নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব সত্য বলিব

আল্লাহ মহান, যাহা বলিব সত্য বলিব।

তালপাতারসেপাই

লিন্ক সহ পোষ্টের বাহবা/দায়, মূল লেখকের।

তালপাতারসেপাই › বিস্তারিত পোস্টঃ

কে এই রাজাকারের দালাল ড. পিয়াস করিম?

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১৩

পিয়াস করিম, রাজাকারের ছাওয়াল সম্পর্কে তথ্য চাই। বলার পর এমন ঘটবে বুঝিনি..।





দ্বিতীয় মুক্তিযুদ্ধের সুতিকাগার ঢাকার শাহবাগের প্রজন্ম চত্বরের আন্দোলনকে ‘অবৈধ’ আখ্যা দেয়া ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. পিয়াস করিমের বাবা ও নানা ছিলেন মুক্তিযুদ্ধবিরোধী। তারা ছিলেন জেলা শান্তি কমিটির নেতা। শুধু তাই নয় মুক্তিযুদ্ধের সময় তার বাবা অ্যাডভোকেট এম এ করিম ও নানা জহিরুল হক লিল মিয়ার বাড়িতে গ্রেনেড চার্জ করেছিল মুক্তিযোদ্ধারা। মুক্তিযুদ্ধের পর ড. পিয়াস করিমের বাবা অ্যাডভোকেট এম কে করিমকে দালালির অপরাধে দালালি আইনে গ্রেফতার করা হয়েছিল। তিনি অনেকদিন কুমিল্লা কারাগারে বন্দি ছিলেন।



ড. পিয়াস করিম কুমিল্লা শহরের জজকোর্ট রোডের অ্যাডভোকেট এম এ করিমের ছেলে। তার বাবা অ্যাডভোকেট এম এ করিম মুক্তিযুদ্ধের সময় জেলা শান্তি কমিটির নেতা ছিলেন। তিনি মুসলিম লীগের রাজনীতি করতেন। তাদের গ্রামের বাড়ি হোমনার রামপুরে। পিয়াস করিমের বাবা এম এ করিম বিয়ে করেন আরেক মুসলিম লীগ নেতা জহিরুল হক লিল মিয়ার মেয়ে বাচ্চুকে।



জহিরুল হক লিল মিয়া এর আগে আওয়ামী মুসলীম লীগের সভাপতি ছিলেন। ভাষা আন্দোলনে তিনি অংশ নেন। ছিলেন যুক্তফ্রন্ট সরকারের মন্ত্রী। কিন্তু মুক্তিযুদ্ধের সময় জহিরুল হক লিল মিয়া মুক্তিযুদ্ধবিরোধী ভূমিকায় অবতীর্ণ হন। এ কারণে মুক্তিযোদ্ধারা কুমিল্লার জজকোর্টের উত্তর পাশে জহিরুল হক লিল মিয়ার বাড়ি এবং জজকোর্ট রোডের এম এ করিমের বাড়িতে গ্রেনেড চার্জ করেছিলেন। আর এ গ্রেনেড চার্জে নেতৃত্ব দিয়েছিলেন বীর মুক্তিযোদ্ধা জামাল কবির বীর প্রতীক, বাহার উদ্দিন রেজা বীর প্রতীক ও মুক্তিযোদ্ধা খোকন।



বাহার উদ্দিন রেজা বীর প্রতীকের কাছ থেকে জানা গেছে, মেলাঘর থেকে কমান্ডার হায়দারের নির্দেশে মুক্তিযোদ্ধারা জহিরুল হক লিল মিয়া এবং এম এ করিমের বাসায় গ্রেনেড হামলা করা হয়। তাদের বাড়িতে পাকিস্তানি বাহিনীর যাতায়াত ছিলো। তিনি জানিয়েছেন, কী পর্যায়ে গেলে একজন কমান্ডার তাদের বাড়িতে হামলার নির্দেশ দিয়েছিলেন তা বুঝে নিতে হবে।

মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জিত হলে দালাল আইনে গ্রেফতার হন ড. পিয়াস করিমের বাবা অ্যাডভোকেট এম এ করিম। তিনি অনেকদিন কুমিল্লা কারাগারে ছিলেন।



