![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তা্হসিন কামাল। ফেসবুক প্রোফাইলঃ https://www.facebook.com/tahsin4444
ইদানীং মাঝেমাঝেই ইচ্ছে করে
বাসা থেকে বের হয়ে অনেক দূরে কোথাও চলে যাই
যেখানে মানুষ নেই
যেখান থেকে পুরো আকাশটা পরিষ্কার ভাবে দেখা যায়
ঠিক এরকম একটা জায়গা,
কোন শব্দ নেই
ইট পাথরের কোলাহল নেই
উৎসবের ছায়া নেই
মুখোশের আড়ালে যে বিষ লুকে থাকে তাও নেই,
ঠিক এরকম একটা জায়গা
খুব জোরে একটা চিৎকার
এক চিৎকারে বুকের ভেতরের জমাটবদ্ধ সব যন্ত্রণা
মাতাল হাওয়ায় মিশে যাবে..
মাতাল আকাশটার দিকে তাকিয়ে
মাতালের মতো একটাবার বলবো,
"আমি আরো কিছুটা সময় এই পৃথিবীতে আনন্দ নিয়ে থাকতে চাই..."
৩০ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০১
দ্য ইলিউশনিস্ট বলেছেন: বুঝি নাই।
২| ৩০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:২০
মোঃ আক্তারুজ্জামান ভূঞা বলেছেন: দরকার আছে।
৩০ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০২
দ্য ইলিউশনিস্ট বলেছেন:
৩| ৩০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:২২
বিজন রয় বলেছেন: ++++
কবিতার অবরুদ্ধতা ভাল লেগেছে।
৩০ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০২
দ্য ইলিউশনিস্ট বলেছেন: ধন্যবাদ ভাই
৪| ৩০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:২৩
মোস্তফা সোহেল বলেছেন: কষ্টেরা বুকে বিধলে তা কি আর সহজে চলে যায়
০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৭
দ্য ইলিউশনিস্ট বলেছেন: হইতো যায়। সবই মনমানসিকতার ব্যাপার স্যাপারা।
৫| ৩০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:২৫
ধ্রুবক আলো বলেছেন: সব সহে নিয়েই একত্রে বাস করতে হয়,
লেখা খুব ভালো হয়েছে
০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৮
দ্য ইলিউশনিস্ট বলেছেন: অনেক ধন্যবাদ ধ্রুবক আলো।
৬| ৩০ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:২৭
আনিসা নাসরীন বলেছেন: এমন জায়গাই তো নেই।
০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৯
দ্য ইলিউশনিস্ট বলেছেন: হইতো আছে। আমরা খুঁজে দেখার চেষ্টা করি না।
৭| ৩০ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৫
হাসান মাহবুব বলেছেন: এমনও ইচ্ছে হতে পারে? হাহা ভুলেই গিয়েছিলাম!
০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:০২
দ্য ইলিউশনিস্ট বলেছেন: এতকিছু জানি না ভাই। যাই হোক, প্রিয় গল্পকারের মন্তব্য নিজের প্রত্যেকটা পোস্টে দেখার অনুভূতিটা কিন্তু চমৎকার।
৮| ৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:৫৯
সুমন কর বলেছেন: এক চিৎকারে বুকের ভেতরের জমাটবদ্ধ সব যন্ত্রণা
মাতাল হাওয়ায় মিশে যাবে.. ---- আমারও ইচ্ছে করে !!!
ভালো লাগল।
০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:০৩
দ্য ইলিউশনিস্ট বলেছেন: অনেক ধন্যবাদ সুমন ভাই।
৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৫৪
দৃষ্টিসীমানা বলেছেন: আপনি চমৎকার লিখেন ।
আমি আবার জীবনকে ষড়ঋতুর সঙ্গে তুলনা করে মজা পাই । আর জীবনের শেষ অংশ টুকু বড্ড জটিল মনে হয় ।
১১ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১০
দ্য ইলিউশনিস্ট বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে। অনুপ্রাণিত হলাম খুব। ভাল থাকবেন সবসময়।
©somewhere in net ltd.
১|
৩০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:২০
মোঃ আক্তারুজ্জামান ভূঞা বলেছেন: দরকার আছে।