নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব সত্য বলিব

আল্লাহ মহান, যাহা বলিব সত্য বলিব।

তালপাতারসেপাই

লিন্ক সহ পোষ্টের বাহবা/দায়, মূল লেখকের।

তালপাতারসেপাই › বিস্তারিত পোস্টঃ

ইত্তেফাকের সম্পাদকের মাথা খারাপ হইয়া গিয়াছে? নাকি বেশি পরিমানে দেশী গিলিয়াছেন?

১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৩



ইত্তেফাকের সম্পাদকের মাথা খারাপ হইয়া গিয়াছে? নাকি বেশি পরিমানে দেশী গিলিয়াছেন? ওনার মদ খাবার বিষয়টি আমার জানা নাই, তবে কার্জকরনে সন্ধেহ থাকে যে লিখিবার সময় উনার মস্তিস্ক স্বাভাবিক ছিল কিনা।

উনি "ভারতীয় হাইকমিশনারের নিরাপত্তা"আজকের (১৪ ই এপ্রিল, ২০১৩) সম্পাদকীয়তে লিখিয়াছেন, "শুক্রবার খুলনায় ভারতীয় হাইকমিশনার পংকজ শরণের গাড়ীর অদূরে দুষ্কৃতকারীদের ককটেল নিক্ষেপের ঘটনায় সকলেই যুগপত্ বিস্ময়াহত এবং উদ্বিগ্ন। হাইকমিশনার খুলনা চেম্বার অব কমার্স আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত থাকাকালে এই ঘটনাটি ঘটে এবং ইহাতে তাহাকে বহনকারী গাড়ীর চালকসহ দুই ব্যক্তি আহত হয়।"



ডাহা মিছা!

কারন খুলনায় ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণের গাড়ির কাছে ককটেল বিস্ফোরণের ঘটনায় ভারত উদ্বিগ্ন নয় বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবর উদ্দিন। গতকাল শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তাঁর এ মন্তব্য প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, বিস্ফোরণের ঘটনায় ভারতীয় হাইকমিশনারের সব কর্মকর্তাকে পূর্ণ নিরাপত্তার আশ্বাস দিয়েছে ঢাকা। তবে 'ছোট বোমাগুলো' আদৌ হাইকমিশনারের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছিল কি না- এ-সংক্রান্ত তদন্তের ফল জানার অপেক্ষায় আছে দিল্লি।



সৈয়দ আকবর উদ্দিন বলেন, 'আমাদের পাওয়া তথ্য অনুযায়ী, খুলনায় হাইকমিশনারের পার্ক করা গাড়ি থেকে আনুমানিক ২০ মিটার দূরে কয়েকটি ছোট বোমা বিস্ফোরিত হয়। তাতে হাইকমিশনের কেউ আহত হননি, গাড়িরও কোনো ক্ষতি হয়নি। ঘটনার পর হাইকমিশনার তাঁর পূর্বনির্ধারিত সফরসূচি অব্যাহত রেখেছেন। ঘটনার পর থেকে হাইকমিশনারের সব কর্মকর্তাকে সব ধরনের নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়। তাই এ নিয়ে আমাদের উদ্বেগের কোনো কারণ নেই।'



তাহলে বিষয়টি কি দাড়ায়? যার বিয়ে তার খবর নাই পারা পড়শীর ঘুম নাই। উনি জানেনই না ওখানে কি ঘটেছে। India Today সহ মূলধারার ভারতীয় ও বাংলাদেশের পত্রিকায় সন্দেহ প্রকাশ করা হয় কাজটি জামায়াতের কিন্তু উনি মনে হয় তাও চেপে জেতে চাইছেন।



বিদ্রঃ পথে হেঁগে বাপেরে গাল খাওয়ালে তাতে গালি প্রদানকরির বা বাপের দোষ থাকেনা। দোষ যে হাঁগে তার। তাই গালি সমৃধ মন্তব্যের কারনে আমার দোষ নাই দোষ মাননীয় সম্পাদক সাহেবের।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২১

ইউরো-বাংলা বলেছেন: চমৎকার বিশ্লেষনধর্মী পোষ্ট, আশাকরছি ইত্তেফাক সংশোধন হবে।

১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩০

তালপাতারসেপাই বলেছেন: ধন্যবাদ!

২| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৬

অচেনা সুজন বলেছেন: পথে হেঁগে বাপেরে গাল খাওয়ালে তাতে গালি প্রদানকরির বা বাপের দোষ থাকেনা । দোষ যে হাঁগে তার ...

১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৯

তালপাতারসেপাই বলেছেন: :)

৩| ১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১১

ধীবর বলেছেন: আহা রে... রাহাত খানের আব্বার গাড়ির ৬০ ফুট দূরে ককটেল ফুটানোতেই এই হাল? এই ভাদার বাচ্চারে লাত্থি দিয়া দেশ থেকে খেদাইয়া কোলকাতায় পাঠানো উচিত।

১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০২

তালপাতারসেপাই বলেছেন: ইত্তেফাকের সম্পাদক ভাদা? :) আনেক জানেন আপনে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.