নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একশত সিপাহী ঢাল-তলোয়ার লইয়া যে ক্ষমতা না রাখে, অনুতাপের হাত তাহার চেয়ে অধিক ক্ষমতা রাখে।
যারা সাধারন শ্রমিক এর কোটায় আসতে চাচ্ছেন তাদের জন্য, অন্য ক্যাটাগরির ব্যাপারে পরে আলোচনা হবে।
যারা প্রবাসে আসতে চান, আপনাকে সর্বপ্রথম স্থির করতে হবে বিদেশে গিয়ে গাধার মত হাটনি হাটতে পারবেন কিনা। উত্তর যদি হয়, আমি জমিদার বাবার আদরের পুলা তাখলে অনুরোধ করব বিদেশ আপনার জন্য না। কেও আছেন অনার্স মাষ্টার্স করে ভাবছেন দেশের বাহিরে গেলে চেয়ারে বসিয়ে পা নেড়ে নেড়ে বেতন আনতে পারবেন, তাদের বলছি আমার কোম্পানিতে প্রায় ৫০ জন এর উপরে আছে যারা সবাই মাস্টার্স নতুবা অনার্স করে এসেছেন। এখন বেশির ভাগই সাধারন শ্রমিক হিসাবে কাজ করে।
আসি এবার কাজের কথায়।
আপনারা হয়ত সবাই জানেন সিঙ্গাপুর সাধারনত দুই কাজের জন্য লোক আনে ১) কনস্ট্রাকশন, ২) সিপ ইয়ার্ড। যে কাজের জন্যই আসেন না কেন আপনাকে অবশ্যই পশিক্ষন নিয়ে পরিক্ষায় পাশ করে সিঙ্গাপুর আসতে হবে।
তবে সিপ ইয়ার্ড এ শুধু ট্রেনিং করেই আসা যায় কোন প্রকার পরীক্ষা দিতে হয়না, তবে আমি ব্যাক্তিগত ভাবে সবাইকে বলব সিপ ইয়ার্ড এ না গিয়ে একটু পরিশ্রম করে হলেও কনস্ট্রাকশন এর কাজে আসোন। ইচ্ছা এবং চেষ্টা থাকলে অনেক উপরে অবস্থান করতে পারবেন।
আপনি যদি স্থির করে থাকেন বিদেশে যাবেন, তাখলে আমি আপনাকে পরামর্শ দিব অনুগ্রহ করে একটা সম্পূর্ণ বৈধ ড্রাইবিং লাইসেন্স নিয়ে নেন, ট্রেনিং সেন্টারে ভর্তি হবার আগে নিবেন কেননা ট্রেনিং করতে প্রায় ৬/৭ মাস সময় লাগবে। দেশের বাহিরে আসার পর এই সময়টা আপনি এক্সপিরেন্স হিসাবে দেখাতে পারবেন। সিঙ্গাপুর ড্রাইবিং লাইসেন্স নেওয়া যে কত কঠিন যারা চেষ্টা করেছেন তারাই বলতে পারবেন।
সব সময় একটা জিনিস মনে রাখবেন, আপনার পাসপোর্ট, সর্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স সব কিছুতে নাম যেন অবশ্যই সেইম হয়। আমরা সবচেয়ে বেশি ঠকতে হয় নাম বা জন্ম তারিখ এর ভুলের জন্য।
এক সাথে সবটা লিখতে পারিনি বলে দুঃখিত, আশা করি কাল পরশু বাকীটা লিখে শেয়ার করব।
১৫ ই মে, ২০১৩ সকাল ১০:৫৮
দুঃখ হীন পৃথিবী বলেছেন: [email protected]
২| ১৪ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:১২
আরিফুর রহমান বাবুল বলেছেন: ভাই আপনি কি বি-বাড়িয়ার??
১৫ ই মে, ২০১৩ সকাল ১০:৫৭
দুঃখ হীন পৃথিবী বলেছেন: জ্বী ভাইজান,আপনি কোন জেলার
৩| ১৪ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:১৬
অমৃত সুধা বলেছেন: ‘ইসলামের বড় ক্ষতি করছে হেফাজত’: ফরিদউদ্দিন মাসউদ
http://dhakajournal.com/?p=6108
১৫ ই মে, ২০১৩ সকাল ১১:০০
দুঃখ হীন পৃথিবী বলেছেন: কিসের মাঝে কি দিলেন,
এই মাওলানা নামের কিছু ব্যায়াদবদের কারনে আজ ইসলাম ধর্মের এই অবস্থা। মাসউদ সাহেব একবার বলেন ইসলামী ব্যাংক এ টাকা জমা করা হারাম, আবার উনি এই ব্যাংক এ আরামছে টাকা জমা করেন।
সেলুকাস এই দেশ
৪| ১৫ ই মে, ২০১৩ সকাল ১১:১৮
s r jony বলেছেন: ভাল পোস্ট ।
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ ভোর ৬:৩১
দুঃখ হীন পৃথিবী বলেছেন: ধন্যবাদ
৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:১৭
সহজ সরল সাধারন মানুষ বলেছেন: Visit Visa
Thailand : 4,500 /- BDT
Malaysia : 4000 /- BDT
Singapore : 3100 /- BDT (without Invitation)
Singapore : 6,500 /- BDT (with Invitation)
Indonesia : 6,200 /- BDT
Philippine : 6500 /- BDT
Myanmar : 6,500 /- BDT
Hong Kong: 8,500 /- BDT (Regular)
Hong Kong: 30,000/- BDT (VIP) Only 3 Days
Vietnam: 16,800 /- BDT with approval and Visa stamping.
Cambodia: 16,500 /- BDT with approval and Visa stamping.
Dubai Transit Visa : 14,000 /- BDT
USA : 6000 /- BDT (Service Charge only)
UK : 6000 /- BDT (Service Charge only)
Canada : 6000 /- BDT (Service Charge only)
Australia: 6000 /- BDT (Service Charge only)
Shenzhen: 6,000 /- BDT (Service Charge only)
China: Visited before - Cost 14,000/-, Visited 3 countries by air (Except India/Nepal) - Cost 19,000/-, Visited 1/2 countries by air (Except India/Nepal) - Cost 21,000/-, Visited only India/Nepal - Cost 26,000/-
FRESH PASSPORT- Cost 36,000/- Condition Applied, Double entry China visa Cost - 24,000/-, 1 year multiple business visa Cost - 28,000/-, 2 year multiple business visa Cost – 38,000/-
Foreign Travel Bureau Bangladesh Limited
Contact: 374/3, Mirpur-1, Dhaka.
+8801536227403
https://www.facebook.com/foreigntravelbureau/
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ ভোর ৬:৩২
দুঃখ হীন পৃথিবী বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক দেশেই বেড়াতে যাওয়ার ইচ্ছে আছে ভিসার জটিলতাই পরলে আপনার সহযোগিতা চাইব
©somewhere in net ltd.
১| ১৪ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮
মৃন্ময় বলেছেন: আপনের মেইল আইডিটা যদি দিতেন এট্টু উপকার হইত,আমিও শীপইয়ার্ড় লেবার