নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব সত্য বলিব

আল্লাহ মহান, যাহা বলিব সত্য বলিব।

তালপাতারসেপাই

লিন্ক সহ পোষ্টের বাহবা/দায়, মূল লেখকের।

তালপাতারসেপাই › বিস্তারিত পোস্টঃ

খাইছে!! বাংলাদেশে আইছে চীনের সর্বাধুনিক দুটি যুদ্ধজাহাজ

২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০২


চীনের কাছ থেকে বাংলাদেশ পেল সর্বাধুনিক দুটি কর্ভাট যুদ্ধজাহাজ। চীন সর্বাধুনিক এই দুটি কর্ভাট শ্রেণির যুদ্ধজাহাজ বাংলাদেশের কাছে ইতিমধ্যে হস্তান্তর করেছে। দূর সমুদ্রে এ যুদ্ধজাহাজ ঘণ্টাপ্রতি সর্বোচ্চ ২৫.৫ নট গতিতে চলতে পারে। পাশাপাশি এতে সংযুক্ত রয়েছে বহুমুখী প্রতিরক্ষা ও আক্রমণ ব্যবস্থা। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শনিবার এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের কিদং শহরে বাংলাদেশ নৌবাহিনীর কাছে যুদ্ধজাহাজ দুটি হস্তান্তর করে চীনের শিপবিল্ডিং ইন্ডাস্ট্রি করপোরেশন (সিএসআইসি)। জাহাজ দুটির প্রত্যেকটির ওজন ১৩০০ টন, দৈর্ঘ্য ৯০ মিটার ও প্রস্থ ১১ মিটার। চীনের রাষ্ট্রায়ত্ত পিপলস ডেইলি আরও জানিয়েছে, এ জাহাজ দুটি চীনের সর্বাধুনিক রপ্তানিমুখী যুদ্ধজাহাজের অন্যতম।

উল্লেখ, কর্ভার্ট শ্রেণির যুদ্ধজাহাজ টহল জাহাজ বা প্যাট্রল ক্রাফট থেকে বড় ও ফ্রিগেট থেকে ছোট হয়ে থাকে। সিএসআইসির প্রধান প্রকৌশলী ঝু শুয়েজুন বলেন, বাংলাদেশ নৌবাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধজাহাজ হবে এ দুটি।
সূত্র

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪৩

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
বি.এন.এস স্বাধীনতা আর বি.এন.এস প্রত্যয়। চায়নার Type 056 Corvette জাতীয়। যার রপ্তানী ভার্সন P18। পিপলস লিবারেশান আর্মি নেভী ব্যবহার করে। বাংলাদেশ ছাড়াও নাইজেরিয়ার কাছেও এগুলো বিক্রী করা হয়েছে।

যারা বিস্তারিত জানতে আগ্রহী, তাদের জন্য উইকিপিডিয়া মহাগুরুর তথ্য-

BNS Shadhinota

BNS Prottoy

Bangladesh's new C13B corvettes start sea trials ahead of more orders

List_of_active_ships_of_the_Bangladesh_Navy

Type 056 corvette

২| ২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫১

কল্লোল পথিক বলেছেন: ভাল সংবাদ

৩| ২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০৭

সাদী ফেরদৌস বলেছেন: জয় বাংলা , জয় বঙ্গবন্ধু
বাংলা ও বাঙ্গালির জয় হোক ।

৪| ২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১৯

ইকরাম বাপ্পী বলেছেন: কি নামে এদের নামকরণ করা হবে? সেটাই মনে হয় দেখার বিষয়

৫| ২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৮

প্রামানিক বলেছেন: খুশি হওয়ার মত ভাল খবর।

৬| ২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫১

চাঁনপুইরা বলেছেন: "খাইছে" ? কে খাইছে , কত খাইছে ?

৭| ২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:৩৬

সচেতনহ্যাপী বলেছেন: জাহাজতো পেলাম এবার লড়াইটা হবে কায়ার সাথে!! :-P ।।

৮| ২২ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:১৩

কলাবাগান১ বলেছেন: @চানপুইরা,

হাওয়া ভবন থাকলে, এরকম যুদ্ধ জাহাজ বাপের জনমে ও দেখতে পারতেন না...... হয়ত তো বা টিন/এলুমিনিয়াম দিয়ে খেলনা জাহাজ বানিয়ে ছবি তুলেই বলত যে ৫০০ মিলিয়ন দিয়ে বাংলাদেশ যুদ্ধ জাহাজ কিনেছে... যেমন করেছে বিদ্যুত বিহীন খাম্বা 'উপহার' দিয়ে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.