নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব সত্য বলিব

আল্লাহ মহান, যাহা বলিব সত্য বলিব।

তালপাতারসেপাই

লিন্ক সহ পোষ্টের বাহবা/দায়, মূল লেখকের।

তালপাতারসেপাই › বিস্তারিত পোস্টঃ

আপনাদের জাকীরিয় ইসলাম শিক্ষার নমুনা!

১৬ ই জুলাই, ২০১৬ সকাল ৯:০৪


বাংলাদেশের মানুষের অধিকাংশের ধারণা, জাকির নায়েকের বিরুদ্ধাচরণ করা মানেই হচ্ছে ইসলামের বিরুদ্ধাচরণ করা।
আমি জাকির নায়েককে বেশ কিছু কারণে অপছন্দ করি। এই ভদ্রলোক আমার দৃষ্টিতে পবিত্র ইসলামের নাম বিক্রি করে নিজের পকেট ভারী করে- ব্যবসা করে। উদাহরণ হিসেবে এনার "পিস মোবাইল" বিক্রি, জাকাতের টাকা নিজের ফান্ডে প্রদানের আহবান ইত্যাদি উদাহরণ দেখতে পারেন।
তবে যে স্পেসিফিক কারণটিতে আমি জাকির নায়েক এবং তার যাবতীয় কার্যক্রমকে বাতিল করে দিই সেটি হচ্ছে মেয়েদের সম্পর্কে তার একটি নোংরা বক্তব্য। এই ভদ্রলোকের মতে, যদি একটা দেশে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি হয়- এবং সমস্ত পুরুষ বিবাহিত হয়, সেক্ষেত্রে সেই মেয়েটির জন্য মাত্র দুটো অপশন খোলা থাকে- ১) দ্বিতীয় স্ত্রী হওয়া অথবা ২) "শি বিকাম পাবলিক প্রোপারটি"।
জ্বি, জাকির নায়েক ঠিক এই কথাটিই বলেছে।
পারস্পরিক সম্মতিতে দ্বিতীয়/তৃতীয়/চতুর্থ বিবাহেও আমার কোন সমস্যা নেই। আমার যে জায়গাটিতে সমস্যা সেটি হচ্ছে , যে মেয়েটি বিয়ে করলোনা বা কোন পুরুষের দ্বিতীয় স্ত্রী হলোনা, তাকে "পাবলিক প্রোপারটি" বা জনগনের সম্পত্তি- এর মত একটা নোংরা, অশালীন, কুরুচিপূর্ন শব্দ দিয়ে অভিহিত করা।
জাপানে আমার ভার্সিটিতে এক বড় আপু থাকেন, ধরা যাক তাঁর নাম অদিতি। তাঁর ফিল্ডে তিনি জগদ্বিখ্যাত, জাপান সরকার তাঁকে প্রচন্ড খাতির করে।এই আপু আমাকে প্রচন্ড স্নেহ করেন, প্রায়ই এটা সেটা রান্না করে খাওয়ান। আমি আর পার্থ ভাই ( আরেক বাঙালি ছাত্র) প্রতিমাসে দুমাসে একবার আপুর বাসায় যাই বাঙালি খাবার খেতে।
এই আপু বিয়ে করেননি। কেন করেননি, এই প্রশ্ন কখনও করিনি, করার প্রয়োজনও বোধ করিনি। প্রবল ব্যক্তিত্ববান এই আপু গবেষনার কাজে নিজেকে বিলীন করে দিয়েছেন, ঋষির মত জীবন যাপন করেন।
জাকির নায়েকের মতে, যেহেতু এই আপু বিয়ে করেননি, তিনি হচ্ছেন পাবলিক প্রোপারটি। কারণ, এই অসভ্য, বেয়াদপ লোকটির মতে অপশন মাত্র দুটি- হয় বিয়ে করো নইলে পাবলিক প্রোপারটি হও।
পৃথিবীতে অদিতি আপুর মত বহু মানুষ আছেন যাঁরা বিয়ে করেননি, নিজের কাজ নিয়ে সারাজীবন কাটিয়ে দিয়েছেন। ইসলামের এক বিখ্যাত নারী মনীষীও রয়েছেন, হযরত রাবেয়া বসরী(র), যিনি নিজেও আজীবন অবিবাহিত থেকে ইসলামের সাধনা করেছেন।
জাকির নায়েক নামক এই ধূর্ত ধর্মব্যবসায়ীটি এদেরকে "পাবলিক প্রোপারটি" বলার মত দুঃসাহস দেখায়, আর এই দুহাজার ষোল সালে বসে আমাদের তা সহ্যও করতে হয়।
এবং যখন এই প্রতিবাদটি আমি করি, তার ভক্তের দল অশ্রাব্য, অশালীন ভাষায় গালি বা হুমকি দেয়, সরাসরি নাস্তিক/মুরতাদ/কাফির বলে ডাকে।
পবিত্র ইসলামের মানবিক বানী শুনতে চান? উস্তাদ নউমান আলি খানের লেকচারগুলো শুনুন, কি চমৎকার ভাবেই না তিনি পবিত্র ধর্মের মানবিক দিকগুলো তুলে ধরেছেন!
পরিশেষে বলি, জাকির নায়েকের বিরূদ্ধাচার করা মানে ইসলামের বিরূদ্ধাচার করা নয়, বরং একজন প্রকৃত মুসলমানের অতি অবশ্যই উচিত এই লোকটার ভন্ডামীর মুখোশ খুলে দেয়া।
যারা জাকির নায়েকের বিরূদ্ধাচরণ করার কারণে মানুষকে গালি দিয়েছেন, নাস্তিক/মুরতাদ/কাফের বলেছেন, হুমকি দিয়েছেন- তাদের প্রতি করুনা রইল।
এই হচ্ছে আপনাদের জাকীরিয় ইসলাম শিক্ষার নমুনা!
ভিডিও-১ পিস মোবাইল

