নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিন্ক সহ পোষ্টের বাহবা/দায়, মূল লেখকের।
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী পারভেজ খাত্তাক বলেছেন, ইসলামাবাদের রাস্তা তৈরি হয়েছে বাংলাদেশের চট্টগ্রামের পাটকল থেকে আসা আয়ের টাকায়। শনিবার হরিপুর, ঘাজি ও হাবিলিয়ান এলাকায় বিভিন্ন সমাবেশে তিনি এ কথা বলেন। পাকিস্তানের দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। খাইবার পাখতুনখাওয়া প্রদেশে ক্ষমতাসীন দল হলো ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ। পারভেজ খাত্তাক বলেন, ‘শেখ মুজিবুর রহমান ঠিকই বলেছিলেন, পশ্চিম পাকিস্তানের রাজনীতিকরা বাঙালিদের সম্পদ লুণ্ঠন করে তাদের অধিকার থেকে বঞ্চিত করেছিলেন। বর্তমানে বাংলাদেশে দ্রুত উন্নতি হচ্ছে। কারণ দেশটিতে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশ এখন অল্প কিছু উন্নয়নশীল রাষ্ট্রের মধ্যে একটি।’ তিনি দেশের সমাজ ও অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার জন্য রাজনীতিবিদদের দায়ী করেন। মুখ্যমন্ত্রী বলেন, রাজনীতিবিদরা দুর্নীতি ও স্বজনপ্রীতির মাধ্যমে দেশের সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে অনেক ক্ষতি করেছেন। তারা সরকারি বিভাগের মাধ্যমে জনকল্যাণমূলক কাজ করতে গিয়ে সেখান থেকে ‘কমিশন’ আত্মসাৎ করেন। তিনি বলেন, ‘আমাদের শত্রু রাষ্ট্র ভারতও গত ৭০ বছরে এতখানি ক্ষতি করতে সমর্থ হয়নি, যতটা ক্ষতি পাকিস্তানি রাজনীতিবিদরা বাংলাদেশের করেছেন।’ এদিকে, এসব মন্তব্য করায় কয়েকজন রাজনীতিবিদ পারভেজ খাত্তাকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করার দাবি জানিয়েছেন।
ওই প্রদেশের পাকিস্তান মুসলিম লীগের (নওয়াজ) সংসদ সদস্য আওরঙ্গজেব খান নালোথা বলেছেন, পারভেজ খাত্তাকের বক্তব্য সংবিধানের লঙ্ঘন।
সূত্র
©somewhere in net ltd.
১| ২৬ শে অক্টোবর, ২০১৬ সকাল ৮:২৭
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ তথ্যটি জানানোর জন্য । তার কথায় যুক্তিকতা আছে ।
শুভেচ্ছা জানবেন ।