নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিন্ক সহ পোষ্টের বাহবা/দায়, মূল লেখকের।
বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণে বিদ্যুৎসহ পানি ও জ্বালানি ব্যবহারে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজের উদাহরণ দিয়ে তিনি বলেন, “আমি প্রধানমন্ত্রী হয়েও ঘর থেকে বের হওয়ার সময় বিদ্যুতের সুইচ নিজেই বন্ধ করি।”
প্রধানমন্ত্রী বলেন, “আমাদের অভ্যাস খারাপ আছে। আমাদের বড় কর্মকর্তারা মনে করেন, আমি নিজ হাতে কেন সুইচ বন্ধ করব? বন্ধ করবে অফিসের আর্দালিরা। নিজের বাড়ির বা অফিসের বিদ্যুতের সুইচটা নিজ হাতে বন্ধ করার মধ্যে লজ্জার কিছু নেই।”
গ্যাস সাশ্রয়ের ব্যাপারে প্রধানমন্ত্রী বলেন, অনেক বাড়িতেই কাজ শেষে গ্যাসের চুলা পুরোপুরি বন্ধ করা হয় না। মিটমিট করে জ্বালিয়ে রাখা হয়। এতে একদিকে যেমন গ্যাস অপচয় হয়, তেমনি এই শিখাটা নিভে গেলে পুরো বাড়িতে গ্যাস ছড়িয়ে পড়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে।
শেখ হাসিনা স্থাপত্যবিদদের আহ্বান জানান, ভবন নকশা ও নির্মাণ করার সময় যথেষ্ট সংখ্যক ঘুলঘুলি বা ভেন্টিলেটর রাখার জন্য। বলেন, “আগে আমরা দেখতাম বাসার প্রতিটি ঘরে বাতাস আসা যাওয়ার জন্য ঘুলঘুলি থাকত। আধুনিক নকশার অনেক বাড়িতেই এখন এসব থাকে না। এতে বাসায় গ্যাস বা ধোঁয়া আটকে অনেক দুর্ঘটনা ঘটে।”
“আমাদের সবাইকে একদিকে সাশ্রয়ী এবং অন্যদিকে নিরাপদ থাকতে হবে,” বলেন প্রধানমন্ত্রী।
সূত্র
২| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৪৭
ঝড়-বৃষ্টি বলেছেন: লেখাটা ভালো, কিন্তু ভাই যেখান থেকে হুবহু সংবাদটা নিলেন সেখানের ক্রেডিটটা দিলে মনে হয় আরও ভালো হতো
৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:২৪
চাঁদগাজী বলেছেন:
উনার আসল চাকুরী তো সুইচ বন্ধ-করা ইত্যাদিই হওয়ার কথা ছিল; এর বাইরে যেটা করছেন সেটা তো ফাও!
৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:১৪
ওয়াচ্ড১১ বলেছেন: উনি কেবল মনুষ্যকুলেরই প্রিয় নেত্রী নন, জন্তু জানোয়ারদেরও। ভোটকেন্দ্রে ৫% মনুষ্য জাতির উপস্থিতি যখন গোটা ভোট জালিয়াতিকে হুমকির মুখে ঠেলে দিয়েছিল সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে এসেছিল এদেশের কুকুর, বেড়াল, গরু সহ অনেক প্রাণী্কুল। অফুরন্ত ভালবাসা না থাকলে এইটা সম্ভব ছিলনা। প্রাণ থাকলে দেশের ট্রাক সমাজও প্রকাশ করতো তাদের ভালবাসা! তারাও দাবি করতো প্রয়োজনের সময় বালু নিয়ে আমরাই এগিয়ে এসেছিলা্ম। আমরা ধন্য আমরা গর্বিত।
৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৪৬
রেজা এম বলেছেন: এইডা কিসু হইলো !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
©somewhere in net ltd.
১| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৩৬
দামাল ছেলে ৭১ বলেছেন: এতো রাতে পোস্ট করা কতই না কষ্টের! তারপর চমৎকার একটা পোস্ট।