ভিডিও-২ পিস টিভিকে জাকাত প্রদানের টিভি কমার্শিয়াল

ভিডিও-৩ পাবলিক প্রোপারটি, তিন মিনিট বিশ সেকেন্ড থেকে দেখুন

সুত্র

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০১৬ সকাল ৯:২৫

ব্লগ সার্চম্যান বলেছেন: উদাহরণ হিসেবে এনার "পিস মোবাইল" বিক্রি, জাকাতের টাকা নিজের ফান্ডে প্রদানের আহবান ইত্যাদি উদাহরণ দেখতে পারেন। প্রতিটি মসজিদ মাদ্রাসায়ও কিন্তু বলে আপনাদের টাকা পয়সা যাকাতের একটি অংশ মসজিদ বা মাদ্রাসা এতিম খানায় দান করুন । তার মানে এই না যাকাতের টাকা পয়সা কারো হেফাজতে বা ফ্রান্ডে রাখলেই সে খারাপ ভন্ড পতারক হয়ে গেল । এতই যখন ইচ্ছা তাহলে আসল ভন্ড পতারক উদাহরণ হিসেবে এনার "পিস মোবাইল" বিক্রি, জাকাতের টাকা নিজের ফান্ডে প্রদানের আহবান ইত্যাদি উদাহরণ দেখতে পারেন। প্রতিটি মসজিদ মাদ্রাসায়ও কিন্তু বলে আপনাদের টাকা পয়সা যাকাতের একটি অংশ মসজিদ বা মাদ্রাসা এতিম খানায় দান করুন । তার মানে এই না যাকাতের টাকা পয়সা কারো হেফাজতে বা ফ্রান্ডে রাখলেই সে খারাপ ভন্ড পতারক হয়ে গেল । এতই যখন ইচ্ছা তাহলে আসল ভন্ড পতারক
এই লিংকে যান আরো অনেক কিছু আছে যদি লেখতে হয় আগে তাদের বিরুদ্ধে কিছু লেখেন ।উদাহরণ হিসেবে এনার "পিস মোবাইল" বিক্রি, জাকাতের টাকা নিজের ফান্ডে প্রদানের আহবান ইত্যাদি উদাহরণ দেখতে পারেন। প্রতিটি মসজিদ মাদ্রাসায়ও কিন্তু বলে আপনাদের টাকা পয়সা যাকাতের একটি অংশ মসজিদ বা মাদ্রাসা এতিম খানায় দান করুন । তার মানে এই না যাকাতের টাকা পয়সা কারো হেফাজতে বা ফ্রান্ডে রাখলেই সে খারাপ ভন্ড পতারক হয়ে গেল । এতই যখন ইচ্ছা তাহলে আসল ভন্ড পতারক উদাহরণ হিসেবে এনার "পিস মোবাইল" বিক্রি, জাকাতের টাকা নিজের ফান্ডে প্রদানের আহবান ইত্যাদি উদাহরণ দেখতে পারেন। প্রতিটি মসজিদ মাদ্রাসায়ও কিন্তু বলে আপনাদের টাকা পয়সা যাকাতের একটি অংশ মসজিদ বা মাদ্রাসা এতিম খানায় দান করুন । তার মানে এই না যাকাতের টাকা পয়সা কারো হেফাজতে বা ফ্রান্ডে রাখলেই সে খারাপ ভন্ড পতারক হয়ে গেল । এতই যখন ইচ্ছা তাহলে আসল ভন্ড পতারক
এই লিংকে যান আরো অনেক কিছু আছে যদি লেখতে হয় আগে তাদের বিরুদ্ধে কিছু লেখেন ।
ভন্ড দেওয়ান বাগিকে নিয়ে কিছু লেখেন ।

