নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে কী বলা যেতে পারে? এ তো বড় চিন্তার বিষয়।

দ্য ইলিউশনিস্ট

তা্হসিন কামাল। ফেসবুক প্রোফাইলঃ https://www.facebook.com/tahsin4444

দ্য ইলিউশনিস্ট › বিস্তারিত পোস্টঃ

অধরা

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩৫


মন আমার পাখি হয়ে
উড়তে চেয়েছিল তোমারই নীলাকাশে
চেয়েছিল স্পর্শ, তোমারই আকাশের মেঘেদের
কিন্তু তুমি দাও নি, দেখেও যেন দেখো নি তারে
পাখিটা উড়বার আকাঙ্ক্ষায় ডানা ঝাপটাতে যেয়েও পড়ে গেল
তুমি শুনলে না তার আর্তনাদ।

পাখিটা মোর মরেই গেল,
কি যেন কিসের অভিমানে
তোমার আকাশে আজীবন উড়বার স্বপ্নটা তার
রেখে গেল আমারই বুকের ভেতর
অথচ ভালোবাসা অসমাপ্ত আর্তনাদ না হয়ে
একটি শান্ত নদীর মতো হতে পারতো
যেখানে থাকবে একটি নৌকা, আমি আর তুমি
শান্তির পায়রারা উড়ে যাবে,
আমরা চেয়ে রবো অপলক দৃষ্টিতে
আর ভাববো, জীবনটা কি ভীষণ সুন্দর!

যেভাবে বৃষ্টি নামে আকাশ ভেঙ্গে
জীবন যেখানে অসীম আকাশের মতো বিষাদময়
তুমি যখন জোছনার চাদর মুড়িয়ে রয়ে যাও দূরে দূরে, স্বপ্নের মতো!
তখন আমি স্বন্তর্পণে একটি একটি করে খুন করি
হৃদয়ের গহীন অরণ্যে ছড়িয়ে থাকা তুমিহীন যত অনুভূতি
তুমি ছিলে না পাশে, ছিল তোমার প্রতি ভালোবাসা আমার
তারাই আমায় সঙ্গ দিয়েছিল নির্ঘুম রাত গুলোয়
স্বপ্নহীন দুচোখে ভাসিয়েছিল তোমার ছবি
আমি এখন চাইলেই পারি না,
জীবনটাকে একটি সুন্দর বাগানের মতো সাজাতে
এক টুকরো তারাভরা আকাশ নিয়েই আমার বসবাস

একদিন যে আকাশ দেখতে দেখতে বুঝে ফেলেছিলাম,
তুমি কখনো হবে না আমার, রবে কল্পনায় সীমাবদ্ধ
কিছু সাধ, কিছু তৃষ্ণা
চিরকাল অতৃপ্তির সাগরেই ভেসে যায়,
ভীষণ একলা একটুকরো কাঠের মতো
আর কিছু মানুষ আসে স্বপ্নের মতো করে
স্বপ্ন দেখিয়ে তারা চলে যায়,
মোহগ্রস্ত পথিককে সীমাবদ্ধ করে দিয়ে যায় সেই এক স্বপ্নেই
যে স্বপ্ন কিনা চিরকাল স্বপ্নই রয়ে যায়!

তবু কেন এই নির্বাক অপেক্ষা,
কেন এই মিছে আশা? বলতে পারো!
তবু জীবনের এত সৌন্দর্যের ভীরেও
কেন খুঁজে ফিরি শুধু তোমাকেই?
তবু কেন তুমিময় সব চাওয়া পাওয়ার দল আজও রয়ে যায়
মরুভূমির মতো শূন্য হৃদয়ে- হাহাকারের শব্দহীন আর্তনাদের মতো?
আর আমি কিনা সব জেনেও রয়ে যায় অপেক্ষায়!

যদি কোনদিন,
হয়তো এমনই কোনদিন যখন
তোমার জীবনে আমি আর থাকবো না
কিংবা আমার জীবনে তুমি!
চিরকাল পাশে থাকার মতো কেউ আমি হতে পারিনি
নাকি হতে দাও নি?

থাকি বা নাই থাকি তোমারই জানালার ধারে,
যদি কোনদিন আমার ভালোবাসা স্পর্শ করে তোমায়
নীলপদ্ম গুলো যত্ন করে রেখে দিও
আমার আনন্দ কোলাহলের দরকার নেই
এভাবেই আকাশ সমান অভিমান বুকে নিয়ে হেটে যাবো
তুমিই স্বপ্ন, তুমিই জোছনা, তুমিই জীবনের ধূসর মায়া
এক জীবিনের সবটুকু ভালোবাসা তোমায় দিলাম!

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১৯

সেলিম আনোয়ার বলেছেন: ভালবাসাময় কবিতায় ভাললাগা ।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১২

দ্য ইলিউশনিস্ট বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই।

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৩৮

সুমন কর বলেছেন: ভালো লাগল।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৯

দ্য ইলিউশনিস্ট বলেছেন: অনেক ধম্যবাদ সুমন ভাই!

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:১১

হাসান মাহবুব বলেছেন: চমৎকার! প্লাস।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪২

দ্য ইলিউশনিস্ট বলেছেন: অনেক ধন্যবাদ হাসান ভাই! খুব ভাল লাগল আপনার মন্তব্য দেখে।

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫২

তুষার কাব্য বলেছেন: চমৎকার কবিতায় ভাললাগা ।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৩

দ্য ইলিউশনিস্ট বলেছেন: ধন্যবাদ তুষার ভাই।

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫২

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: অথচ ভালোবাসা অসমাপ্ত আর্তনাদ না হয়ে
একটি শান্ত নদীর মতো হতে পারতো
যেখানে থাকবে একটি নৌকা, আমি আর তুমি
শান্তির পায়রারা উড়ে যাবে,
আমরা চেয়ে রবো অপলক দৃষ্টিতে
আর ভাববো, জীবনটা কি ভীষণ সুন্দর!


খুব সুন্দর একটা কবিতা।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৪

দ্য ইলিউশনিস্ট বলেছেন: অনেক ধন্যবাদ!

৬| ১৪ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:০৮

সুমন কর বলেছেন: শুভ নববর্ষ !!

১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ২:৪১

দ্য ইলিউশনিস্ট বলেছেন: শুভ নববর্ষ সুমন ভাই!
অনেক দিন পর এলাম ব্লগে। ভাল আছেন? :)

৭| ১৫ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:০০

দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতায় ভালো লাগা।
শুভ নববর্ষ।

১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ২:৪২

দ্য ইলিউশনিস্ট বলেছেন: শুভ নববর্ষ ভাই।

৮| ০৪ ঠা মে, ২০১৫ রাত ১১:৪৫

দীপংকর চন্দ বলেছেন: নীলপদ্ম গুলো যত্ন করে রেখে দিও

ভালো লাগা। অনেক।

আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।

অনেক ভালো থাকবেন। সবসময়।

২০ শে মে, ২০১৫ রাত ১:২৮

দ্য ইলিউশনিস্ট বলেছেন: ধন্যবাদ ভাই।

আপনার জন্যও শুভকামনা রইলো। অনেক অনেক ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.