নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে কী বলা যেতে পারে? এ তো বড় চিন্তার বিষয়।

দ্য ইলিউশনিস্ট

তা্হসিন কামাল। ফেসবুক প্রোফাইলঃ https://www.facebook.com/tahsin4444

দ্য ইলিউশনিস্ট › বিস্তারিত পোস্টঃ

ব্যর্থতা

০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:৫৬

-শুনছো?

জ্বি।

-ধরো কিছু একটা পাওয়ার জন্য তুমি ছুটেছো। সেই জিনিস তুমি পেলে না, তোমার কেমন লাগবে?

স্বাভাবিক ভাবেই খুব কষ্ট লাগবে।

-কেন লাগবে?

অবশ্যই আমি জিনিসটি পেলাম না তাই।

-তোমার যে কষ্ট লাগছে এটা একদিক দিয়ে তোমার ক্ষতি হচ্ছে। কারণ কষ্ট নিশ্চয় একটা নেগেটিভ ফীলিং। তারমানে কষ্টটা না লাগলে তোমার এই ক্ষতিটুকু হতো না, ঠিক?

জ্বি, ঠিক।

-তাহলে জেনে শুনে এই ক্ষতি আমরা কেন করি?

কারণ আমরা একটা জিনিস চেয়েছি, তার জন্য কষ্ট করেছি, তবু তা পাইনি।

-তারমানে তোমার যুক্তি দাড়াচ্ছে, আমার একটা ক্ষতি হয়েছে কেন, আরো ক্ষতি হতে হবে। এরকম?

ঠিক এরকমও না। এটা একটা ন্যাচারাল প্রসেসের মতো হয়ে গেছে। মানুষ তার কাঙ্ক্ষিত কিছু না পেলে কষ্ট পায়।

-এটা ন্যাচারাল প্রসেস হয়নি, বেশিরভাগ মানুষ নিজের অক্ষমতা এবং বোকামিকে প্রশ্রয় দিয়ে ব্যাপারটাকে এমন বানিয়েছে যে, তুমি যা পাওনি তার জন্য কষ্ট পাও, আফসোস করো; যদিও এসব করলে পরিস্থিতির বিন্দুমাত্র পজিটিভ চেঞ্জও হবে না, স্রেফ কিছু নেগেটিভ চেঞ্জ ছাড়া।

হতে পারে। এত গভীরভাবে ভেবে দেখিনি।

-কিছু ব্যাপার গভীরভাবেই ভেবে দেখতে হয়। তুমি এখন যা পাওনি তার জন্য টেনশন করতে করতে মারা যাওয়ার অবস্থা হলেও কী কেউ এসে তোমাকে তা দিয়ে বলবে, "ভাই আপনি টেনশন করেছেন, তাই আপনার জন্য এই পুরষ্কার"? বলবে নাকি?

তবু ব্যাপার গুলো মেনে নেয়া এত সহজ না।

-সহজ না কারণ আমরা ব্যাপার গুলোকে কঠিন বানিয়ে রেখেছি। বেশিরভাগ মানুষ তার প্রতিটি পদক্ষেপে কিছু বোকামি করে থাকে। এই বোকামি গুলোকেই আমরা নিয়ম মনে করে ফেলি এবং তাই হওয়াটা স্বাভাবিক ভাবি। যা পাওনি তার কথা ভাবার মতো অর্থহীন কাজ তুমি কেন করবে? তারচে বরং যা পাওয়ার সম্ভাবনা আছে তার কথা ভাবো, কাজে আসবে।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৪:২৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সবাই যদি এভাবে বুঝত...

০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৩

দ্য ইলিউশনিস্ট বলেছেন: সবাই তো আর সবকিছু বুঝে না ভাই।

২| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৬:৫৮

নাহিদ০৯ বলেছেন: মর্নিং ইনস্পাইরেশান। কিছু কিছু লিখা থাকে মনে হয় যেন মাথার ভেতরের মগজে টোকা দিচ্ছে। আপনার লিখা টা পড়ে সেরকম ই মনে হলো। ধন্যবাদ।

০৭ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৬:১৭

দ্য ইলিউশনিস্ট বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:০০

সামছুল আলম কচি বলেছেন: চমৎকার !

০৭ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৬:১৭

দ্য ইলিউশনিস্ট বলেছেন: ধন্যবাদ ভাই।

৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:২৪

রাজীব নুর বলেছেন: আমি মনে করি- মানূষকে আগে সুন্দর স্বচ্ছ স্বপ্ন দেখতে হবে। এই স্বপ্নই তাকে সামনের দিকে নিয়ে যাবে।

০৭ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৬:১৮

দ্য ইলিউশনিস্ট বলেছেন: জ্বি, সেটাই।

৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: এই সত্যটাই খুজে পাই কৃতজ্ঞতা প্রকাশের তাগিদে!

তোমরা সর্বাবস্থায় রবের কৃতজ্ঞতা প্রকাশ কর। যে হালে রেখেছেন তাতে দুক্ষিত না হয়ে কৃতজ্ঞতার মাধ্যমে ভাল কিছু সুন্দর কিছুর জন্য চেষ্টা করে যাও।

+++

০৭ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৬:১৯

দ্য ইলিউশনিস্ট বলেছেন: হ্যা এটাই আসল ব্যাপার।

৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২২

সুমন কর বলেছেন: চাইলেও আমরা অনেক কিছু নিজের মনের মতো পাই না...........

০৭ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৬:১৯

দ্য ইলিউশনিস্ট বলেছেন: আরে সুমন ভাই, ভাল আছেন তো?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.