কিন্তু মুক্তিযুদ্ধের পর বাবাকে বাঁচাতে পিয়াস করিম কুমিল্লা জেলা ছাত্রলীগে নাম লেখান। যদিও জেলা ছাত্রলীগে তার কোনো পদবি ছিল না। সে সময়ের জেলা ছাত্রলীগের সভাপতি অ্যাডভোকেট রুস্তম আলী তার ছাত্রলীগে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।



পিয়াস করিম কুমিল্লা মডার্ন স্কুল, কুমিল্লা জিলা স্কুল, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে পড়াশুনার পর আমেরিকায় চলে যান।



স্বাধীনবাংলা ছাত্র সংগ্রাম পরিষদের সম্পাদক ও মুক্তিযুদ্ধের সংগঠক অ্যাডভোকেট রুস্তম আলীর কাছ থেকে জানা গেছে, পিয়াস করিম তার বাবাকে বাঁচাতে ছাত্রলীগে যোগ দিয়েছিলেন কিন্তু তারা শেষ পর্যন্ত সাথে থাকেননি। তিনি জানান, পিয়াস করিম নকশালের রাজনীতির সাথেও যুক্ত ছিলেন।



উল্লেখ্য, ড. পিয়াস করিম শুক্রবার রাতে এক টক শোতে শাহবাগের আন্দোলনকে অবৈধ আখ্যা দেন। এখবর শাহবাগে ছড়িয়ে পড়লে তার বিরুদ্ধে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়ে। তাকে রাজাকারের দালাল আখ্যা দিয়ে বয়কটের ঘোষণা দেয়া হয়।



লেখক: আবুল কাশেম হৃদয়,মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক ও সম্পাদক, দৈনিক কুমিল্লার কাগজ,সাধারণ সম্পাদক, কুমিল্লা প্রেসক্লাব

পিয়াস করীম এবং আসিফ নজরুলকে কিভাবে বয়কট করবেন-আপনি যদি ব্র্যাক ইউনিভার্সিটির কোন ছাত্রের অভিভাবক হউন তাহলে রেজিষ্ট্রার অফিসে ফোন করে পিয়াস করীমের ব্যাপারে অভিযোগ করুন- আপনি যদি ব্র্যাক ইউনিভার্সিটির ছাত্র বা ছাত্রী হউন তাহলে ডিপারটমেনট হেডের কাছে অভিযোগ জানান-পিয়াস করীমের ক্লাস বর্জন করুন- এমনকি ক্যাম্পাসের অন্যান্য টিচারদের পিয়াস করীমকে বয়কট করতে অনুরোধ করুন- পিয়াস করীমকে ক্যামপাসে দেখলএ তুই রাজাকার বলুন-শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ বেশী দুরে নয় আসুন আসিফ নজরুকলে ক্যাম্পাস ছাড়া করি- আসিফ নজরুলের ক্লাশ ঢাকা বিশ্বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বর্জন করুন! ঢাকা ইনভারসিটি সংহতি প্রকাশকারী টিচারদের আসিফ নজরুল কে বর্জন করতে আহবান জানান- আসিফ নজরুলকে শাহবাগ অন্চলে বিশ্ববিদ্যালয় যেতে দেখলে পথরোধ করুন- তুই রাজাকার বলুন! পিয়াস করীম এবং আসিফ নজরুল স্বাধীনতার শত্রু এদেরকে বর্জন করুন- বয়কট করুন- আর এর দায়িত্ব আপনারই!!

মন্তব্য ২৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২১

স্বপ্ন চারিণী বলেছেন: এই সাংবাদিক গুলারে যদি এসাইনমেন্ট দেওয়া হয় শেখ মুজিব রাজাকার আছিল তার প্রমান বাইর কর। এরা সুন্দর একটা কাহিনী বাইর কইরা ফেলব!
এতদিন পিয়াস করিম বাম ঘরনার লোক ছিল, একটা উচিত কথা কইছে সাথে সাথে রাজাকার হয়ে গেছে। যেমন রাজাকার হইছে জিয়া, কাদের সিদ্দিকী আর শিবির হইছে বিশ্বজিতের খুনিরা!

সুলতানা কামাল রে কবে থেকে রাজাকার বলা শুরু করবেন!

