নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাংবাদিকতা নিয়ে পড়ালেখা করছি। পাশাপাশি অনলাইন জার্নালিস্ট হিসেবে কাজ করছি দ্যা বিজনেস স্ট্যান্ডার্ডে। ব্লগে ফেরার ইচ্ছা বহুদিনের। একদিন হয়তো হুট করে আবারও রেগুলার হয়ে যাবো।

তাজুল ইসলাম মুন্না

একসময় ব্লগ দিয়ে দুনিয়া বদলানোর স্বপ্ন দেখতাম। এখন সাংবাদিকতায় সেই স্বপ্ন দেখি। ফেসবুক প্রোফাইলঃ https://www.facebook.com/ItsTajul

তাজুল ইসলাম মুন্না › বিস্তারিত পোস্টঃ

পৃথিবীর মানচিত্র

০২ রা ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৩১

আমি পৃথিবীর একটা হাই-রেজুলেটেড ম্যাপ চাই। অনেক ওয়েবসাইটে খুজেছি। পাইনি। তাই ব্লগের আপনাদের শরণাপন্ন হলাম। আপনারা ম্যাপের কোন লিংক জেনে থাকলে আমাকে দিন।



















মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৪২

রাজীব বলেছেন: এই গুলা কি লিখছ খোকা ?

২| ০২ রা ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৪৬

তাজুল ইসলাম মুন্না বলেছেন: মঙ্গল গ্রহের ভাষা লিখছিলাম, রাজীব ভায়া। কিন্তু দেখলাম আমাদের সামহোয়ার ইন ব্লগ সেটাকে সাপোর্ট করেনা। তাই অনুবাদ কইরা দিলাম।

৩| ০২ রা ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৫০

মদনবাবু বলেছেন: গট সাম National Geography maps । এক একখ্খান ১২ মেগাবাইট কইরা ।

৪| ০২ রা ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:০১

তাজুল ইসলাম মুন্না বলেছেন: মদনবাবু, লিংক দেন।

৫| ০২ রা ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:০৭

মদনবাবু বলেছেন: National Geography তে আছে । আপনাকে ওখান থেকে কিনতে হবে ।

৬| ০২ রা ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:১২

তাজুল ইসলাম মুন্না বলেছেন: কিনবো কেডায়? ফ্রি থাকলে কন।

৭| ০২ রা ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৩০

মদনবাবু বলেছেন: ভালা আতর কি ফ্রী হয়?
হা হা হা

৮| ০২ রা ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৩৩

তাজুল ইসলাম মুন্না বলেছেন: ফ্রি ম্যাপ কি ইন্টারনেটে নাই?

ফ্রি চাই। দরকার হইলে ফ্রি ম্যাপের জন্য আন্দোলনে নামুম।

৯| ০২ রা ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৫৪

নাঈম বলেছেন: ফ্রি খাইতে খাইতে বাঙ্গালীর অভ্যাস খারাপ হইয়া গ্যাছে গা (খাইয়ালামু)

১০| ০২ রা ডিসেম্বর, ২০০৭ রাত ৮:১৮

সাইফুর বলেছেন: মুন্না ভাই....ভাইকিং ক্যাপ লাগাইছি...
একটা পোষ্টে আপনে জিজ্ঞেস করছিলেন তো এজন্য আপনের পোষ্টে এসে জবাব দিলাম..তয় এটা চেঞ্জ হইয়া যাইবো..

১১| ০৩ রা ডিসেম্বর, ২০০৭ সকাল ৮:২১

তাজুল ইসলাম মুন্না বলেছেন: আপনারে মানাইছে সাইফুর ভাই।

সার্কিট, আন্দোলনে নামতাম ফ্রি ম্যাপ না পাইলে। কিন্তু গতকাল ইন্টারনেটে একটা পাইলাম। তাই আর নামতাছি না।

১২| ০৩ রা ডিসেম্বর, ২০০৭ সকাল ৮:৫৭

নরাধম বলেছেন: কোন আন্দোলনে নামলে আমারে জানাইয়েন। আমি আন্দোলন বহুত পছন্দ করি।

১৩| ০৩ রা ডিসেম্বর, ২০০৭ সকাল ৯:০০

তাজুল ইসলাম মুন্না বলেছেন: আন্দোলনে নামতাম ফ্রি ম্যাপ না পাইলে। কিন্তু গতকাল ইন্টারনেটে একটা পাইলাম। তাই আর নামতাছি না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.