নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একশত সিপাহী ঢাল-তলোয়ার লইয়া যে ক্ষমতা না রাখে, অনুতাপের হাত তাহার চেয়ে অধিক ক্ষমতা রাখে।
আচ্ছা এই একতরফা নির্বাচনে বাংলাদেশের একটা জুকার পার্টি (জাকের পার্টি ) যাদের মার্কা গোলাপ ফুল তার কি নির্বাচন করতেছে?
গত ২০০৮ এর নির্বাচনে মহাজোটের সাথে যোগ দিয়েও পার্টির চেয়ারম্যান প্রায় দেড় লক্ষ ভোটের ব্যাবধানে পরাজিত হয়েছিল। আর মহাজোটে না থাকলে জামানত ফেরত পাইতকিনা আমার সন্দেহ।
তাই এইবার একতরফা নির্বাচনে হাসিনার হাতে পায়ে দরে যদি একটা সিটের ব্যাবস্থা করতে পারে।
প্লিজ জাকের পার্টির নির্বানের ব্যাপারে কারো জানা থাকলে একটু নক করেন।
০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৫
দুঃখ হীন পৃথিবী বলেছেন: এই জন্যই জানার আগ্রহ এই হালি মাঠে উরা একটা ঝাকি দিবার আসে কিনা। পরে কইতে পারব আমরা একটা আসনে জিতেছিলাম।
শুনেছি বাঘ নাই বনে খাটাস নাকি রাজা সাজে
২| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৫
প্যাপিলন বলেছেন: হুদাই ফাপর নিয়া লাভ নাই। ফরিদপুর-৪ আসনে (ভাঙ্গা, সদরপুর) এরকম ফাপর নিলে লুঙ্গি রাইখা দৌড়াতে হপে! ২০০৮ এর নির্বাচনে জাকের পাট্টির চেরম্যান কিন্তু ৭০ হাজারের ওপর ভোট পাইসে, আওয়ামী প্রার্থী পাইছে দেড় লাখের একটু বেশি। মাত্র ৩ হাজার ভোট পেয়ে বিম্পি প্রার্থীর জামানত বাতিল হৈসে.......কাজেই জাইনা কথা বলেন....গোলাপ ফুল মার্কায় ভোট দেন
০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২২
দুঃখ হীন পৃথিবী বলেছেন: সাবাস তাইলে চামচা একখান পাওয়া গেছে, আমিত এইডাই চাইতাছিলাম যে জোকার পার্টির কোন দালাল পাওয়া যায় কিনা।
৭০ হাজার ভোট কি এমনি পাইছে?
আওয়ামীদের সাথে আধাব নমষ্কার কইরা আসতে হইছে, তবে এইটাই আপনাদের সার্থকতা যে জামানতের টাকাটা অন্তত্য ফেরত পাইছেন।
অধুর ভবিষতে আর ফেরত পাবার সম্ভাবনা নাই।
তই এবার নির্বাচনে আসবেনত? জানানতের টাকাটার আশা ছাইড়া কিন্তু আইসেন।
৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩০
প্যাপিলন বলেছেন: জাকের পার্টি সম্পর্কে আপনার ধারনা নাই। ফরিদপুরের আটরশি হল জাকের পার্টির আস্তানা, আর ওখানে তাদের হাজার হাজার মুরিদ আছে। ফরিদপুরের সব আসনেই জাকের পার্টির প্রচুর ভোট আছে। ভাঙ্গা- সদরপুর আসনে ওরা হয় ২য় বা ৩য় হয়। জামানত হারানোর কোন সম্ভাবনাই নাই। জামানত যা হারানোর বিএনপিই হারাইছে গতবার। ওই আসনে আওয়ামী লীগই জাকের পার্টির ভয়ে তটস্থ থাকে। ........
০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৮
দুঃখ হীন পৃথিবী বলেছেন: হাসালেন ভাই, আমি নিজে একটা এনজিওতে কাজ করার সুবাধে আটরশি সম্পর্কে আমার অনেক ভাল ধারনা আছে।
গোলাপ ফুল যে ভোট পাই তার একটা মাত্র কারন টাকা, কোটি কোটি টাকা খরচ করে এই কয়েক টা ভোট পাওয়ার জন্য।
জাকের পার্টি ৯৮তে উপনির্বাচনে প্রথম গিয়েছিল পরে বয়কট করে সন্ত্রাসের কথা বলে, তখন কিন্তু আওয়ামী ক্ষমতায় ছিল যাদের সাথে আজ আপনাদের মোলাকাত।
এতই যদি জনপ্রিয়তা থাকে তবে ২০০১ সালে নির্বাচনে আসেনাই কেন, বলতে পারবেন?
আপনি বলেছেন ফরিদপুরের সব আসনেই জাকের পার্টির প্রচুর ভোট আছে তাখলে দেখেন ৪টা আসনের নমুনা -
ফরিদপুর ১ - পার্থী নাই
ফরিদপুর ২ - পার্থী নাই
ফরিদপুর ৩ - পার্থী নাই
ফরিদপুর ৪ - ৭০,০৮৫ ভোট (পার্থী পার্টির চেয়ারম্যান)
আটরশির চির শত্রু চরমুনাই কিন্তি হাত পাখা প্রতিক নিয়া যে কয়টাই ভোট পাক তবু লড়াই করেছে।
আর আপনি ফয়সাল সাহেবের হলফনামাটা একটু দেখে নিবেন, শ্রমিক এর বেতন না দেওয়াই কত গুলি মামলা আছে।
অনেক ধন্যবাদ আপনার মন্তবের জন্য
©somewhere in net ltd.
১| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৮
নিজাম বলেছেন: জোকার পার্টি আর যে পার্টিই নির্বাচনে আসুক না কেন, আসল দল হল বিএনপি, এই দল নির্বাচনে না এলে সব কিছু বৃথা।