নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একশত সিপাহী ঢাল-তলোয়ার লইয়া যে ক্ষমতা না রাখে, অনুতাপের হাত তাহার চেয়ে অধিক ক্ষমতা রাখে।
হাসবেন না, এই নামে সত্যি একটা পার্টি আছে বাংলাদেশে যার চেয়ারম্যান -
পীরজাদা আলহাজ মোস্তফা আমির ফয়সাল মোজাদ্দেদী
উনার পিতা একজন অনেক বড় মাপের ইসলাম প্রচারক একজন আল্লার প্রিয় বান্দাছিলেন তাতে আমার কোন সন্দেহ নাই।
বাবার এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে উনি তৈরী করেন জাকের পার্টি যাদের সকল পার্থীদের জামানত বাজেয়াপ্ত হয় প্রতিবার।
তাও ভাল ইলেকশনত করতে পারে।
প্রতি পাচবছর পর পর হাজির হন দু'চারটা সমাবেশ করে, আর যেখানে বেশিরভাগ সমাবেত হয় উনার বাবার মুরিদানরা।
গ্রামের অশিক্ষিত মানুষ মনে করে পীরের ছেলেকে দেখে আসি এক নজর আর উনি এই সরলতাকে কাজে লাগিয়ে আহবান করেন মহা সমাবেশ।
উনারদের চলাফেরা দেখলে যে কোন রাজ পরিবারকেও হার মানাবে,
আজ আহবান করেছে জাতীয় কাউন্সিল - একবার তাকিয়ে দেখেন
১) চেয়ারম্যান ছোট ভাই
২) সর্বোচ্চ নেতা বড় ভাই
৩) কো-চেয়ারম্যান দুজনের দুই ছেলে যাদের বয়স ২০/২১ বছর
হায়রে রশিকটা আর কত দিন।
গত নির্বাচনে উনার জমাদেয়া সম্পদের হিসাব দেখে আমি নিজেই টাসকি হাইয়া গেলাম হাজার কোটি টাকার সম্পদ। কোথায় পেলেন এত টাকা?
এবার আওয়ামীদের সাথে ঘেষে বসে আছেন মামলা হামলা থেকে বাচার জন্য।
আজ এই পার্টির নাম দেখা মাত্র পড়তে হয়, ''আসসালামু আলাইকুম ইয়াআহলাল কুবর ''
একটা জুকার পার্টি
০৮ ই জুন, ২০১৩ দুপুর ১২:৪৭
দুঃখ হীন পৃথিবী বলেছেন: গরিব মানুষগুলির অন্ধ ভক্তি কাজে লাগিয়ে উনারা আজ যাচেতাই করছে।
দিক্কার এই সার্থবাদী মানুষ গুলিকে
২| ০৮ ই জুন, ২০১৩ দুপুর ১২:৩৬
ইউক্লিড রনি বলেছেন: জাকের লউকটা কেডা?
০৮ ই জুন, ২০১৩ দুপুর ১২:৪৭
দুঃখ হীন পৃথিবী বলেছেন: একটা জুকার সংগঠন
৩| ০৮ ই জুন, ২০১৩ দুপুর ১২:৩৭
ভ্যাগা বন্ড বলেছেন: খিচুরি পার্টি।
০৮ ই জুন, ২০১৩ দুপুর ১২:৪৮
দুঃখ হীন পৃথিবী বলেছেন: জব্বর কইছেন, আজ যেই পাবলিক গুলি যায়ব তারা খিচুরিও পাইবনা।
পুরা কপাল তাদের
৪| ০৮ ই জুন, ২০১৩ দুপুর ১২:৫৬
গোয়েন্দাপ্রধান বলেছেন: এই শালা ফয়সাল এর দুই পোলার ছবি পোস্টার এ দেখলাম
একেবারে ইয়ো...চুল স্পাইক করে কোট টাই পরে একেবারে...
