নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব সত্য বলিব

আল্লাহ মহান, যাহা বলিব সত্য বলিব।

তালপাতারসেপাই

লিন্ক সহ পোষ্টের বাহবা/দায়, মূল লেখকের।

তালপাতারসেপাই › বিস্তারিত পোস্টঃ

টার্গেট কিলিংয়ের মাধ্যমে ঔদ্ধত্য দেখাচ্ছে জঙ্গিরা

০৬ ই জুন, ২০১৬ সকাল ৯:৩৮


পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুর হত্যাকাণ্ডটি জঙ্গি হামলায় নতুন মাত্রা যোগ করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পরিবারের ওপর হামলার মধ্য দিয়ে জঙ্গিরা নিজেদের ঔদ্ধত্য প্রকাশ করেছে। এ ধরনের হামলার মধ্য দিয়ে জঙ্গিরা নিজেদের অস্তিত্ব ও শক্তি উভয়ই

প্রকাশ করেছে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আব্দুর রশিদ এসব কথা বলেন।

তিনি বলেন, জেএমবির মতো ভয়ঙ্কর জঙ্গি গোষ্ঠীকে র‌্যাব শক্তিশালী আক্রমণের মধ্য দিয়ে ভেঙে দিয়েছিল। কিন্তু এখন জঙ্গি নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্টদের ‘হচ্ছে’ বা ‘হবে’ নীতি অনুযায়ী চললে জঙ্গিরা আবার পুনর্গঠিত হবে। আমার মতে, জঙ্গিদের কার্যক্রম রুখতে তাদের দৌড়ের ওপর রাখতে হবে। কিন্তু এমনটি করা যাচ্ছে না বলেই তারা প্রায়ই সংগঠিত হয়ে আক্রমণ চালাচ্ছে। এর ফলে আনসারুল্লাহ বাংলা টিমসহ আরও অনেক দল গঠিত হচ্ছে। যারা টার্গেট কিলিংয়ের মাধ্যমে নিজেদের সাহস ও ঔদ্ধত্য দেখাচ্ছে। আব্দুর রশিদ বলেন, জঙ্গিরা মিতুর হত্যাকাণ্ডটি ঘটিয়ে নিজেদের দুঃসাহস প্রকাশ করতে চাইছে। কিন্তু আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর কর্তব্য হবে চিরুনি অভিযানের মাধ্যমে তাদের খুঁজে বের করা। তিনি আরও বলেন, প্রচলিত বিচার ব্যবস্থায় জঙ্গিদের শাস্তি প্রক্রিয়া দীর্ঘায়িত হচ্ছে। এজন্য দ্রুত বিচার ব্যবস্থার আওতায় এনে জঙ্গিদের গ্রেফতার ও শাস্তি দেওয়া অপরিহার্য হয়ে পড়েছে। জঙ্গিবিরোধী আইনে বিশেষ ট্রাইব্যুনালে এনে জঙ্গিদের বিচার করতে হবে। তিনি বলেন, দেশে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) আছে কি নেই এ নিয়ে এক ধরনের বিতর্ক আছে। আর বাংলাদেশের জঙ্গিদের সঙ্গে আইএসের সম্পৃক্ততা আছে এমন ধারণা পাকাপোক্ত করতেই জঙ্গিরা একে একে টার্গেট কিলিং করছে। একইসঙ্গে এ হত্যাকাণ্ডের মাধ্যমে বহির্বিশ্বে বাংলাদেশের জঙ্গিরা নিজেদের শক্ত অবস্থান আছে এমনটি প্রমাণ করতে চাইছে। এই নিরাপত্তা বিশ্লেষকের মতে, জঙ্গিদের রুখতে কাউন্টার টেরোরিজম বৃদ্ধি করতে হবে। তার মতে, জঙ্গিদের বিরুদ্ধে কোনোভাবেই নমনীয় হওয়ার সুযোগ নেই এবং এদের বিরুদ্ধে নমনীয় কৌশলও নেওয়া যাবে না। বরং এদের বিরুদ্ধে শিগগিরই শক্ত অভিযান শুরু করতে হবে। এমনকি দেশীয় জঙ্গিদের যে মদদদাতারা উৎসাহ দিয়ে যাচ্ছে তাদেরও চিহ্নিত করতে হবে। এই মদদদাতাদের জঙ্গিদের থেকে পৃথক করতে হবে। জঙ্গিদের ব্যাপারে আর একমুখী কৌশলে থাকা যাবে না। এজন্য সংশ্লিষ্টদের দ্বিমুখী কৌশলে যেতে হবে। মেজর জেনারেল (অব.) আব্দুর রশিদ বলেন, এখন নিরীহ মানুষদের খুনের মাধ্যমে যে হত্যাকাণ্ডগুলো ঘটানো হচ্ছে তার অনেকগুলোই পারিবারিক বা ব্যবসায়িক কারণে ঘটছে না। আমরা লক্ষ্য করছি, ভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে শিয়া ও ইসলামী সুফিবাদে বিশ্বাসীদেরও হত্যা করা হচ্ছে। ধারণা করছি, আইএস যেভাবে টার্গেট কিলিং করে, বাংলাদেশের জঙ্গিরাও নিজেদের অস্তিত্বের প্রকাশ ঘটাতে আইএসের মতো করে সহজেই হত্যা করা যায় এমন মানুষদের হত্যা করছে। বাংলাদেশেও আইএস আছে এই বার্তা বিশ্বকে জানানোর জন্যই তারা এমন করছেন।

