নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একশত সিপাহী ঢাল-তলোয়ার লইয়া যে ক্ষমতা না রাখে, অনুতাপের হাত তাহার চেয়ে অধিক ক্ষমতা রাখে।
দাম মাত্র ছয় হাজার ইউএস ডলার,
ভার্জিন গ্যারান্টেড,
৯০ দিনের মধ্যে ডেলিভারি পাইবেন,
কোন অতিরিক্ত খরচ নাই,
যদি এক বছরের মধ্যে পালাইয়া যায় আরেকটা পাবেন ফ্রি।
বউয়ের চিন্তা আর না, নে এবার নাকে তৈল দিয়া ঘুমা।
২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৭
হতাশ নািবক বলেছেন: সুপার , নাকে তেল দিয়া ঘুমা
৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৩
মামুন রশিদ বলেছেন: একটা পালিয়ে গেলে আরেকটা ফ্রি :#>
৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:১১
অকপট পোলা বলেছেন: অ্যাডটা দেখে খুব খারাপ লাগলো। কি রকম ঐ ভয়াবহ সমাজ!!! মেয়েদের পন্য বানিয়ে ছেড়েছে!
৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৭
*কুনোব্যাঙ* বলেছেন: ইতিহাসের পুনরাবৃত্তি। দাস প্রথার আধুনিক রূপ!
৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:০২
পথহারা নাবিক বলেছেন: এরা তো দেখি কঠিন বন্য!!
৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫০
হেডস্যার বলেছেন:
দুঃখজনক।
৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:২৩
নবীউল করিম বলেছেন: Necessity is the mother of invention………….. সম্ভবত ওদের সমাজে পুরুষের অভাব পড়েছে! অথবা ছেলেদের বিয়ের পন বা খরচ এতো বেশী যে মেয়ে পক্ষ বিয়ে দিতে পারছে না আর ছেলেরা বিয়ে কোরতে পারছে না
যদি প্রথমটা ঠিক হয় তবে ওঁদের উচিৎ হবে ছেলেদের বহু বিবাহে উৎসাহী করা। তাহলে কনও মেয়েই ভোগ্য পণ্য হবে না, অসন্মানিত হবে না, পতিতা বৃত্তির প্রসার হবে না, জারজ সন্তানের সম্ভাবনা থাকবে না সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি হবে না, অসুখ- বিসুখ ছড়াবে না, সমাজে সুখি মানুষের সংখ্যা বৃদ্ধি পাবে, অন্যায়- অত্যাচার কমে যাবে, অপরাধ কমে যাবে,আইনের উন্নতি হবে,দক্ষ কর্মীর সংখ্যা বেড়ে যাবে ইত্যাদি আরও অনেক পজেটিভ ফল তাঁরা পাবে।
©somewhere in net ltd.
১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৩
হাসিব০৭ বলেছেন: