নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একশত সিপাহী ঢাল-তলোয়ার লইয়া যে ক্ষমতা না রাখে, অনুতাপের হাত তাহার চেয়ে অধিক ক্ষমতা রাখে।
সিঙ্গাপুরে যারা আছেন কিংবা মাঝে মাঝে বেড়াতে আসেন তারা নিশ্চয় "শাপনা রেষ্টুরেন্ট" চিনেন, সিঙ্গাপুরে বাঙ্গালীদের মিলন মেলা মুস্তফা সেন্টারের পাশেই এই রেষ্টুরেন্টের অবস্থান।
সব সময় ইন্ডিয়ান আর মালেয় খাবার খেয়ে মাসে এক দুই বার ছুটে যায় একটু বাঙ্গালী খাবারের জন্য, এদের নান রুটি আর নেহারীটা আমার খুব প্রিয়।
একদিনের ছোট্ট একটা ঘটনা -
একটি ছেলে বয়স আনুমানিক ১৮/১৯ হবে আমার সামনের টেবিলে বসে নান হাচ্ছেন আবার অতি যত্ন করে উনার স্বপ্নের বিদেশি গার্লফ্রেন্ডকে খাওয়াচ্ছেন, নিজের হাতেই মুখে তুলে দিচ্ছেন। উনাদের ভালবাসা দেখলে পরানটা জুড়িয়ে যায়, ভালই চলছিল ১ম রুটি খাওয়া পর্যন্ত।
কিন্তু যেই মাত্র ২য় নানে হাত দিল পিছন থেকে এক ৪০/৪৫ বছর বয়সের চাচা এসে অতি ভদ্রভাবে প্রেমিক পুরুষ কে বল্ল -
- বাবা তুমি কি তোমার মায়ের বড় সন্তান?
- জ্বী কাক্কু আমি বড় সন্তান।
প্রেমিক পুরুষ যেই মাত্র উত্তরটা দিছে সাথে সাথে চাচা ঘটিয়ে দিলেন পৃথিবীর সবচেয়ে মজার ঘটনা। কথাটা শুনার সাথে সাথে চিল্লাইয়া উঠল, "ঐ কুত্তার বাচ্চা, তুই যদি তর মায়ের প্রথম সন্তান হস তাখলে এই মহিলা কি তর মায়ের চেয়ে কম বয়সের হবে? কি করে তুই এই বুইড়া মহিলাকে গার্ল ফ্রেন্ড বানাস?" আরো অনেক গালাগালি-----------
প্রেমিক পুরুষ তার ঐশ্বরিয়াকে ফেলে কোন রকম পালাইয়া বাচল।
যারা সিঙ্গাপুরে আছেন এবং আসবেন অনুরোধ করব এই ধরনের বেহায়াপনা করে শুধু শুধু নিজের কষ্টের টাকা গুলি নষ্ট করার কোন মানে হয়না, প্লিজ নিজেকে নিয়ন্ত্রন করুন ইন্দোনিশিয়া ফিলিপাইন, থাইল্যান্ড এই সমস্ত দেশের ৪০ উর্ধ কাজের বুয়াদের পিছনে নিজের কষ্টের টাকা নষ্ট করার কোন কারন অন্তঃত আমি খুজে পাইনা।
একটু কষ্ট করে ধৈর্য দরুন এর চেয়ে হাজার গুন আনন্দ আপনার জন্য অপেক্ষা করছে।
প্রেমিক পুরুষের ঐশ্বরিয়ার বয়স ৪৫/৫০ বছর হবে কিছুতেই কম হবেনা।
১৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৩২
দুঃখ হীন পৃথিবী বলেছেন: ডাবল ++++++++
২| ১৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৪৪
নতুন বলেছেন:
চাচা ঔষুধ খারাপ দেয়নাই...
১৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৫৫
দুঃখ হীন পৃথিবী বলেছেন: চাচার ঔষধটা সরাসরি দেখলে বুঝতে পারতেন, আসলেই চাচা কঠিন একটা জিনিস।
৩| ১৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:২২
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন:
১৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৪৩
দুঃখ হীন পৃথিবী বলেছেন: ভাই আমিও হাসছিলাম, কি করে যে মানুষের রুচি এত নিচে নামতে পারে ওরাই বলতে পারবে।
৪| ১৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৩৭
নির্বাসিত শব্দযোদ্ধা বলেছেন: :v
১৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৫৭
দুঃখ হীন পৃথিবী বলেছেন: আমার বলার কিছু ছিলনা............
©somewhere in net ltd.
১| ১৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:২৪
অন্য এক আমি বলেছেন: ++++