নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব সত্য বলিব

আল্লাহ মহান, যাহা বলিব সত্য বলিব।

তালপাতারসেপাই

লিন্ক সহ পোষ্টের বাহবা/দায়, মূল লেখকের।

তালপাতারসেপাই › বিস্তারিত পোস্টঃ

প্রগতিশীল জামায়াতঃ মহলিারা চালাচ্ছে সংগঠন!!

১৪ ই মে, ২০১৩ দুপুর ১:২৮

এবার জামায়াতের নারীকর্মীদের রাজনৈতিক কর্মসূচিতে মাঠে নামানো হচ্ছে। জাতীয় প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন মিলনায়তনে বিভিন্ন সংগঠনের নামে এর আগেও রাজনৈতিক সভা সমাবেশ করে আসছিল জামায়াতের মহিলা নেতাকর্মীরা। কাদের মোল্লার রায় ঘোষণার পর সাঈদীর রায় ঘোষণার আগে তারা ঘন ঘন বিভিন্ন কর্মসূচি পালন করেন। ওই সময় জাতীয় প্রেসক্লাবের একটি সভা থেকে আটকও করা হয় জামায়াতের মহিলা ২১ নেত্রীকে। আটকের পর রাজপথে বিভিন্ন সভা সমাবেশের ডাক দিলেও তাদের রাজপথে দেখা যায়নি। তবে গত ৫ মে হেফাজতের অবরোধ কর্মসূচি পরবর্তী সমাবেশকে ঘিরে সহিংসতায় নিহতদের ব্যাপারে প্রতিশোধ নিতে এবার মাঠে নামানো হচ্ছে মহিলাদের। তারা বাসায় গিয়ে তাবলীগ জামায়াতের আদলে নিজেদের সংগঠিত করার জন্য ইসলামী বই-পুস্তক সরবরাহ এবং জামায়াতের আটক নেতাকর্মীদের ব্যাপারে ধর্মীয় অনুভূতি দেখিয়ে বাসার গৃহকর্ত্রীদের ম্যানেজ করার চেষ্টা করছে। গত মাসেও মিরপুর, শেওড়াপাড়ায় এ ধরনের একটি সমাবেশ করেছে জামায়াতের মহিলা নেত্রীরা। গত শুক্রবার বিকালে ফার্মগেটস্থ রেটিনা কোচিং সেন্টারে আয়োজিত এক সমাবেশে মিলিত হয় মহিলা নেতাকর্মীরা। তবে সভাটি হয় খুবই গোপনে। আল রাজী হাসপাতালের পাশে কনকর্ড টাওয়ারের ৭ম তলায় এ সভা প্রায় দুঘণ্টা চলে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।



ওই ভবনের এক কর্মচারী জানান, বেলা ২টা থেকে বোরকা পরা তরুণীরা জানতে চান এ ভবনে রেটিনার অফিস কোথায়? পরে তাদের কয়েকজনকে ঠিকানা দেওয়া হলেও কিছুক্ষণ পরপর অনেকই এসে একই কথা জানতে চান। পরে বিষয়টি ওপরের কারো কাছে খবর গেলে দায়িত্বশীল কয়েকজন নিচে নেমে এসে বোরকা পরা তরুণীদের স্বাগত জানান। ওই কর্মচারী দায়িত্বশীল (মহিলা নেত্রী) নেতাকে জিজ্ঞাসা করলে তাকে কিছুই জানানো হয়নি। শুধু বলা হয়েছেÑ কোচিং সেন্টারের ছাত্রীরা একটা অনুষ্ঠান করছে। এর কিছুক্ষণ পরে আসেন শিবিরের কেন্দ্রীয়পর্যায়ের কয়েক নেতা। সিএনজি অটোরিকশায় করে তারা কনকর্ড টাওয়ারের সামনে নামেন। তারা কাউকে কিছু না বলেই লিফটে উঠে যান অনুষ্ঠানস্থলে। ওই ফ্লোরেও ছিল কড়া পাহারা। সাধারণ লোক বা ওই ভবনের লোকজনও তাদের অনুষ্ঠান সম্পর্কে জানতে চাইলে তাদেরও জানানো হয়নি। তবে ভেতরে সাউন্ড বক্সের আওয়াজ শোনা গেছে। নিচতলার একটি কনফেকশনারি দোকানের কর্মচারী জানান, এখানে অনেক আগে থেকেই শিবির নিয়মিত বৈঠক করতো। কিন্তু তিনমাস আগে এ ধরনের একটি বৈঠক চলাকালে শিবিরের কয়েক নেতাকর্মীকে আটক করা হয়। এরপর থেকে এখানে তারা কোনো বৈঠক করতো না। কিন্তু ওই দিনের ঘটনা সম্পর্কে তিনি বলেন, জামায়াতের মহিলা নেতাকর্মীরা গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।



এদিকে শুক্রবার বিকাল সাড়ে ৪টায় ভবনের নিচতলায় অপেক্ষমাণ ছাই রংয়ের সিএনজি অটোরিকশা (প্রাইভেট লেখা) চালক কাকে নিয়ে এসেছেন জানতে চাইলে তিনি প্রথমে কোনো উত্তর দেননি। পরে তিনি বলেন, ভাই চাকরি করি কি বলবো। জামায়াত মহানগরী অফিসের সিএনজি চালাই। এখন তো আগের মতো নেতারা সভা-সমাবেশে যোগ দেন না। তাই ডিউটি কম। বর্তমানে মহিলাদের দিয়ে ডিউটি করানো হচ্ছে। ধানমন্ডি এলাকার এক নেত্রীকে নিয়ে এসেছেন বলে জানান তিনি। সাংবাদিক পরিচয় পাওয়ার পর সিরাজ নামের ওই চালক দ্রুত ঘটনাস্থল থেকে অটোরিকশাটি নিয়ে চলে যান। কিন্তু ওপরে সভা শেষ হয়ে যাওয়ায় নেত্রীপর্যায়ের কাউকে দেখা না গেলেও প্রায় অর্ধশতাধিক বোরকা পরা মহিলাকে ওই ভবন থেকে বের হতে দেখা গেছে। এ ব্যাপারে ছাত্রী সংস্থা ও মহিলা জামায়াতের নেত্রীদের সঙ্গে যোগোযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। সুত্র



মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০১৩ বিকাল ৩:০৬

শহীদুল্লাহ খান বলেছেন: জামাতের মহিলারা হাইলী ট্রেইন্ড।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.