![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তা্হসিন কামাল। ফেসবুক প্রোফাইলঃ https://www.facebook.com/tahsin4444
বিশাল এক জানালা,
যেখান থেকে দেখা যায় তোমার পৃথিবীর এক অংশ
আমি; আর সীমাহীন অপূর্ণতার ফ্রেমে বাধানো
তোমার আমার সুখী সংসার;
আমার স্মৃতিরা বুনছে এখানেই, ছোট্ট এক রুমে।
সময়টা যেন ঠিক রূপকথার মায়াবী রাজকন্যা;
ঘুম ভাঙলেই জানালা দিয়ে এসে চোখে পড়ে
তোমার পৃথিবীর লাল সূর্যের হলুদ আলোকপিন্ড,
চোখ মেললেই মেঝেতে তোমার অস্পষ্ট ছায়া।
তোমার ঘুমন্ত শহরের মধ্যরাতের
এক অকৃত্রিম চাঁদের কয়েক ফোটা জোছনা
আমার জানালা দিয়ে ঢুকে পড়ে,
নিতান্তই কোন কারণ ছাড়া।
অভিমান নয়, অভিশাপ নয়;
শুধুই কিছু অলিখিত গানের লাইন গাওয়া হলো,
লেখা হলো কিছু সুরহীন গান,
বেলা অবেলার সঙ্গী হলো নিঃসঙ্গতা।
স্বপ্নের রঙটা কখনো নীল ছিল না
কিংবা ভালোবাসার রঙটা লাল
দিনশেষে মৃত্যুর মতো অন্ধকার সবকিছু;
কেবল বষন্তের কোন এক মেঘলা বিকেলে
তোমার পৃথিবীতে বন্দী হবার মুহূর্তটাই ছিল রঙিন।
১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৫৯
দ্য ইলিউশনিস্ট বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
২| ০৯ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:২৮
ধ্রুবক আলো বলেছেন: অসাধারন.....
খুব ভালো লাগলো পড়ে.,,,,
শুভ কামনা রইলো
১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:০১
দ্য ইলিউশনিস্ট বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। আপনার জন্যও শুভ কামনা রইলো।
৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৪২
দৃষ্টিসীমানা বলেছেন: চমৎকার লিখেছন , অনেক ভাল লাগল । ভাল থাকুন সব সময় ।
১১ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৮
দ্য ইলিউশনিস্ট বলেছেন: অনেক ধন্যবাদ...
৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৩২
সুমন কর বলেছেন: শুরু নয়, শেষের দিকেই ভালো লাগল।
১১ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৮
দ্য ইলিউশনিস্ট বলেছেন: ধন্যবাদ সুমন ভাই।
৫| ১১ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৩
ক্লে ডল বলেছেন: ভাল লাগল।
১১ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৩২
দ্য ইলিউশনিস্ট বলেছেন: ধন্যবাদ
৬| ১২ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:৫২
মুখোমুখি বলেছেন: ভাল লাগল
১২ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৩:২৭
দ্য ইলিউশনিস্ট বলেছেন: থ্যাংক্স
৭| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৪৬
মাহমুদা রহমান বলেছেন: কেবল বষন্তের কোন এক মেঘলা বিকেলে
তোমার পৃথিবীতে বন্দী হবার মুহূর্তটাই ছিল রঙিন।
ভীষণ ভালো লাগলো এই দুটো লাইন
১৭ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৯
দ্য ইলিউশনিস্ট বলেছেন: অনেক ধন্যবাদ।
৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪
সিগনেচার নসিব বলেছেন: বেশ সুন্দর লেখনী
২৪ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৫
দ্য ইলিউশনিস্ট বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
৯| ০১ লা জানুয়ারি, ২০১৭ সকাল ১০:২৮
রিকতা মুখাজীর্র্ বলেছেন: পড়ে দারুন লাগল।অসাধারন ছবি আর লেখনী।
১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:৫১
দ্য ইলিউশনিস্ট বলেছেন: অনেক ধন্যবাদ..
১০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩৭
তারুবীর বলেছেন: শেষের দিকটা যথার্থ ভালো ছিল।
১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:৫৩
দ্য ইলিউশনিস্ট বলেছেন: ধন্যবাদ ভাই
১১| ০৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৪
Dead Amant বলেছেন: শেষ আর শুরু কি?
পুরোটাইতো ভালো.....
১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:৫৩
দ্য ইলিউশনিস্ট বলেছেন: অনেক ধন্যবাদ..
১২| ২৩ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫২
ভাবুক কবি বলেছেন: কবিতায় মুগ্ধ
আমার জগতে স্বাগতম।
১২ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪১
দ্য ইলিউশনিস্ট বলেছেন: ধন্যবাদ ভাই
১৩| ১৪ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৫৫
ইফতেখারুল মবিন বলেছেন: খুব ভালো লাগলো......
১২ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪
দ্য ইলিউশনিস্ট বলেছেন: অনেক ধন্যবাদ..
১২ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪
দ্য ইলিউশনিস্ট বলেছেন: অনেক ধন্যবাদ..
১৪| ০৯ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:০৮
মুহাম্মদ তাজরিয়ান আলম আয়াজ বলেছেন: )চমতকার লিখেছেন।
সত্যিই মুগ্ধ
১২ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪১
দ্য ইলিউশনিস্ট বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
১৫| ২১ শে মে, ২০১৭ রাত ২:০৪
জুনায়েদ বি রাহমান বলেছেন: দারুণ লিখেছেন।
১২ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩
দ্য ইলিউশনিস্ট বলেছেন: ধন্যবাদ জুনায়েদ সাহেব।
১৬| ২৩ শে মে, ২০১৮ রাত ১:৩৭
শফিক ১০১ বলেছেন: অনেক সুনিপুন ভাবে অনুভুতি গুলো প্রকাশিত হয়েছে
১৪ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫০
দ্য ইলিউশনিস্ট বলেছেন: ধন্যবাদ শফিক ভাই।
১৭| ২৫ শে মে, ২০১৮ রাত ৯:৪৩
অজানিতা বলেছেন: সুন্দর!
১৪ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৫
দ্য ইলিউশনিস্ট বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৯ ই ডিসেম্বর, ২০১৬ ভোর ৪:৩২
আবীরের ঘোড়া বলেছেন: ´কেবল বষন্তের কোন এক মেঘলা বিকেলে
তোমার পৃথিবীতে বন্দী হবার মুহূর্তটাই ছিল রঙিন।´ সুন্দর!