নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে কী বলা যেতে পারে? এ তো বড় চিন্তার বিষয়।

দ্য ইলিউশনিস্ট

তা্হসিন কামাল। ফেসবুক প্রোফাইলঃ https://www.facebook.com/tahsin4444

দ্য ইলিউশনিস্ট › বিস্তারিত পোস্টঃ

গল্পঃ জীবনের কেন্দ্রবিন্দু

০৬ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:২৫




ভাই বিয়েটা করতে পারছি না।
–তা এখন?

এটা তো আমার অন্যায় কোন চাহিদা না। খুবই যৌক্তিক চাহিদা। কি করা যায় ভাই?
–কি করার আছে বলে মনে হয়?

আমার এই গরীবি হালতে কে আমাকে তার মেয়ে বিয়ে দিবে বলেন?
–আপনার চেষ্টা আপনি করুন। যার দেয়ার সে দিবে। আর, আল্লাহর উপর ভরসা করার চেষ্টা করুন।

এতটুকেই কথা শেষ হয়েছিল আমার সেদিন ইয়াসিন ভাইয়ের সাথে। তারপর তিনি রাত হয়ে গেছে বলে তার বাসার দিকে হাঁটা দিলেন। তারপর, সপ্তাহ খানেক পর দেখা। ইয়াসিন ভাই আমার দিকে তাকিয়ে বললেন, আপনার মাথা থেকে বিয়ের ভূত নেমেছে?

–ভাই এ কি নামার মত ভূত?

ইয়াসিন ভাই যেন আমার কথা শুনতে পায়নি এমন ভাব করে বললেন, আজ আমার সাথে এক জায়গায় চলুন।

তিনি আমাকে কোথায় নিতে চান আমি এসব কিছুই জিজ্ঞেস না করে তার সাথে যাওয়ার জন্য রাজি হয়ে গেলাম। ইয়াসিন ভাই একটা রিকশা ডেকে দাঁড় করালো। আমরা উঠে পড়লাম। রিকশার চাকা ঘুড়তে শুরু করলো।

ইয়াসিন ভাইকে বিরক্ত করবার জন্য নাকি কেন জানি না, আমি ভাইকে বললাম, একটা রিকশারও চাকা ঘুড়ে, আমার বিয়ের চাকা ঘুড়ে না কেন ভাই? আমার "সে" আসে না কেন?

–আপনি একটু চুপচাপ বসে থাকুন। এরপর দ্বিতীয় কথাটি বলার আগে মাথায় রাখবেন, আপনাকে এক ধাক্কায় রিকশা থেকে ফেলা হবে। তখন রাস্তায় গাড়ির চাকার তলে পড়বার আগে বলতে পারেন, বিয়ে করিনি, আমায় মারবেন না!

ভাইয়ের রসিকতায় আমার হাসি পেল না। তবে আমি চুপই হয়ে গেলাম।

খানিক পথ পেরুবার পর রিকশাটা একটা অন্ধকার রকমের জায়গায় এসে দাঁড়াল। ইয়াসিন ভাই রাস্তা দেখিয়েই এখানে নিয়ে এলেন।

আমরা নামলাম। ইয়াসিন ভাই আমাকে সাথে নিয়ে একটু সামনে গেলেন। দেখলাম একজন বৃদ্ধ মানুষ শুয়ে আছেন৷ কংকালের মতো জীর্ণশীর্ণ দেহ। শরীরের চামড়া হাড্ডির সাথে লেগে আছে।

তিনি ঘুমাচ্ছিলেন নাকি শুয়ে আছেন বুঝলাম না, তবে বুঝলাম এরকম একটা জায়গাও কারো শুবার জায়গা।

ইয়াসিন ভাই একটু সামনে যেয়ে তাকে সালাম দিলেন।

তিনি উঠে দাঁড়ালেন। ক্ষীণ কন্ঠে বললেন, ওয়ালাইকুম আসসালাম।

ইয়াসিন ভাই তার হাতের খাবারের প্যাকেট লোকটির দিকে বাড়িয়ে দিলেন। তিনি প্যাকেটটা নিতেই সিজদাহ তে পড়ে গেলেন। তিনি কাঁদছেন, খুব কাঁদছেন। কাঁদতে কাঁদতে বিড়বিড় করে কী জানি বলছেন।

আমি এই দৃশ্য দেখে চোখের পানি বহু কষ্টে আটকিয়ে রাখলাম। ইয়াসিন ভাই আমাকে নিয়ে সেখান থেকে চলে এলেন।


