নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব সত্য বলিব

আল্লাহ মহান, যাহা বলিব সত্য বলিব।

তালপাতারসেপাই

লিন্ক সহ পোষ্টের বাহবা/দায়, মূল লেখকের।

তালপাতারসেপাই › বিস্তারিত পোস্টঃ

হেফাজতী জুজুঃ 'নিহত' হইয়াও মরিলনা সোহেল!

১৫ ই মে, ২০১৩ সকাল ১০:২২



গত ৫ মে হেফাজতে ইসলামের ঢাকা অবরোধের সময় গুলিতে নিহত বলে প্রচারিত মাদ্রাসাছাত্র মো. সোহেল (১৮) বেঁচে আছেন। সোহেল চাঁদপুরের কচুয়া উপজেলার উজানী মাদ্রাসার ছাত্র।

রোববার চাঁদপুরের স্থানীয় সাংবাদিকরা উজানী মাদ্রাসায় গিয়ে দেখতে পান, অন্য শিক্ষার্থীদের সঙ্গে সোহেল

ক্লাস করছেন।

গত শনিবার (১১ মে) দৈনিক ইনকিলাব পত্রিকায় চাঁদপুর জেলা সংবাদদাতার বরাত দিয়ে সোহেলের মৃত্যুর খবরটি ছাপা হয়। এছাড়া আগের দিন (১০ মে) চাঁদপুরের স্থানীয় দৈনিক ইলশেপাড় পত্রিকায়ও সংবাদটি প্রকাশিত হয়।

ইনকিলাবের সংবাদে বলা হয়, '৫ মে দিবাগত রাতে র‌্যাব, পুলিশ এবং বিজিবির সাঁড়াশি অভিযানে কচুয়ার উজানী মাদ্রাসার ছাত্র শাহাদাতবরণ করে। হেফাজতে ইসলামের ওই কর্মীর নাম সোহেল (২৩)। বাড়ি কুমিল্লার দাউদকান্দিতে।' দাউদকান্দি উপজেলার গোয়ালমারি ইউনিয়নের দক্ষিণ নর্দী গ্রামের আবদুল আজিজ মিয়ার

ছেলে সোহেল উজানী মাদ্রাসার ছাত্র।

রোববার স্থানীয় চাঁদপুর প্রবাহের সাংবাদিক মো. মহিউদ্দিন এবং ভোরের কাগজের জেলা সংবাদদাতা মো. রাকিবুল হাসান কথা বলেন সোহেলের সঙ্গে। সোহেল তাদের বলেন, গত ৫ মে ঢাকায় হেফাজতে ইসলামের সমাবেশে তিনি অংশগ্রহণ করেননি। ওইদিন তিনি উজানী মাদ্রাসাতেই ছিলেন। প্রকাশিত সংবাদটি গুজব বলেও জানান তিনি।

উজানী মাদ্রাসার শিক্ষক মওলানা আবদুর রহমান সাংবাদিকদের বলেন, মাদ্রাসার সোহেল নামে ৫ জন ছাত্র রয়েছে। তারা সবাই মাদ্রাসায় অধ্যায়নরত। এছাড়া ওইদিনের হেফাজতের সমাবেশে তাদের মাদ্রাসার কেউ নিহত হয়নি বলেও তিনি নিশ্চিত করেন।

সোহেলের মৃত্যুসংক্রান্ত এ সংবাদটি গুজব, বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেন তিনি। সুত্র

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০১৩ সকাল ১০:৩০

যোগী বলেছেন:
রাখে আল্লাহ, মারে কে?
-------------------------জেমস

২| ১৫ ই মে, ২০১৩ সকাল ১০:৪৩

taarokaraawaj বলেছেন: যোগ = পুংলিঙ্গ

যোগী = স্ত্রী লিঙ্গ

হা হা হা =p~ =p~ =p~ =p~

৩| ১৫ ই মে, ২০১৩ সকাল ১১:০৯

যোগী বলেছেন:
@taarokaraawaj, আমার লিঙ্গ নিয়া এত নাড়া চাড়া কেন? শরম লাগেতো :#> :P

১৬ ই মে, ২০১৩ সকাল ৯:১৯

তালপাতারসেপাই বলেছেন: :)

৪| ১৬ ই মে, ২০১৩ সকাল ৯:৪৯

ইলুসন বলেছেন: যোগী বলেছেন:
@taarokaraawaj, আমার লিঙ্গ নিয়া এত নাড়া চাড়া কেন? শরম লাগেতো :``>> :P



=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৫| ১৮ ই মে, ২০১৩ দুপুর ২:৪৩

taarokaraawaj বলেছেন: যোগী বলেছেন:
@taarokaraawaj, আমার লিঙ্গ নিয়া এত নাড়া চাড়া কেন? শরম লাগেতো :``>> :P




আপনার গায়ের উপরের অংশে কোন কাপড় নাই, তাই মনে করতাছি নীচেও কোন কাপড় নাই। সেইজন্য লিঙ্গ নিয়া নাড়াচাড়া করতাছি।

এই সমস্ত যোগ টোগ বাদ দিয়া উপরে ও নীচে কাপড় পড়েন আর মেয়েদের মতো চুল রাখা বন্ধ করেন। জয়বাংলা। B-)) B-)) B-)) B-)) B-))

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.