নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিন্ক সহ পোষ্টের বাহবা/দায়, মূল লেখকের।
বাংলাদেশের প্রধান বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়া ৷ তিনি বাংলাদেশের শোয়া দুই বারের প্রধানমন্ত্রী ছিলেন ৷ রাজনীতিতে তার আগমন নাটকীয় হলেও,অনেক দুর্গম পথ পেরিয়ে বাংলাদেশের রাজনীতিতে তিনি তার অবস্থান শক্ত করেছেন ৷ দেশের বড় একটি অংশ বুঝে না বুঝে অথবা আওয়ামী বিরোধী অবস্থানের কারণে তার সমর্থক ৷
তার জাতীয়তাবাদী দলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তিনি প্রধান অথিতির ভাষণে বেশ কিছু দিক তুলে ধরেছেন ৷ বর্তমানে ছাত্রদলের অবস্থান যাইহোক ৷ আশির দশক নব্বই দশকে ছাত্রদলের জনপ্রিয়তা বা প্রভাব ঈর্ষান্বিও
ছিল ৷ বর্তমানে এই ছাত্র সংগঠনটির নাজুক অবস্থা !
ছাত্রদলের নাজুক অবস্থার প্রতি ইঙ্গিত করে তিনি এই দলের
নেতা-কর্মীদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন ৷ তবে এই ক্ষোবের মাঝে তিনি কিছু সত্য উচ্চারণ করেছেন ৷ তিনি উপলব্ধি করতে পেরেছেন ছাত্রদলের নেতৃত্বে ছাত্ররা নেই তা দখল করেছেন পাড়া মহল্লা ও বস্তির মাস্তানরা ! তিনি ছাত্রদলের নেতাদের পড়াশুনা করতে বলেছেন ৷ এমনকি বর্তমান আন্দোলনের অংশ হিসাবে তার প্রস্তাবিত নির্বাচন কমিশন পুনর্গঠন সম্পর্কে ছাত্রদলের কোনো ধারণা নেই,সেটা তিনি নিশ্চিত ! তিনি সাংসদ লিটনের হত্যা প্রসঙ্গ টেনে খুনের রাজনীতির বিরুদ্ধে তার অবস্থান পরিষ্কার করেছেন ৷ যেটা অবশ্যই রাজনীতির একটি ইতিবাচক দিক ৷ তিনি জ্বালাও পোড়াও রাজনীতি থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছেন ৷ তার ইঙ্গিত আমাদের মনে আশা জাগায় ৷
আত্মসমালোচনার পাশাপাশি তিনি তার মিথ্যা চর্চা থেকে পুরোপুরি সরে আসতে পারেনি ! আগুন সন্ত্রাসের দায় তিনি র্যাব পুলিশের উপর দিয়েছেন ৷ সেটা তার ধারাবাহিক মিথ্যা চর্চার একটি অংশ ৷
তিনি ভুলে গেছেন হাওয়া ভবনের ইতিহাস ! তিনি ভুলে গেছেন তার ছেলের আলোচিত হওয়া ভবনে নিয়মিত আড্ডা দিত কুখ্যাত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন কালা জাহাঙ্গীর টোকাই সাগর সহ তৎকালীন আলোচিত সন্ত্রাসীরা ৷ তিনি ভুলে গেছেন আহসানুল্লাহ মাস্টার,এস এম কিবরিয়া এমপি সুজন প্রফেসর আফতাবউদ্দিন হত্যার নেপথ্যে কারা ছিল ৷ তিনি ভুলে গেছে ২১ শে আগস্ট গ্রেনেড হামলায় কারা জড়িত !