এমনে দেশের সব লোকরে রাজাকার খেতাব দিলে তো মানুষ খুইজা পাওন যাইব না !!
না বুইঝা বা অর্ধেক বুইঝা এমন হুজুকে লাফাইলে এমনি হয়!!

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৬

তালপাতারসেপাই বলেছেন: "এতদিন পিয়াস করিম বাম ঘরনার লোক ছিল "
এখন বাপের দায় শোধ করতাছে।

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩২

রাফা বলেছেন: ঔপরের ছাগু দুইটারে গদাম দেন।

পিয়াস করিম কবে কখন বাম ঘরানার লোক ছিলো!ঐ টা-তো পুরাই একটা রাজাকারের আওলাদ।

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৭

জাকির সজিব বলেছেন: wow now mr. karim is called razakar!

hasina and her family were number one razakar. sheikh mujibur rahman was number one razakar.

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৫

তালপাতারসেপাই বলেছেন: গাধা আগে পরতে শিখ "রাজাকারের দালাল ড. পিয়াস করিম"

৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪২

েজােজা13 বলেছেন: রাফিকুল ইসলাম পাটোয়ারি
জাকির সজিব
স্বপ্ন চারিণী .............khankir polara, togor hogay acid dhaila dibo

৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৪

মধুখোর বলেছেন: আমরা একটা গণতান্ত্রিক দেশে বাস করি। এখানে ভিন্নমত ভিন্ন পথ থাকতে পারে। ভিন্নমতের প্রতি শ্রদ্ধা না দেখার কারণেই আজ আমাদের দেশে গণতন্ত্র বিপদাপন্ন। শাহবাগে আজ শিক্ষিত তরুণ সমাজের একটা বড় অংশ ৭১-এর দখলদার পাকিস্তানিদের সহযোগীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে ৪ টি সুনির্দিষ্ট দাবির ভিত্তিতে। এটাকে উপলক্ষ করে এখন মুক্তবুদ্ধির মানুষ বা ভিন্ন মতাবলম্বীদের ঢালাওভাবে রাজাকার হিসেবে চিহ্নিত করলে, এটা আরজকতাকে ডেকে নিয়ে আসবে এবং তা মূল আন্দোলনকেই ক্ষতিগ্রস্ত করবে।
মনে রাখা প্রয়োজন যে ঘাতক দালাল নির্মূল কমিটিরও একজন শীর্ষনেতার বিরুদ্ধে পাকিস্তানিদের দালালীর অভিযোগ আছে। তারপরও তিনি চলমান দালাল বিরোধী আন্দোলনে তিনি বড় ভূমিকা রাখছেন। এতে তার অতীত কর্মকান্ড বাধা হয়ে দাড়ায়নি।

৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৯

চলতি নিয়ম বলেছেন: সে কোন চ্যা*র *ল তা জানি না, তবে

যারা ছাগুদের ছাগু বলে মানে না, তারা ছাগু।
যারা ছাগুদের বুদ্ধিতে চলে, তারাও ছাগু।

করিম সাহেব মহা ইদুরের বুদ্ধিতে চলে এইটা জানি।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৬

তালপাতারসেপাই বলেছেন: রাজাকারের দালাল ড. পিয়াস করিম ওর বাপ রাজাকার

৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৩

আজ আমি কোথাও যাবো না বলেছেন: দেশদ্রোহী এবং জামাত শিবিরের পেইড এজেন্ট পিয়াস করীমের বিরু্দ্ধে অভিযোগ করূন নীচের ঠিকানায়-
তার ডিপার্টমেনট চেয়ারপারসনের কাছে

প্রফেশর শহীদ হাসেমী-ইমেইল এড্রেস-hashemi[at]bracu.ac.bd ফোন-8824051-4, ext. 4045

দেশদ্রোহী এবং জামাত শিবিরের পেইড এজেন্ট পিয়াস করীমের বিরু্দ্ধে অভিযোগ করূন নীচের ঠিকানায়-
তার ব্র্যা]ক ইউনিভার্সিটির ভিসির কাছে

প্রফেসর আইনুন রিশাত-ইমেইল এড্রেস- nishat[at]bracu.ac.bd ফোন-8824051-4, ext. 40২০

অভিযোগে আপনি পিয়াস করীমের দেশদ্রোহীতা এবং রাজাকার তোষনের উদহারন তুলে ইউনিভা্র্সিটি থেকে তার অপসারন দাবী করুন ফোনের সময়ে ভদ্রতা বজায় রাখুন এবং শিষ্ট আচরন করুন!

৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৪

আবদুল্লাহ ১৩ হোসেন বলেছেন: ভিন্নমতের প্রতি শ্রদ্ধা না থাকলে সব আন্দোলনই ক্ষতিগ্রস্ত হয় , আর পার্থক্য কি থাকল তাদের ও আমাদের? যে কোন ভিন্নমতকে যুক্তি দিয়ে খন্ডন করুন প্রমান করুন তাদের অসারতা, আর তা না করে ব্যাক্তিগত আক্রমন করা খুবই অন্যয়।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৭

তালপাতারসেপাই বলেছেন: রাজাকারের দালাল ড. পিয়াস করিম ওর বাপ রাজাকার

৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৪

বিডি আইডল বলেছেন: পিয়াস করিম আওয়ামী লীগ করতো...এখন তার বাপ কোন মাদারচোদ আছিলো সেইটা দিয়া কার কি লাভ? পিয়াস কি রাজাকার ছিলো??

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৪

তালপাতারসেপাই বলেছেন: রাজাকারের দালাল ড. পিয়াস করিম ওর বাপ রাজাকার

১০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৫

পীপিলিকা বলেছেন: চলতি নিয়ম বলেছেন: সে কোন চ্যা*র *ল তা জানি না, তবে

যারা ছাগুদের ছাগু বলে মানে না, তারা ছাগু।
যারা ছাগুদের বুদ্ধিতে চলে, তারাও ছাগু।

করিম সাহেব মহা ইদুরের বুদ্ধিতে চলে এইটা জানি।

১১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৮

আল মামুন মাহবুব আলম বলেছেন: টি ফেসবুকে লিখেছিলাম,প্রথমে মুক্তিযোদ্ধা ফরিদুর রহমানের রাজাকারনামা লেখায় কমেন্ট হিসেবে,পরে নোট হিসেবে।

অন্তরে সে সেই রাজাকার
by Al Mamun Mahbub Alam on Wednesday, 13 February 2013 at 17:14 ·

আজকে যারা ভাবছি বসে
বদলে বুঝি গেছে তারা
বদলে গেলেও হালসুরতে
গুম্ফবিহীন সে চেহারা!



ধোপদুরস্থ হাল ফ্যাশনে
গিটার হাতে গান করে
আমরা যারা হারাম ভাবি
সেইসবও আজ পান করে ।



মুক্তিযোদ্ধা নামধারী কেউ
বদলে টদলে কেউ বা
বোলচালে আর ডিগবাজিতে
সাজ নিয়েছে ফেউ বা!



ফেউ ধরা আর বদলানো রঙ
এরাই কিন্তু ঘাপ্টি মারা সঙ!
সঙগুলোকে সঙ্গে নিয়ে
নতুন নতুন ঢঙ্গে গিয়ে ...



বলছে দেখো, আগের মত
কি আর আছি?নেইতো আর...
জন্ম থেকে যেমন ছিলো
অন্তরে সে সেই রাজাকার ।



ঢাকাঃ১৩/০২/২০১৩

বিকালঃ০৪ঃ৩৫ টা

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৫

তালপাতারসেপাই বলেছেন: দারূন

১২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৮

ইকবাল১৫০২ বলেছেন: গণতন্ত্রকে ভালবাসতে শিখুন। যাকে তাকে যখন তখন আক্রমণ করলে কোন ভাল কাজ হয় না। এর ফলে ধমীয় উগ্রবাদীরাই লাভবান হবে।

১৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২২

রাসেল মেটামোরফোজ বলেছেন: মধুখোর বলেছেন: আমরা একটা গণতান্ত্রিক দেশে বাস করি। এখানে ভিন্নমত ভিন্ন পথ থাকতে পারে। ভিন্নমতের প্রতি শ্রদ্ধা না দেখার কারণেই আজ আমাদের দেশে গণতন্ত্র বিপদাপন্ন। শাহবাগে আজ শিক্ষিত তরুণ সমাজের একটা বড় অংশ ৭১-এর দখলদার পাকিস্তানিদের সহযোগীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে ৪ টি সুনির্দিষ্ট দাবির ভিত্তিতে। এটাকে উপলক্ষ করে এখন মুক্তবুদ্ধির মানুষ বা ভিন্ন মতাবলম্বীদের ঢালাওভাবে রাজাকার হিসেবে চিহ্নিত করলে, এটা আরজকতাকে ডেকে নিয়ে আসবে এবং তা মূল আন্দোলনকেই ক্ষতিগ্রস্ত করবে।
মনে রাখা প্রয়োজন যে ঘাতক দালাল নির্মূল কমিটিরও একজন শীর্ষনেতার বিরুদ্ধে পাকিস্তানিদের দালালীর অভিযোগ আছে। তারপরও তিনি চলমান দালাল বিরোধী আন্দোলনে তিনি বড় ভূমিকা রাখছেন। এতে তার অতীত কর্মকান্ড বাধা হয়ে দাড়ায়নি।


আচ্ছা আত্মার সম্পর্ককে আত্মীয়তা বলে। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে রাজাকারের আত্মার সম্পর্ক! এখন আপনি প্রধানমন্ত্রীকে রাজাকার বলতে পারেন? বুঝলাম পিয়াস করিম একজন স্বাধীনতা বিরোধীর ছেলে। কিন্তু যিনি স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন তার মেয়ে রাজাকারের সাথে আত্মার সম্পর্ক গড়েছেন। তাহলে তার মত (শেখ হাসিনা) বড় রাজাকার বাংলাদেশে আর কেউ থাকতে পারেনা! তাই নয় কি!
এবার আপনি 'মাননীয় প্রধানমন্ত্রীও রাজাকার' এই শিরোনামে একটা পোস্ট দেন।

১৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৮

প্রগতিশীল ইকবাল বলেছেন: স্বপ্ন চারিণী বলেছেন: এই সাংবাদিক গুলারে যদি এসাইনমেন্ট দেওয়া হয় শেখ মুজিব রাজাকার আছিল তার প্রমান বাইর কর। এরা সুন্দর একটা কাহিনী বাইর কইরা ফেলব!
এতদিন পিয়াস করিম বাম ঘরনার লোক ছিল, একটা উচিত কথা কইছে সাথে সাথে রাজাকার হয়ে গেছে। যেমন রাজাকার হইছে জিয়া, কাদের সিদ্দিকী আর শিবির হইছে বিশ্বজিতের খুনিরা!

সুলতানা কামাল রে কবে থেকে রাজাকার বলা শুরু করবেন!

এমনে দেশের সব লোকরে রাজাকার খেতাব দিলে তো মানুষ খুইজা পাওন যাইব না !!
না বুইঝা বা অর্ধেক বুইঝা এমন হুজুকে লাফাইলে এমনি হয়!!

১৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৪

মোহাম্মেদ তারেক হোসাইন বলেছেন: হ ভাই, পিয়াস করীম, কাদের সিদ্দিকী, জিয়াউর রহমান সবাই রাজাকার।। কথা সত্য।। সাথে এটাও সত্য, ৭১ এ তাদের অপকর্মের ফসলগুলাই আজকে তাদেরকে রাজাকার কিংবা রাজাকারের দালাল বলে।।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৪

তালপাতারসেপাই বলেছেন: রাজাকারের দালাল ড. পিয়াস করিম ওর বাপ রাজাকার

১৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৯

হাসান রাজু বলেছেন: রাজনৈতিক অপদার্থতা এ দেশের অনেক নষ্ট-ভ্রষ্টতার কারন। তাই অনেক চরম সত্য গায়ে লাগবে। যেমন জিয়াউর রহমানের মত মুক্তিযুদ্ধার তৈরি দল আজ এই রাজাকারদের সমর্থক। তেমনি যেই দল এই রাজাকারের ফাঁসির ইস্যু নিয়ে ক্ষমতায় আসলো আজ তাদেরই বিস্বাসঘাতকতার/আঁতাতের ফসল এই উত্তাল শাহবাগ । তাই কিছু সত্য প্রকাশ হলেই আমরা তাকে রাজাকার বলে গালি দিব না। এই ৪০ বছরে রাজাকাররা কম চেষ্টা করে নাই। আর আমাদের তথা কতিত রাজনৈতিক দলগুলোও কম নোংরামি করে নাই।
অতএব নো গালা-গালি শুধু ফাঁসি কার্যকর হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.