১৮ ই জুলাই, ২০১৬ সকাল ৮:৪৯

তালপাতারসেপাই বলেছেন: আগে পরে নাই সব ব্যাটাই ধর্ম ব্যবসায়ী। আগে দেওয়ান বাগিকে নিয়ে পোস্ট দিয়েছি বলে মনে পরে।

২| ১৬ ই জুলাই, ২০১৬ সকাল ১০:২৯

পবন সরকার বলেছেন: ধর্মের নাম দিয়ে অনেকেই ব্যবসা করে। বিনা চালানে পীরেরা এখন কোটি কোটি টাকার মালিক। মসজিদের নামে টাকা তুলে অনেকেই খেয়ে ফেলে। ট্রেনে বাসে মাদ্রাসা এতিমখানার নামে টাকা তুলে নিজেরাই খেয়ে ফেলে। আপনার আশেপাশেই এরকম হাজার হাজার প্রমাণ আছে, শুধু এক জাকির নায়েকের দোষ দিয়ে লাভ নাই। ভন্ড ধর্ম ব্যবসায়ী সবার বিরুদ্ধে সোচ্চার হওয়া দরকার।

৩| ১৬ ই জুলাই, ২০১৬ সকাল ১১:২১

আহলান বলেছেন: জাকিরকে ডিফেন্ড করতে কেউ দেওয়ানবাগী, কেউ অন্য ধর্মের পুরীহিতদেরকে এই পোষ্টে টেনে এনেছেন, যা এই পোষ্টের সাথে অপ্রাসংগিক।
জাকির সাব সৌদি মদদ পুষ্ট লা মাজহাবী ওহাবীপন্থী .. পিস টিভিকে নিয়মিত অর্থ প্রদান করে সৌদি সরকার। কেনো করে?

৪| ১৬ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৩৩

এম এ কাশেম বলেছেন: ভাইজান , দুটো কথা বলি আপনারে,
১। আলেম মানে জ্ঞানী, শুধু মাদ্রাসায় পড়লে কেউ জ্ঞানী হয় না, হযরত আবু বকর (রাঃ), হযরত ওমর ফারুক (রা্ঃ), হযরত ওসমান গণি (রাঃ)। হযরত আলী (রাঃ) কোন মাদ্রাসায় পড়েছেন বলুন তো?

২। ডাঃ জাকির নায়েক ফেরেশতা নয়, মানুষ, আর ভুল মানুষই করে, তবে দেখতে হবে ভুলের মাত্রাটা।সামান্য ভুলের জন্য কাউকে তুচ্ছহ করা ঠিক নয়।

আললাহ আলাদের হেদায়াত নসীব করুক।

৫| ১৬ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৪১

ব্লগ সার্চম্যান বলেছেন: @ আহলান ভাই কেন হিন্দূ পুরহিত তারা কি ভগবান ঈশ্বর বা ফেরেস্তা নাকি যে তাদের ভুল দোষ ধরা যাবে না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.