তবুও হত্যার রাজনীতি এবং খুনিদের প্রশ্রয়দান থেকে বিরত থাকার তার ঘোষণায় আমি আশান্বিত ৷ আরেকটি বিষয় তাকে শিকার করে নিতে হবে," বাঙালির স্বাধিকার আন্দোলনের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা"৷ তিনি ছিলেন আমাদের স্বাধীনতার প্রাণপুরুষ ৷
ড্রামতত্ব নিয়ে প্রজন্মকে বিভ্রান্ত করা থেকে তাকে বিরত থাকতে হবে ৷ তবেই তিনি তার প্রয়াত স্বামী মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের মূল্যায়ন পাবেন ৷ রাজনৈতিক প্রতিহিংসা অথবা স্বাধীনতা যুদ্ধে বিএনপির প্রতিষ্ঠাতার অগ্রণী ভূমিকা প্রতিষ্ঠার জন্য মিথ্যার আশ্রয় নেওয়া বন্দ করলে প্রজন্ম তার ইতিবাচক রাজনীতিকে স্বাগত জানাবে ৷
সর্বশেষে রাজনীতিতে তার ইতিবাচক ঘোষণার বাস্তবায়ন দেখতে চাই ৷ চাই পূর্বের অপরাধের ক্ষমা প্রার্থনা এবং তার ও তার পরিবারের বিরুদ্ধে খুন ও লুটপাটের যে অভিযোগ আছে তা আইনগত ভাবে মোকাবেলা করা ৷ তিনি যদি তার
স্বামীকে একজন মুক্তিযোদ্ধা হিসাবে গর্ববোধ করেন,তাহলে অবশ্যই তাকে মুক্তিযুদ্ধের বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষে রাজনীতি করতে হবে ৷ মৌলবাদী গোষ্ঠীর সহযোগিতায় বাংলাস্থান প্রতিষ্ঠার আন্দোলনকে তার পরিত্যক্ত ঘোষণা করতে হবে ৷
[ফেসবুক থেকে সংগৃহীত ]
২| ০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ৭:৩৯
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: খালেদাজিয়া'র এখন বেহুস থেকে হুসে ফিরছেন। এখন তার বয়স হয়েছে। তার আত্মসমালোচনা দরকার, সেটি এখন তিনি করছেন। এটা ভালো দিক। কারণ তার দল কে এখনো মানুষ প্রকৃত বিরোধীদল মনে করে। জামায়াতের ব্যাপারে তাকে আরো বাস্তবমুখী পদক্ষেপ নিতে হবে। যাতে নতুন প্রজন্মের কেউ এ দল করতে এসে নানা রকমের প্রশ্নের উত্তর খুজতে না হয়।
৩| ০৩ রা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৬
আস্তিক এলিয়েন বলেছেন: আগুন সন্ত্রাসের দায় আইনশৃঙ্খলা বাহিনীর উপর দেয়াটা মোটেই মিথ্যাচার নয়। নিচের ভিডিওতে ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার মুখেই শুনুন আন্দোলনের সময় বাস গাড়িতে আগুন কারা লাগিয়েছে। আর বাংলাদেশে একমাত্র বৈধ দল আওয়ামী লীগ। বিএনপি যারা করে তারা বুঝে না বুঝেই করে, আওয়ামী বিরোধীতার কারনেই কেবল করে তাইলে??? নতুন তথ্য জানালেন!!!! হাসবো না কাশবো??
সরকার টিকায়া রাখছি আমরা- ডিএমপি কমিশনার
৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ রাত ২:২৫
প্রবাসী দেশী বলেছেন: দেশের বড় একটি অংশ বুঝে না বুঝে অথবা আওয়ামী বিরোধী অবস্থানের কারণে তার সমর্থক।
©somewhere in net ltd.
১| ০৩ রা জানুয়ারি, ২০১৭ রাত ৩:১৫
উম্মু আবদুল্লাহ বলেছেন: খালেদা জিয়ার ভুলত্রুটি থাকলেও সমসাময়িক রাজনীতিবিদদের মধ্যে সবচেয়ে আস্থাবান। তবে বার্ধক্য তাকে অনেকটাই কাবু করে দিয়েছে।
আগুন সন্ত্রাসের জন্য সরকার দলীয় লোকজন মূলত দায়ী - এটা প্রথম বলেছেন কাদের সিদ্দিকী। সাধারন মানুষের পালস উপলব্ধি করে কাদের সিদ্দিকী এই বক্তব্য দেন। এছাড়াও টক শোতে নানান বক্তারা বিভিন্ন ঘটনা উল্লেখ করেছেন এর সপক্ষে।