপু?
৫| ০২ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১:৫৪
শুভঙ্করের ফাঁকি বলেছেন: ভালো লাগলো
০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১৭
দ্য ইলিউশনিস্ট বলেছেন: ধন্যবাদ।
৬| ০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৩
কলমের কালি শেষ বলেছেন: বেশ লাগলো কবিতায় ।
০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৯
দ্য ইলিউশনিস্ট বলেছেন: ধন্যবাদ।
৭| ০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৬
হাসান মাহবুব বলেছেন: প্রথম স্তবকটা তেমন ভালো লাগে নাই, কিন্তু পরেরগুলো চমৎকার।
০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৪
দ্য ইলিউশনিস্ট বলেছেন: অনেক ধন্যবাদ হাসান ভাই।
আপনাকে আমার পোস্টে দেখে ভাল লাগছে। সামুতে আপনিই আমার সবচেয়ে প্রিয় গল্পকার।
৮| ০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৪:১৪
মামুন রশিদ বলেছেন: খুব সুন্দর ।
০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৪:১৮
দ্য ইলিউশনিস্ট বলেছেন: অনেক ধন্যবাদ মামুন ভাই।
৯| ০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৪:২৩
অদৃশ্য বলেছেন:
ভালো লেগেছে লিখাটি ইলিউশন... সামনে আরও ভালো কিছুর অপেক্ষাতে থাকলাম...
শুভকামনা...
০৩ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১:৪০
দ্য ইলিউশনিস্ট বলেছেন: ধন্যবাদ।
১০| ০২ রা নভেম্বর, ২০১৪ রাত ৮:৪৯
সুমন কর বলেছেন: একদিন এই ব্যস্ততা নিকোটিনের ধোয়ায় উড়িয়ে
চলে যাব; হারিয়ে যাব; কোন অজানা ভুবনে
আবার জীবন্ত হবে মুছে যাওয়া সময়
আমার অস্তিত্বকে নীরবে নিবৃতে বন্দী করে নিব তার বৃত্তে.............
সুন্দর !!
০৩ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১:৪২
দ্য ইলিউশনিস্ট বলেছেন: ধন্যবাদ সুমন ভাই।
১১| ০২ রা নভেম্বর, ২০১৪ রাত ৮:৫৫
নাজমুল হাসান মজুমদার বলেছেন: দ্বিতীয় প্যারা থেকে অনেক ভালো লাগছে । শুভেচ্ছা ।
০৩ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১:৫৯
দ্য ইলিউশনিস্ট বলেছেন: অনেক ধন্যবাদ।
১২| ০৩ রা নভেম্বর, ২০১৪ ভোর ৪:০৯
স্নিগ্ধ শোভন বলেছেন:
চমৎকার!!! ভালো লাগা নিয়ে গেলাম।
০৩ রা নভেম্বর, ২০১৪ দুপুর ২:০১
দ্য ইলিউশনিস্ট বলেছেন: অনেক ধন্যবাদ শোভন ভাই।
১৩| ০৩ রা নভেম্বর, ২০১৪ সকাল ১০:৩৮
দুখাই রাজ বলেছেন: মুগ্ধ কথামালা ।
শুভ সকাল ।
০৩ রা নভেম্বর, ২০১৪ দুপুর ২:০২
দ্য ইলিউশনিস্ট বলেছেন: ধন্যবাদ দুখাই সাহেব
১৪| ০৩ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১:১০
স্বপ্নবাজ অভি বলেছেন: মুগ্ধপাঠ্য !
০৩ রা নভেম্বর, ২০১৪ দুপুর ২:০৫
দ্য ইলিউশনিস্ট বলেছেন: অনেক ধন্যবাদ অভি ভাই।
©somewhere in net ltd.
১|
০২ রা নভেম্বর, ২০১৪ রাত ১:৫৯
কাফী হাসান বলেছেন: সফলতার আলো খুজতে গিয়ে প্রেমের সময় মধ্যবিত্তদের আসে না
এভাবেই তারা হেটে যায় পথে,
পাশে কেউ থাকে, কেউ থাকে না
কিন্তু আমিও তোমাদের মত একজন
আমারও ক্লান্তি বোধ হয় হাটতে হাটতে, এই ব্যস্ত পথে
কে হায় জীবন বিক্রি করতে চায় জীবিকার দামে
অসাধারণ লাগলো । শুভ রাত্রি