সেদিনের পর থেকে বহুদিন পেরিয়ে গেল। বিয়ের ভূত মাথা থেকে কষ্ট করে নামাতে হল না, সে ঘটনার পর আপনা আপনিই নেমে গেল। আল্লাহ যেমন রেখেছেন, যা দিয়েছেন তাতেই আমি সন্তুষ্ট থাকার চেষ্টা করছি।

আশ্চর্য ব্যাপারটা হল; বিয়ে কেন করতে পারছি না এই পেরেশানি থেকে মুখ ফিরিয়ে আল্লাহর দিকে যখন মুখ স্থির করলাম, মুখাপেক্ষী হলাম; আমার জীবন যেন বসন্তের ডালি সাজিয়ে আমার সামনে এসে উপস্থিত হলো।

ধীরে ধীরে সব লাইনে চলে এলো। একটা মানানসই জায়গায় চাকরি হয়ে গেল। আমি ভাবিনি, এমন জায়গা থেকে এক টুকরো বসন্ত এসে হাজির হলো আমার জীবনে।


আমার সামনে যেই যুবতীটি বসে আছেন, সে-ই আমার দ্বীনের অর্ধেক। আজ বিয়ে হলো আমাদের। আমার মুখ দিয়ে তখনও কোন কথা বেরুচ্ছিল না।

তবু জড়তা কাটিয়ে বললাম, এতদিন পর এলেন কেন?

আমার মুখে 'আপনি' শুনে সে কিছু ভাবলো নাকি তার কথাটি বুঝতে সময় লাগলো, বুঝিনি। যেন প্রথমে অন্যমনস্কতার কারণে ছুটে যাওয়া কথা একটু পর বুঝেছে, সেভাবে; যেদিকে ফিরে ছিল সেদিক থেকেই বললো, 'আপনাকেও যদি আমি একই প্রশ্ন করি?'

–আমি তো বলবো, আল্লাহ যখন চেয়েছে তখন এসেছি।

আপনার উত্তর জানা থাকার পরও জিজ্ঞেস করছেন কেন?

আমি হাসলাম। আচ্ছা হাসতে হাসতেই কি মানুষ কেঁদে ফেলতে পারে? আমার জানা নেই। আমি কাঁদি নি, মৃদু হেসেই তাকে বললাম, 'আমার সাথে দুই রাকাত সালাতুস শোকর পড়বেন?'

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৪৩

অপু তানভীর বলেছেন: ভাল গল্প

০৬ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৫২

দ্য ইলিউশনিস্ট বলেছেন: ধন্যবাদ ভাই।

২| ০৬ ই জুলাই, ২০২০ রাত ৮:২৩

বুরহানউদ্দীন শামস বলেছেন: ভালই লাগলো...

০৬ ই জুলাই, ২০২০ রাত ৯:৩৬

দ্য ইলিউশনিস্ট বলেছেন: ধন্যবাদ ভাই।

৩| ০৬ ই জুলাই, ২০২০ রাত ৮:৪৪

রাজীব নুর বলেছেন: জীবনের গল্প।

০৬ ই জুলাই, ২০২০ রাত ৯:৩৬

দ্য ইলিউশনিস্ট বলেছেন: ধন্যবাদ ভাই।

৪| ০৬ ই জুলাই, ২০২০ রাত ১০:২৬

নেওয়াজ আলি বলেছেন: ভাল লাগল I

০৭ ই জুলাই, ২০২০ রাত ১২:০১

দ্য ইলিউশনিস্ট বলেছেন: ধন্যবাদ ভাই।

৫| ০৭ ই জুলাই, ২০২০ সকাল ১১:৪৭

আজাদ প্রোডাক্টস বলেছেন: ভালো লেগেছে। শুকরিয়া আদায় সকলে পক্ষে করা সম্ভব হয়না।

৬| ১০ ই জুলাই, ২০২০ রাত ১২:৫৩

দ্য ইলিউশনিস্ট বলেছেন: ধন্যবাদ ভাই।

৭| ১০ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:০২

প্রোফেসর শঙ্কু বলেছেন: েশ!

৩১ শে জুলাই, ২০২০ রাত ১:২০

দ্য ইলিউশনিস্ট বলেছেন: জ্বি? আপনার মন্তব্যটি বুঝা যাচ্ছে না।
যাই হোক, ভাল আছেন ভাই? আপনি সেই তখন থেকে এখনো রেগুলার সামুতে আসেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.