নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিন্ক সহ পোষ্টের বাহবা/দায়, মূল লেখকের।
তারেক রহমান পবিত্র ওমরাহ পালনে এক সপ্তাহের সফরে লন্ডন থেকে সৌদি আরবে। দুপুর ১২টায় তিনি মদিনায় পৌছান। সেখান থেকে সরাসরি হজরত মুহাম্মদ (সা.) রওজা মোবারক জিয়ারত করেন। ইতিমধ্যে হাওয়া ভবনের 'পঞ্চপাণ্ডব'দের কয়েকজনসহ ওই ঘরানার বেশকিছু নেতাও সৌদি আরব গেছেন। তবে সেই বিতর্কিত নাম অপু-আশিকদের সেখানে উপস্থিতি নিয়ে বিএনপিতে তোলপাড় চলছে। কেন তারা সেখানে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।
জেদ্দা বিমানবন্দরে বিভিন্ন দেশ থেকে আসা হাওয়া ভবনের সঙ্গীরা তারেক রহমানকে সংবর্ধনা দিয়েছেন। তার সঙ্গে স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমান রয়েছেন। ৩ এপ্রিল পর্যন্ত মদিনায় থাকবেন তিনি। সেখানে থেকে যাবেন মক্কায়। সেখানে ৪ থেকে ৬ এপ্রিল মক্কায় ওমরাহ করবেন। ৭ এপ্রিল লন্ডন ফিরে যাবেন তারেক রহমান।
জানা গেছে, ২৯ মার্চ মালয়েশিয়া থেকে সৌদি আরব পেঁৗছেছেন তারেক রহমানের পিএস মিয়া নূরুদ্দিন অপু। হাওয়া ভবনের সাবেক মুখপাত্র আশিক ইসলাম আমেরিকা থেকে সেখানে গেছেন। বাংলাদেশ থেকে গেছেন হাওয়া ভবনের কর্মকর্তা আখতার আহমেদ বেলায়েত, সাজ্জাদুল সিরাজ তালুকদার জয় এবং ডা. আমান।
তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু, তারেকের স্ত্রীর বড় বোন শাহিনা খান জামান এবং তার স্বামী এয়ার কমডোর (অব.) সৈয়দ শফিউজ্জামান আজ সৌদি আরব যাবেন। তা ছাড়া তারেক রহমানের ঘনিষ্ঠ কয়েকজন সাবেক এমপিও সেখানে আছেন বলে একাধিক সূত্র জানিয়েছে।
ওয়ান-ইলেভেনের পর ২০০৭ সালের ৭ মার্চ মধ্যরাতে দুর্নীতির অভিযোগে তারেক রহমান ক্যান্টনমেন্টের বাড়ি থেকে গ্রেফতার হন। পরের বছর ৩ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান তিনি। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর চিকিৎসার জন্য লন্ডনে যান তারেক রহমান।
তারপর থেকে তারেক রহমান লন্ডনেই আছেন। সাড়ে চার বছর পর সোমবার প্রথম লন্ডনের বাইরে আসেন তিনি। তার সৌদি আরব আসার খবর অধিকাংশ সিনিয়র নেতাই জানেন না।
বিএনপির কয়েকজন শীর্ষ নেতা বলেন, সৌদি আরবে তারেকের সফর নিয়ে দলের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। তার সঙ্গে হাওয়া ভবনের সেই বিতর্কিতরা কেন দেখা করার অনুমতি পেলেন, তা-ই সবার প্রশ্ন। যাদের কারণে তারেক রহমানকে অনেক অপবাদ নিতে হয়েছিল, তারা কেন আবার তার সানি্নধ্য পেলেন। তাহলে কি ওয়ান-ইলেভেনের ঘটনা থেকে তার কোনো পরিবর্তন আসেনি? যাদের জন্য তার কোমর ভেঙেছে, সেই 'দুর্বৃত্তদের' কীভাবে আপন করে নেন তিনি?
©somewhere in net ltd.