নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুঃখ হীন পৃথিবী

দুঃখ হীন পৃথিবী

একশত সিপাহী ঢাল-তলোয়ার লইয়া যে ক্ষমতা না রাখে, অনুতাপের হাত তাহার চেয়ে অধিক ক্ষমতা রাখে।

দুঃখ হীন পৃথিবী › বিস্তারিত পোস্টঃ

অভিজ্ঞরা একটু হেল্প করুন

০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৪:২৬

আমি একটা কোম্পানির কাছ থেকে প্লট কিনার কিছু দিন পর তা রিটার্ন দিয়ে দেই, আমার সমস্ত হিসাব শেষে কিছু টাকা কেটে রেখে আমাকে একটা একাউন্ট পেমেন্ট চেক দিয়েছে।

আমি যে একাউন্ট এ টাকা জমা দিয়েছি উনারা আমাকে ঔ একাউন্ট এর চেক দেইনি, দিয়েছে অন্য একটা একাউন্ট এর চেক। এবং চেকে ডেইট দেয়া ছিল ২মাস পর ২৭/০৬/২০১৩ তারিখ।

কিন্তু আমি ০১/০৭/২০১৩ তারিখে ব্যাংকে ফোন করলে জানতে পারি চেক বাউন্চ হয়েছে, ঐ একাউন্ট এ পর্যাপ্ত টাকা না থাকই।



আমি এখন কি করতে পারি আপনারা একটু পরামর্শ দিলে অনেক উপকার হবে।

আপনাদের পরামর্শের অপেক্ষায় থাকলাম

আমি বর্তমানে দেশের বাহিরে অবস্থান করাই সরাসরি যোগাযোগ করতে পারছিনা।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৫:০৫

রেজওয়ান করিম বলেছেন: আমি শুনেছি এ রকম টাকা ছাড়া চেক ব্যাংকে জমা দিলে, ব্যাংকই মামলা করে দেয় ঐ প্রতারকের নামে। আপনি প্রতারণা মামলা করতে পারেন। বা প্রভাবশালী কাউকে দিয়ে ঠেঙ্গানি দিতে পারেন

০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৫:২৪

দুঃখ হীন পৃথিবী বলেছেন: দেখি কি করা যায়, আমি এই বিষয়টা নিয়া খুব একটা চিন্তার ভিতরে আছি।
ঠেঙ্গানির পক্ষে আমি নাই তবে মামলা করা ইচ্ছা আছে, যদি মামলাই এদের একটা দৌড় দেওয়ানো যায়।

২| ০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৫:১৪

আতা2010 বলেছেন: Click This Link মেয়েরা তাদের বিয়ের প্রথম ৬ বছর তাদের স্বামীকে যেভাবে ........

০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৫:২৫

দুঃখ হীন পৃথিবী বলেছেন: আতা২০১০ একটা পাগল ছাড়া আর কিছুই না, কিসে ভিতরে কি নিয়া আইছে। প্রতিটা পোষ্টের মধ্যে এই লিখার লিংক দিচ্ছেন কেন?

৩| ০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৫:১৮

পাইলট ভয়েচ বলেছেন: মামলা করে লাভ নাই! এতে আপনার টাকা পেতে দেরি হবে! আপনি ওদের অফিসে কথা বলে দেখতে পারেন

০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৫:২৭

দুঃখ হীন পৃথিবী বলেছেন: ওনাদের অফিসে একটা ফোন করেছি দেখি কি হয় সপ্তাহানেকের মধে যদি টাকা না পাওয়া যায় তাখলে আমি মামলার দিকে এগিয়ে যেতে চাচ্ছি।টাকা পেতে দেরি হলেও যাতে ওনাদের একটা সায়েস্তা করতে পারি এই চিন্তাটা এখন মাথায় কাজ করছে।

৪| ০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৫:৪৩

আমি হনুমান বলেছেন: মামলা করলে ৬ মাসের মধ্যে করতে হবে। আগে কতা কন

০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৫:৪৬

দুঃখ হীন পৃথিবী বলেছেন: অনেক ধন্যবাদ, মামলার বিষয়ে কিছু টিপছ দিতে পারলে অনেক উপকার হত।

৫| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১০:৫৫

পাকাচুল বলেছেন: আজকেই প্রথম আলোতে এটা নিয়ে একটা ফিচার এসেছে। আপনি পড়ে দেখতে পারেন।

Click This Link

০৪ ঠা জুলাই, ২০১৩ ভোর ৬:০৮

দুঃখ হীন পৃথিবী বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.