তবে এই নিরাপত্তা বিশ্লেষক মনে করেন, দেশে সম্প্রতি জঙ্গি হামলায় অপরাধীদের গ্রেফতারে সামান্য অগ্রগতি হয়েছে। তিনি বলেন, চাঞ্চল্যকর হত্যাকাণ্ডগুলোর মধ্যে অভিজিৎ ও জুলহাস হত্যাকাণ্ডসহ অন্যান্য হত্যা মামলায় পুলিশের বক্তব্য ও আলাপচারিতায় ধারণা করছি যে, অপরাধীদের গ্রেফতারের জন্য তারা তদন্তের খুব কাছাকাছি পর্যায়ে চলে গেছে এবং শিগগিরই পুলিশ অপরাধীদের ধরবে বলে আমি বিশ্বাস করি। আবার এই কথাও সত্য যে, এই আলোচিত হত্যাকাণ্ডগুলোর ক্ষেত্রে অপরাধী গ্রেফতারে যে ধীরগতি দেখা যাচ্ছে তার ফলে আমরা অনেক হত্যাকারীকেই চিহ্নিত করতে পারছি না। এর ফলে জনমনে এক ধরনের শঙ্কা কাজ করছে। জঙ্গিদের পরবর্তী টার্গেট কে হবেন তা নিয়ে সাধারণের মধ্যে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আমি মনে করি, জঙ্গি গোষ্ঠীকে নির্মূল না করলে এ ধরনের হত্যাকাণ্ড আরও বৃদ্ধি পাবে।
সুত্র

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০১৬ সকাল ১০:৪৮

কাগজের নাও বলেছেন: মর্মান্তিক! জঙ্গী সংগঠন দ্বারা এ ঘটনাটি ঘটার সম্ভাবনা যেমন উড়িয়ে দেয়া যাচ্ছেনা, ঠিক তেমনি পারিবারিক দ্বন্দ্ব/ কলহ/ আর্থিক/ পরকীয়ার বিষয়গুলোও তদন্তে ঘেটে দেখা প্রয়োজন। ঘটনার তদন্ত শুধুমাত্র 'জঙ্গী' ট্যাগ না করে ভিকটিমের স্বামী ও পরিবারবর্গকেও তদন্তের স্বার্থে ভালোভাবে জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.