নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব সত্য বলিব

আল্লাহ মহান, যাহা বলিব সত্য বলিব।

তালপাতারসেপাই

লিন্ক সহ পোষ্টের বাহবা/দায়, মূল লেখকের।

তালপাতারসেপাই › বিস্তারিত পোস্টঃ

জিয়ার অসমাপ্ত স্বপ্ন পূরণ করে চলেছেন যোগ্য স্ত্রী খালেদা জিয়া

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৬



মেজর জিয়ার ‘অন বিহাফ অফৃ’ স্বাধীনতা ঘোষণা পাঠ থেকে শুরু করে মৃত্যুর পর তার লাশের সত্যতা নিয়ে নানাভাবে বিতর্ক রয়েছে।

’৭৫-এর ১৫ আগস্ট জিয়া মোশতাক চক্রকে সঙ্গে নিয়ে ইতিহাসের বর্বরোচিত ঘটনা ঘটান। এ কারণেই, ’৭৫-এর পর জিয়া যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করেছিলেন। যুদ্ধাপরাধে আটকদের মুক্তি দিয়েছিলেন। এ কারণেই জিয়া গোলাম আযমকে দেশে ফিরিয়ে এনেছিলেন। এ কারণেই জিয়া আবার জামাতকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। এ কারণেই জিয়া চিহ্নিত স্বাধীনতাবিরোধীদের প্রধানমন্ত্রী বানিয়েছিলেন।



যুদ্ধাপরাধী, স্বাধীনতাবিরোধীদের মন্ত্রী বানিয়েছিলেন, দলে নিয়েছিলেন। এ কারণেই জিয়া রক্তে ভেজা আমাদের সংবিধান কাটাছেঁড়া করে রক্তাক্ত করেছিলেন। এ কারণেই জিয়া মুক্তিযুদ্ধের চেতনাকে ধূলিসাৎ করেছিলেন।’ মুক্তিযুদ্ধের সময় সর্র্ষের ভেতর ‘পাকি-ভূত’ ছিল, তা পরে নানাভাবে আমাদের স্বাধীন দেশের সর্বনাশ করেছে। পিছিয়ে দিয়েছে দেশের উন্নতি, অগ্রগতি। কিন্তু ইতিহাস থেকে শিক্ষা নেয়নি জিয়ার দল বিএনপি। বরং তার অসমাপ্ত স্বপ্নকে পূরণ করে চলছেন তার স্ত্রী খালেদা জিয়া। তাই জামাতের দোসর হতে তাদের সঙ্গে হাত মিলিয়ে প্রমাণ করছে- তারা যুদ্ধাপারাধীদের পক্ষে। কারণ, তিনিও তো মুক্তিযুদ্ধের নয় মাস ‘নিরাপদে’ ছিলেন পাক বাহিনীর মেজর জমশেদের হাজতে না; হেফাজতে। সেই কৃতজ্ঞতায় এখন সাকা-আজম-নিজামী-মুজাহিদ-সাইদী-কাদের-কামারুজ্জামানদের জন্য কাঁদছে, কষ্ট পাচ্ছেন। তাদের মুক্তির দাবিতে মানুষ মারছেন, গাড়ি জ্বালাচ্ছেন, ভাঙচুর করছেন। হরতাল ডাকছেন!



মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৫

এ.িট.এম. েমাসেলহ্ উিদ্দন জােবদ বলেছেন: তোমার মা-বোনকে ধর্ষণ করতে সাহায্য করা, তোমার বাপ-ভাইকে খুন করতে সাহায্য করা, তোমার ঘর-বাড়ি, ধন-সম্পদ লুটপাট করা তুমি কি সহ্য করবা? কেউ করবে না। আমিও না।

আমাদের দাবীটা হল একটা, ৭১এর মানবতা বিরোধী অপরাধীদের ফাঁসির মাধ্যমে মৃত্যৃদন্ডের রায় দিয়ে তা কার্যকর করা হউক।

৭১এর পাকিস্তানীদের দোষর ও রাজাকারদের দ্বারা সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচার হোক। তবে তা আওয়ামী লীগের ভিতর থেকে আগে শুরু হলে বেশি খুশি লাগত। যেমন আওয়ামী লীগের সাবেক ধর্মমন্ত্রী মাওলানা নুরুল ইসলাম একজন চিহ্নিত রাজাকার। শুধুমাত্র বিএনপির তৎকালীন মহাসচিব আব্দুস সালাম তালুকদারকে পরাজিত করার কারনে তাকে আওয়ামী লীগ মন্ত্রী বানিয়েছে!

এবিএম মূসার কথাই সঠিক "এত ঘটা করে করতে যাওয়াতেই সন্দেহ আওয়ামী লীগ এই বিচার করবে কিনা? সাধারণ একটা ফৌজদারী আইনে (খুন, ধর্ষন ও লুটপাট) মামলা করে বিচার করলেই সহজে বিচার করা যেত।"

আমি বিএনপির পক্ষে বলছি না। তবে এব্যাপারটি নিয়ে জাতীয় রাজনৈতিক ঐক্যের প্রয়োজন ছিল। বিএনপি প্রথম থেক্বেই দাবী করেছিল - বিএনপি ৭১ এর মানবতা বিরোধী অপরাধের বিচার চায় এবং এই বিচারের কাজ আওয়ামী লীগের ভেতর থাকা রাজাকারদের বিচারের মাধ্যমে শুরু হোক। কিন্তু আওয়ামী লীগ নিজেদের শুদ্ধি না করে অন্য দলের ভিতরে থাকা রাজাকারদের বিচার আগে করতে গেছে। আওয়ামী লীগ সরকারতো বিএনপি তথা কোন কারও দাবীর প্রতি সম্মান দেখায়নি। ট্রাইবুনালের সুক্ষ সুক্ষ ফাঁক ফোকর গুলো বন্ধ করেনি।

কি হত একজন মাওলানা নুরুল ইসলামের বিচার আগে করলে? তখন সকল রাজনৈতিক দল এবং আমার আপনার তথা আপামর জনগণের দায়বদ্ধতা বেড়ে যেত।

তাই সকল বিতর্কের সুযোগ তৈরী করে দিয়েছে আওয়ামী লীগ। তাদেরকেই এর দায়ভার নিতে হবে।

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৯

দায়িত্ববান নাগরিক বলেছেন: জিয়াই দায়ী এসবের জন্য। দেশটাকে ১০০ বছর পিছিয়ে দেয়ার সব আয়োজন করে গেছে।

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৮

যাযাবরমন বলেছেন: জিয়া খারাপ? তাহলে কে ভাল, মাওলানা নুরুল ইসলাম?

মান্ডেলাও একজন নেতা আবার বঙ্গবন্ধুও নেতা।

একজন তার দেশকে উন্নতির শিখরে নিয়েছে আরেকজন তার অযোগ্যতা রক্তের দামে শোধ করেছে।

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৫

ভালোছেলে বলেছেন: Oi mohilar biyai razakar hoileo juddhaporadhi noy..:@:@

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.