নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একশত সিপাহী ঢাল-তলোয়ার লইয়া যে ক্ষমতা না রাখে, অনুতাপের হাত তাহার চেয়ে অধিক ক্ষমতা রাখে।
কাজের চাপ আর ভাল লাগছেনা, একটা মানুষ এত কাজ করলে নিঃশ্বাস নেওয়ার সময় কোথায়।
যে চিন্তা সেই কাজ লিখে ফেল্লাম রিজাইন লেটার, স্বাক্ষর করে চেয়ার থেকে উঠব বসের রুমে জমা দেওয়ার জন্য।
এমন সময় পিছন থেকে একটা মেয়ে কন্ঠে আওয়াজ , আমি তমা আপনাদের কোম্পানীতে নতুন জয়েন করেছি। এই বলে হাতটা এগিয়ে দিল হাত মিলাতে, তেমন একটা আগ্রহ ছিলনা তার পরও ফরমালিটি রক্ষার জন্য হাতরা বারালাম।
নাহ চোখ দুটিকে আর বিশ্বাস করা গেলনা,
এই মেয়েকি এই পৃথিবীর কোন প্রাণী? মানুষ এত সুন্দর হয় কি করে?
কখন যে ময়েটি হাত ছাড়াবার জন্য চেষ্টা করছে কিছুই বুঝতে পারছিনা, শুধু এতটুকু বুঝতে পারলাম অফিসে সবাই হাসছে।
আর জমাদেয়া হলনা রিজাইন লেটার, এত সুন্দর একটা মেয়ে আমার পাশে বসলে কি করে চাকরি ছেড়ে চলে যায়।
শুরু হল আবার সেই পরিশ্রম, তবে এখনের কাজের মাঝে যেন একটা প্রাণ পাচ্ছি। কখন যে ঘড়ির কাটা ৭টার ঘড়ে পৌছে যাই কিছুই বুঝতে পারছি।
দিন যাচ্ছে ভালই লাগছে অন্য গ্রহের একটা মেয়ের সাথে।
মেয়েটার দুটি চোখে কিযে মায়া আছে, কিছুতেই চোখ ফিরানো যায়না।
হোকনা একটো পরিশ্রম তবু ভাল আছি, অফিস ছুটির পর আমি আর তমা একসাথে বাহির হচ্ছি হেটে চলছি বাসষ্টপ পর্যন্ত।
০৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:০৫
দুঃখ হীন পৃথিবী বলেছেন: ভাই আপনাকেও ঈদ মোবারক, দেশে বাহিরে তাই ঈদে ভাল মজা করা হবে না।
তবে ঈদের দিন বিকেলে ভিনগ্রহের মেয়েটাকে নিয়ে কোথাও বেড়াতে যেতে পারলে অনেক ভাল লাগত।
২| ০৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:০৬
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল।
০৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:২১
দুঃখ হীন পৃথিবী বলেছেন: আপনাকেও, ভালথাকবেন ঈদের খুশিতে।
৩| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৩৯
এম এম কামাল ৭৭ বলেছেন:
এমন একটা সময় আমার ও ছিল। কখন যে বৃহপতিবার চলে আসতো! তারপর ২ দিনের বিরহ। কি যে অসহ্য যন্তনা।
১০ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:১২
দুঃখ হীন পৃথিবী বলেছেন: ভাই আজ যে তাই মনে হচ্ছে,
বৃহস্প্রতিবার ঈদের ছুটি শুক্রবার সিঙ্গাপুর ন্যাশনাল ডে অনেক শখ করে শনিবার অফিসে আসলাম চাঁদ মুখ একটু দেখতে কিন্তু তাও হলনা, উনি ছুটি নিয়েছেন।
রবিবার সাপ্তাহিক বন্ধ অপেক্ষা থাকতে হবে সোমবারের জন্য।
©somewhere in net ltd.
১| ০৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:০১
বিদ্রোহী ভৃগু বলেছেন: আহ ভিনগ্রহের মেয়ে
ঈদ মোবারক..
ভিন গ্রহের মেয়ে মোবারক