নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে কী বলা যেতে পারে? এ তো বড় চিন্তার বিষয়।

দ্য ইলিউশনিস্ট

তা্হসিন কামাল। ফেসবুক প্রোফাইলঃ https://www.facebook.com/tahsin4444

দ্য ইলিউশনিস্ট › বিস্তারিত পোস্টঃ

জীবনের গল্প

০২ রা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৭



কোলাহল ফেলে দূর বহুদূর;

কোন এক পড়ন্ত বিকেলে

সঙ্গী ছিল, বুকের ভেতর নীলাকাশ এক

কিংবা একরাশ একাকীত্ব

উড়ে যেতে চেয়েছিলুম, চিলের মতো ডানা মেলে

সেই কোলাহল মুক্ত বিকেলের অলস সময়ে



তোমাদের একজন হতে না পারলেও

একদিন আমি দাঁড়িয়েছিলুম তোমাদের এই দূষিত আকাশের নিচে

ভেবেছিলুম তোমাদের মত করে, হেটেছিলুম তোমাদেরই সাথে

অথচ যা হওয়ার কথা তা হয়নি

নিঃশব্দে এক এক করে চলে গেলে সব

পিছন ফিরে তাকাবার প্রয়োজনও বোধ না করে

আর সে কিনা চিরকাল জোছনাই রয়ে গেল



যা থাকার থাকবে, যা যাওয়ার যাবে

আমি ছায়াহীন এই প্রান্তরে বসে চেয়ে রবোবন্দিনী রাজকুমারীর মতো; ঐ দূর আকাশে

জীবনের লেনদেন চুকিয়ে আজ আমি নিষ্প্রাণ

অথচ একদিন এই আমিই স্বপ্ন দেখেছিলুম;

পৃথিবীটা হাতের মুঠোই বন্দী করবার স্বপ্ন

সবাই দেখে,

বাস্তবতার আড়ালে লুকিয়ে থাকা জীবনের রঙিন আভায় মুগ্ধ হয়ে

যা একদিন ভেঙ্গে পড়ে এমনি কোন বিষন্ন বিকেলে



আমি আজ তাই নিঃসঙ্গ দাঁড়কাক এক,

আবেগের শেষ ট্রেনের যাত্রী, বেঁচে থাকার অর্থের খোঁজে,

এই লালচে রোদের মেলায় ছিঁড়ছি আবেগের সব সুতো,

ইচ্ছেঘুড়ি উড়ে যাও, ছন্নছাড়া ঐ দাঁড়কাকটির মতো

পথ সাজিয়ে দেবার বোধটুকুও নেই আর; হারিয়েছে শূন্যতায়

বিদায় নাও বেঁচে থাকার যত ইচ্ছে,

স্বপ্নের কারখানায় বুনে যাওয়া যত স্বপ্ন

স্বপ্নের কারিগর আমি হতে পারিনি,

পারিনি খুঁজে পেতে জীবনের কোন অর্থ

উইপোকারা খেয়ে ফেলো তাকে ঘিরে লেখা যত স্মৃতির পাতা

আমি ব্যর্থ প্রেমিক এক, মুছে যাওয়া শব্দহীন আর্তনাদ

এই হারিয়ে যাওয়া গন্তব্যহীন পথে



তাই আমি আজ একাকী বসে নদীতীরে

এই ক্লান্ত বিকেলের শেষ আলোয়; নির্জন নিরালায়

স্মৃতির পাতা উল্টে, হাহাকারে পূর্ণ

চাতক পাখির তৃষ্ণার্ত দৃষ্টির মতো

তাকিয়ে ঐ দূর আকাশে

মুছে যাওয়া মেঘদলের মতো

বিলীন হয়ে, তার ভীষণ নীল বিষন্নতায়



তবু তৃষ্ণা জাগে অতৃপ্ত হৃদয়ে

তোমাদের এই নিষ্ঠুর পৃথিবীর কোন এক পার্থিব মুহূর্তে

মন্তব্য ১৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪৩

নিলু বলেছেন: জীবনের চাহিদার শেষ নেই

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩৭

দ্য ইলিউশনিস্ট বলেছেন: জ্বি ভাই, জীবনের চাহিদার ব্যাপার স্যাপার গুলো অদ্ভুত বটে!

২| ০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১২:৩১

নাসরিন চৌধুরী বলেছেন: বিষণ্ণ বানানটা
কবিতা বেশ লেগেছে। নতুন বছরের শুভেচ্ছা জানবেন

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩৮

দ্য ইলিউশনিস্ট বলেছেন: ধন্যবাদ! বানান ঠিক করে দেয়ার জন্য আরো বেশি ধন্যবাদ।

৩| ০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১২:৩৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লেগেছে :)

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩৯

দ্য ইলিউশনিস্ট বলেছেন: ধন্যবাদ অভি ভাই। ভাল থাকবেন।

৪| ০৩ রা জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৩৭

তুষার কাব্য বলেছেন: আমি আজ তাই নিঃসঙ্গ দাঁড়কাক এক,
আবেগের শেষ ট্রেনের যাত্রী, বেঁচে থাকার অর্থের খোঁজে ...

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩৯

দ্য ইলিউশনিস্ট বলেছেন: ধন্যবাদ তুষার ভাই।

৫| ০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ৮:৫৩

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা । +++

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪০

দ্য ইলিউশনিস্ট বলেছেন: ধন্যবাদ কলম সাহেব :)

৬| ০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ৯:০৫

আমিনুর রহমান বলেছেন:



দুর্দান্ত হয়েছে।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪১

দ্য ইলিউশনিস্ট বলেছেন: অনেক অনেক ধন্যবাদ!

৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ১:৫৮

অপ্রতীয়মান বলেছেন: ভালোলাগা জানিয়ে গেলাম :)

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪২

দ্য ইলিউশনিস্ট বলেছেন: ভাললাগা জানানোর জন্য আপনাকে ধন্যবাদ!

৮| ০৭ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৪:১৪

ডি মুন বলেছেন:
চমৎকার কবিতা।

++++

হতাশা কেটে যাক, নতুন উদ্যমে শুরু হোক পথচলা।

ভালো থাকুন

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫৬

দ্য ইলিউশনিস্ট বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মুন ভাই! পরীক্ষার জন্য আজকাল ব্লগে আসতেই পারিনা। তাই রিপ্লায় দিতে দেরি হয়ে গেল।

সুখের সাথেই তো দুঃখ ছায়ার মতো মিশে আছে। হতাশা ছাড়া পথচলা কেমনে শুরু করা যায় বলেন। তবু আশায় থাকি একদিন হতাশা কেটে যাবে, সত্যি সত্যি মনে হবে, জীবনটা আসলেই খারাপ না।

আপনিও অনেক অনেক ভাল থাকুন।

৯| ২৪ শে মে, ২০১৫ সকাল ১১:১১

দৃষ্টিসীমানা বলেছেন: বিষণ্ণতার কবিতা খুব ভাল লাগল ।শুভ কামনা ।

২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৪

দ্য ইলিউশনিস্ট বলেছেন: ধন্যবাদ দৃষ্টিসীমানা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.