| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দ্য ইলিউশনিস্ট
তা্হসিন কামাল। ফেসবুক প্রোফাইলঃ https://www.facebook.com/tahsin4444
চার দেয়ালে আবদ্ধ স্বপ্ন গুলো আমার
জোছনাভরা রাতে ছুটে যাওয়ার অবাধ্য ইচ্ছে
সাত সাগর তের নদীর অপারে তোমার আকাশে
কল্পনার মেঘে মেঘে, দিনের শেষে, মাঝ রাতে-
ঠিক গিয়েছিলাম আমি তোমার শহরে
বিষণ্ণ এক ঈগলের ডানা আকড়ে ধরে
বিষাক্ত এই নগর ছেড়ে বহু দূরে
তুমি দিয়েছিল আমায় ৯ টি শূন্য পাতা।
নীল আকাশের সূর্যটা ডুবে গেলে
কেন তোমার চোখে মেঘ হয়ে এলো?
বুঝতে না নিষিদ্ধ ইচ্ছেটা আমার
ভুল করে পাঠিয়ে দিলে এক ভুলে ভরা জগতে।
সেদিন গভীর রাতে, সেই অরণ্যে
তুমিময় বজ্রপাতে লন্ডভন্ড মস্তিষ্ক,
চেয়েছিল নিষিদ্ধ ইচ্ছে কিছু,
এক জীবনে যা হয় না পাওয়া..
আকাশ থেকে উড়ে এসছিল সারা অরণ্যের পাখি,
গাছের প্রতিটি পাতা সাক্ষী ছিল
আমার নিষিদ্ধ ইচ্ছেটা তুমি নগরের ধুলো ভেবে
তুচ্ছ ওক দমকা হাওয়ায় মিশিয়ে দিলে!
১৪ ই মে, ২০১৬ সকাল ১০:৪৬
দ্য ইলিউশনিস্ট বলেছেন: থ্যাংক্স মুসাফির ভাই ![]()
২|
১৪ ই মে, ২০১৬ ভোর ৬:১১
জ্বিনল্যান্ডের জ্বিন বলেছেন: ভালোই
১৪ ই মে, ২০১৬ সকাল ১০:৩৬
দ্য ইলিউশনিস্ট বলেছেন: ধন্যবাদ জ্বিন সাহেব
৩|
১৪ ই মে, ২০১৬ সকাল ৮:৩৭
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।
১৪ ই মে, ২০১৬ সকাল ১০:৩৯
দ্য ইলিউশনিস্ট বলেছেন: ধন্যবাদ সুমন ভাই। বহুদিন পর ব্লগে এলাম।
৪|
১৪ ই মে, ২০১৬ সকাল ৯:২৯
হাসান মাহবুব বলেছেন: সুন্দর।
অবাদ্ধ -অবাধ্য।
১৪ ই মে, ২০১৬ সকাল ১০:৪৩
দ্য ইলিউশনিস্ট বলেছেন: অনেক ধন্যবাদ হাসান ভাই। বানান ঠিক করে দেয়ার জন্য ডাবল ধন্যবাদ। এতদিন পর ছাইপাঁশ একটা পোস্ট দিয়েও পুরনো ব্লগারদের দেখে ভাল লাগছে। সেই কবে থেকে কিছু লিখতে পারি না। রাইটারস ব্লক মে বি।
৫|
১৯ শে মে, ২০১৬ দুপুর ১২:৪৮
অদৃশ্য বলেছেন:
কি খবর ইলিউশন... আছেন কেমন... লিখাটা চমৎকার হয়েছে...
শুভকামনা...
০৪ ঠা জুলাই, ২০১৬ রাত ৯:৩১
দ্য ইলিউশনিস্ট বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। ভাল আছি আলহামদুলিল্লাহ্। আপনার জন্যও শুভকামনা রইলো।
©somewhere in net ltd.
১|
১৪ ই মে, ২০১৬ রাত ২:৫৩
মুসাফির নামা বলেছেন: অনেক ভালো লেগেছে।+