নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুঃখ হীন পৃথিবী

দুঃখ হীন পৃথিবী

একশত সিপাহী ঢাল-তলোয়ার লইয়া যে ক্ষমতা না রাখে, অনুতাপের হাত তাহার চেয়ে অধিক ক্ষমতা রাখে।

দুঃখ হীন পৃথিবী › বিস্তারিত পোস্টঃ

পরিবহন ব্যবসার সাথে সম্পৃক্ত কেউ আছেন

১৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৭



দূর পাল্লার বাসের ব্যবসার সাথে সম্পৃক্ত কেউ আছেন, বাসের ব্যবসা নিয়ে বিস্তারিত জানার খুবই দরকার।
সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া যে বাসগুলি চলাচল করে, তা নির্দিষ্ট একটা মেয়াদের পর অনেক কম দামে বিক্রি করে দেই। বাংলাদেশে যদি এই ব্যবসা নিয়ে কিছু প্লান করা যায় তাখলে ভালই হবে বলে মনে হচ্ছে।

এক্সপার্ট কেউ থাকেব তাখলে সরাসরি এই বিষয়ে বিস্তারিত আলাপ করবো,
- ঢাকা-কক্সবাজার-ঢাকা,
- ঢাকা-চট্টগ্রাম-ঢাকা,
- ঢাকা-সিলেট-ঢাকা।
এই তিনটা রুট নিয়ে কাজ করার ইচ্ছা আছে

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মাফিয়াদের সাথে পারবেন না। তার উপর রাজনৈতিক সংশ্লিষ্টতা ছাড়া কোন সেক্টরে অবস্থান তৈরি করা যায় না বাংলাদেশে। তার চেয়ে ব্যাংকে টাকা জমান, বাড়ি বানান, ভাড়া তুলেন...

১৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৪

দুঃখ হীন পৃথিবী বলেছেন: এই সেক্টরে আসবো তার নিশ্চয়তা নেই, তারপরও সেক্টরটা সম্পর্কে বিস্তারিত জেনে রাখা ভালো

২| ১৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৪

নয়া পাঠক বলেছেন: সুন্দর একটি উদ্যোগ, তবে রুট পারমিটসহ আনুসাঙ্গিক অনুমতি পেতে অনেক কাঠখড় পোড়াতে হয়। আর মামা-খালু থাকলে এসব কোন ব্যাপার নয়। তবে সরাসরি রুট বের করার চেয়ে অন্য কোম্পানীর রুটে ভাড়া/অন্যান্য শর্ত মেনে চালানো অনেক সহজ। সেক্ষেত্রে শুধুমাত্র মালিকানা ফিটনেস এবং লাইসেন্স হলেই চলে। ঝামেলা অনেক কম। ঢাকা-রাজশাহী-ঢাকা রুট হলে আমি কিছুটা সাহায্য করতে পারব বলে মনে হয়। আমার এক কাজিন ৪-৫টা গাড়ী দিয়ে একটা ব্যনার চালায়।

১৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:১৪

দুঃখ হীন পৃথিবী বলেছেন: ধন্যবাদ ভাইয়া, আপনার সাথে একটু যোগাযোগ করতে পারলে ভালো হতো

৩| ১৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০২

নয়া পাঠক বলেছেন: ধন্যবাদ আপনার আগ্রহের জন্য। যোগাযোগ করতে চাইলে: ০১৯০৮১২৪৫৪৪ নম্বরে ফোন করতে পারেন।

১৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৯

দুঃখ হীন পৃথিবী বলেছেন: ধন্যবাদ ভাইয়া, আমি যোগাযোগ করবো আপনার সাথে

৪| ১৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সম্ভব হলে আপনার ফোন নাম্বারটা
শেয়ার করু্ন। আমার এক ভা্ইএর
খুব ইচ্ছা পরিবহ লাইনে ব্যবসায় করা।
দার মটর পার্টেসের দোকান আছে।

১৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৯

দুঃখ হীন পৃথিবী বলেছেন: আপনার মোবাইল নাম্বার দেন, আমি যোগাযোগ করছি

৫| ১৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৩

জেনারেশন সুপারস্টার বলেছেন: পারবেন। আপনার সাথে যোগাযোগ করার উপায় কি?

১৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:২০

দুঃখ হীন পৃথিবী বলেছেন: আপনার মোবাইল নাম্বার দেন, আমি যোগাযোগ করছি

৬| ১৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৭

রাজীব নুর বলেছেন: পরিবিহন ব্যবসা দুষ্টলোকদের ব্যবসা।
এখন আপনি যদি দুষ্টলোক হোন তাহলে এই ব্যবসা করতে পারেন।

১৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:২০

দুঃখ হীন পৃথিবী বলেছেন: দেখি দুষ্টলোক হতে পারি কিনা

৭| ১৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০০

ম্যাড ফর সামু বলেছেন: পরিবহন ব্যবসা দুষ্টলোকদের ব্যবসা কারণ এখানে ভালোলোকরা আসে না- কথাটি ঠিক। তবে ভালো লোকেরা যদি এখানে আসে তাহলে তো আর দুষ্টলোকেরা দুষ্ট থাকতে পারবে না, কারণ সৎ সঙ্গে স্বর্গবাস। আমাদের দেশের অনেক সিস্টেমই অনেক ভুল, অদক্ষ, অযোগ্য আর দুষ্টু লোকের নিয়ন্ত্রণে তার মধ্যে এই পরিবহন সেক্টরও একটি। তবে সবাই যে খারাপ তাও বলা যায় না, কারণ অনেক পরিবহন সংস্থাই যথাযথ নিয়ম মেনে চলার চেষ্টা করে। এ খাতে অশিক্ষিত, নেশাগ্রস্থ লোকদের এড়িয়ে চললে অবশ্যই ভালো সার্ভিস দেওয়া যায় বলে আমার মনে হয়।

১৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:২১

দুঃখ হীন পৃথিবী বলেছেন: প্রথমতো সেক্টরটা নিয়ে জানার আগ্রহ বেশি, তারপর সবকিছু নিজের মতো করে মিলাতে পারলে হইতো শুরু করতেও পারি

৮| ১৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:২১

সাইন বোর্ড বলেছেন: আমার মনে হয় ভদ্র লোকদের এই সেক্টরে ব্যবসা করা খুব কঠিন ।

৯| ১৮ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:০৭

মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: হ্যাঁ ভাইয়া এটি একটি ভালো উদ্যোগ হতে পারে। শুভেচ্ছা জানাচ্ছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.