ইসলামী পার্টি বলে হাসতে হাসতে
০৮ ই জুন, ২০১৩ দুপুর ১:১৮
দুঃখ হীন পৃথিবী বলেছেন: আমার প্রশ্নটা এখানে, উনার বাবা যেখানে এত বড় একজন আল্লাওয়ালা মানুষ ছিলেন উনি কি করে এমন করেন।
উনার ছেলে লেখাপড়া করে ইংলিস মিডিয়াম স্কুলে, ইসলামের কি আছে উদের মাঝে।
৫| ০৮ ই জুন, ২০১৩ দুপুর ১২:৫৬
নাজিম-উদ-দৌলা বলেছেন: জুকার পার্টি! ভাল কইসেন।
০৮ ই জুন, ২০১৩ দুপুর ১:১৯
দুঃখ হীন পৃথিবী বলেছেন: আপনিও কিছু বলেন
৬| ০৮ ই জুন, ২০১৩ দুপুর ১:০৭
এন ইউ এমিল বলেছেন: এই পার্টরি একজন কঠিন থেকে কঠিন তর একজন ভক্ত আমার ফেরেন্ড, শুধু ফেরেন্ডই না তার সম্পুর্ণ ফ্যামিলি সুপারগ্লু ভক্ত, আমার সেই ফেরেন্ড আমার আইজকার খিচুরি পার্টিতে দাওয়াত দিছিল,
ইচ্ছা আছিল যামু পেট ভাইরা খিচুরি খামু আর ইচ্ছা মত গাইল্লামু (টুট টুট) গরে । কিন্তু বেরশিক অফিস সেইটা আর হইতে দিলো না
জুকার পার্টির ভক্তরা আল্লাহর রহমতে কথাটা বলেনা বলে খাজাবাবার দয়ায়
মাঝে মাঝে বিভিন্ন জায়গায় আশর জমে (আসরে কি হয় সেটা অনেকেই যানেন) ইনভাইটও সময় পেলে যাই পুরা আসর এক কানদিয়া ঢুকাই আরেক কান দিয়া বাইর করি, কন্তিু বিরিয়ানীর সময় হলে মিস করিনা,
০৮ ই জুন, ২০১৩ দুপুর ১:২০
দুঃখ হীন পৃথিবী বলেছেন: আজ যারা যাইব পুরাই দরা হাইব, আজ কোন খিচুরি নাই, শুধু শুধু টাকা নষ্ট।
৭| ০৮ ই জুন, ২০১৩ দুপুর ১:২১
আতা2010 বলেছেন: এই ভণ্ডরা গরু ভিক্ষা করে ওরসে পাঠায়
০৮ ই জুন, ২০১৩ দুপুর ১:৫৬
দুঃখ হীন পৃথিবী বলেছেন: গরিব মানুষগুলিরকে ফাদে ফেলে কত মানুষ কত কি করছে
৮| ০৮ ই জুন, ২০১৩ দুপুর ২:১৭
নতুন বলেছেন: ভন্ডরাই এই সব ভন্ডের মুরিদ হয়...
আমার এর বন্ধু আছে... তিনি মুরিদ... আমাকে বলেন যে সময় থাকতে চিনতে পারলেন না... পরে পস্তাবেন...
আমি জানি উনি লাভ ছাড়া মোটেও মুরিদ হইতেন না....
মুরিদরা ধম` কম` তো কিছুই করেন না... পুরাই ম`ডান..
০৮ ই জুন, ২০১৩ দুপুর ২:২১
দুঃখ হীন পৃথিবী বলেছেন: মুরিদরা ধম` কম` তো কিছুই করেন না... পুরাই ম`ডান.
৯| ০৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৩
অগ্নি সারথি বলেছেন: পীরজাদা নামডা শুনলে কেমন যেন হারামজাদা হারামজাদা শোনা যায়।
০৯ ই জুন, ২০১৩ বিকাল ৪:১৭
দুঃখ হীন পৃথিবী বলেছেন: দুঃখিত ভাই আপনার এই কথাটা শুনতে ভাল লাগলনা
১০| ০৯ ই জুন, ২০১৩ সকাল ১০:৩৮
পথহারা সৈকত বলেছেন: একটা জুকার পার্টি
০৯ ই জুন, ২০১৩ বিকাল ৪:১৯
দুঃখ হীন পৃথিবী বলেছেন:
১১| ০৯ ই জুন, ২০১৩ বিকাল ৪:২৭
হাসান মাহবুব বলেছেন: এই পার্টি ৯১ এর ইলেকশনে একটা সিট পাইসিল!
১৪ ই জুন, ২০১৩ সকাল ৯:৩৫
দুঃখ হীন পৃথিবী বলেছেন: কি কন মিয়া ভাই, জামানত ফিরত পাইছিলা কেওই, শুধু নেতা ছাড়া।
১২| ০৯ ই জুন, ২০১৩ বিকাল ৪:৩৪
প্যাপিলন বলেছেন: জাকের পার্টির শক্ত ঘাটি আছে ফরিদপুরে। ফরিদপুরের ভাঙা আসনে সবসবময় ২য় হয় । গেলবারে অল্প ভোটে আওয়ামী প্রার্থীর কাছে হারছে। আর আমাদের সুপার ডুপার ব্যাক স্টপার কায়সার হামিদ কিন্তু জাকের পার্টির বড় নেতা। একানব্বইয়ে খালেদা জিয়ার সাথে কনটেস্ট কইরা ১ হাজার ভোট পাইছিল। আর কায়সার হামিদের পায়ের জোর তো জানেন! অতএব খেয়াল কৈরা
আসেন দলে দলে জোকার পার্টিতে যোগ দিন, গোলাপ ফুলের সুভাস নিন
১৪ ই জুন, ২০১৩ সকাল ৯:৪০
দুঃখ হীন পৃথিবী বলেছেন: গত নির্বাচনে মহা জোটের সাথে কিছুটা আচল গেসে পাইছিল অর্ধেক ভোট, এবার দেখেন জামানত না হারায়
©somewhere in net ltd.
১| ০৮ ই জুন, ২০১৩ দুপুর ১২:২৬
রাজাধিরাজ বলেছেন: ভালা কৈচেন........ জুকার পার্টি... ১০০% সহমত...... রমনায় দেখলাম বাসের বড় লাইন খারায়ে আসে... বোকা গরীব বাঙ্গালী আজ যাইবো... সিন্নি খাইবো... আবার মাইক বাজাইতে বাজাইতে আইবো...