![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিন্ক সহ পোষ্টের বাহবা/দায়, মূল লেখকের।
নিবার দুপুরে বনশ্রীর বি ব্লকের ৬ নম্বর রোডের ১৭ নম্বর বাসা থেকে মোট পাঁচ জনকে গ্রেপ্তার করা হয় বলে রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম জানিয়েছেন।
এরা হলেন- জামায়াতের রুকন গিয়াসউদ্দীন (৫৫), আমিনুর রহমান (৫৬), আবুল হাসেম (৩২), ওসমান গনি (৪০) ও শাহাদাতুর রহমান (৪৫)।
ওসি রফিকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,“৫ জানুয়ারিতে নাশকতা চালানোর লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের জড়ো করে অর্থের জোগান দেওয়ার চেষ্টা করছিলেন তারা।
“এসময় তাদের কাছ থেকে এক কোটি ৪৭ হাজার টাকা পাওয়া যায়।” সূত্র
২| ০৩ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:২৪
পারভেজ উদ্দিন হৃদয় বলেছেন: আমার টাকা আমি নিয়ে ঘুরে বেড়ালে কি আমি নাশকতা সৃস্টি কারি হয়ে যাব? যতসব আজাইরা পুলিশের দল, তার ছেয়ে বলা ভাল "কোটি টাকার লোভ সামলাতে না পেরে মিথ্যা অজুহাত দেখিয়ে টাকা লুট করছে পুলিশ "
©somewhere in net ltd.
১|
০৩ রা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫২
চাঁন মিঞা সরদার বলেছেন: যাদের বয়স উল্লেখ করলেন একজন বাদে সবাই বৃদ্ধের কাতারে পড়ে। ২০-২৫ বছর বয়স হলে না হয় বিশ্বাস করতাম তারা নাশকতার জন্য ফি নিতে সেখানে গিয়েছিলো। এক কোটি টাকা তাদের কারো জমি বিক্রি করে মামলা চালানোর কেস হয়তো। কারন আমি নিজে দেখেছি আমার পরিচিত কে নাশকতার মামলায় জেলে যেতে হয়েছিলো( উনি নাকি একটা জেলার রেল ষ্টেশন উড়িয়ে দিতে চেয়েছিলেন) হা হা হা
। অথচ বৃদ্ধ বেচারা ঠিক মতন হাটতে পারে না। ভালো হতো যদি পুলিশ ওই বাসার রান্নাঘর থেকে দা বটি উদ্ধার করে তাদের জঙ্গী বলে চালিয়ে দিতো, কেস ষ্ট্রং হতো।
অফ টপিকঃ আপনার কাছ থেকে একটা গালী দিয়ে বাজে রিপ্লাই আশা করছি। কারন আওয়ামিলীগেরা এর চাইতে বেশী ভালো কিছু পারে না।