নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব সত্য বলিব

আল্লাহ মহান, যাহা বলিব সত্য বলিব।

তালপাতারসেপাই

লিন্ক সহ পোষ্টের বাহবা/দায়, মূল লেখকের।

তালপাতারসেপাই › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের আকাশে মিয়ানমারের সামরিক মহড়াঃ স্পর্ধা কেন?

২৬ শে মে, ২০১৬ ভোর ৬:১৬

আকাশ সীমা লঙ্ঘন করে মিয়ানমারের একটি সামরিক হেলিকপ্টার বান্দরবান জেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কয়েকটি ক্যাম্পের উপর দিয়ে মহড়া দিয়েছে।
বুধবার (২৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে আলিকদমের বিজিবি’র ৫৭ ব্যাটালিয়ানের আওতায় থানছির দুর্গম এলাকায় হেলিকপ্টার মহড়া দেয়।
থানছির দুর্গম এলাকায় স্থাপিত বিজিবির বুলুপাড়া, ইয়ংরাই, পানঝিরি, হেডম্যান পাড়া সাপাছড়া ক্যাম্পের উপর দিয়ে খুব কাছ থেকে মহড়া দেয় মিয়ানমারের হেলিকপ্টারটি। এ ঘটনায় সীমান্তে শক্তি বৃদ্ধি করে বিজিবিকে সর্বোচ্চ সর্তকতায় রাখা হয়েছে।
বিজিবির চট্টগ্রাম দক্ষিণ রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাবিবুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে মিয়ানমার সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। হেলিকপ্টারটি ওই এলাকায় নিয়োজিত বিজিবি’র ৫টি ক্যাম্পের উপর দিয়ে মহড়া দেয়। এঘটনায় বিজিবি সদর দপ্তর থেকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে।
ব্রিগেডিয়ার জেনারেল হাবিবুল করিম আরো জানান, যে সব বিজিবি ক্যাম্পের উপর দিয়ে হেলিকপ্টারটি মহড়া দিয়েছে সেসব ক্যাম্প মিয়ানমারের খুব কাছে। ঘটনার পর থেকে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
উল্লেখ্য, গত ১১ মে থানছির বুলু পাড়া ক্যাম্প লক্ষ্য করে মিয়ানমারের সেনাবাহিনী ৬টি মর্টার শেল নিক্ষেপ করে। বিজিবি’র পক্ষ থেকেও দুটি মর্টার শেল নিক্ষেপ করে তার জবাব দেয়া হয়। তবে মিয়ানমার সেনাবাহিনীর নিক্ষিপ্ত মর্টার শেল বিজিবির হেলিপেডে আঘাত হানে। ওই ঘটনার ১৩ দিন পর বাংলাদেশের আকাশে হেলিকপ্টার মহড়া দেখায় মিয়ানমার সেনাবাহিনী।সূত্র

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৬ শে মে, ২০১৬ সকাল ৮:৪৫

কলাবাগান১ বলেছেন: এখানে আমাদের বিম্পি ভাই রা চুপ। আজ ভারতের হেলিকপ্টার হলে দেখতেন....

২| ২৬ শে মে, ২০১৬ সকাল ১১:৫০

সোজোন বাদিয়া বলেছেন: দ্যাখেন দ্যাখেন, এবার মিয়ানমারও বাংলাদেশের বঙ্গবন্ধুকন্যা গণতন্ত্রের মানষকন্যা, শেখ হাসিনার চ্যাত্নার সরকার উৎখাতের ষড়যন্ত্র শুরু কইরা দিছে!

৩| ২৬ শে মে, ২০১৬ দুপুর ১২:২৬

নতুন বলেছেন: উল্লেখ্য, গত ১১ মে থানছির বুলু পাড়া ক্যাম্প লক্ষ্য করে মিয়ানমারের সেনাবাহিনী ৬টি মর্টার শেল নিক্ষেপ করে। বিজিবি’র পক্ষ থেকেও দুটি মর্টার শেল নিক্ষেপ করে তার জবাব দেয়া হয়। তবে মিয়ানমার সেনাবাহিনীর নিক্ষিপ্ত মর্টার শেল বিজিবির হেলিপেডে আঘাত হানে।

আমাদের থেকে ১০টা মর্টার শেল নিক্ষেপ করে তার জবাব দেয়া উচিত ছিলো... তবে এইরকম করতো না।

৪| ২৬ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:১৫

প্রামানিক বলেছেন: ঘটনা কেমন কেমন মনে হচ্ছে।

৫| ২৬ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:১৮

আমি অথবা অন্য কেউ বলেছেন:





আপনে তো তালপাতার দালাল। আপনেই কন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.