নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন থেকে যদি পালাই ছুটে …

মোঃ তামিম হাসান

বিশ্ব যখন এগিয়ে চলে আকাশ জয়ের পথে , আমরা তখন নিকাতলায় ফতোয়া খুঁজি পুখি পুস্তুক চুষে ।

মোঃ তামিম হাসান › বিস্তারিত পোস্টঃ

আমি এসেছি

০৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩০

আমি এসেছি উইলিয়াম কেরির কথোপকথন থেকে,

কখনোবা রাজা রামমোহন রায়ের পাথ্য দান রুপে,

আমি এসেছি আরবি,ফারসি,সংস্কৃত আর ইংরেজি থেকে

কখনো ধরা দিয়েছি গুরুগাম্ভীর্যে আর কখনোবা

চপলা-চঞ্চলা অচেনা নদীর গতিতে বয়ে চলেছি ।

আমি এসেছি চতুর্দশপদী কবিতাবলীর সম্ভার হয়ে

বীরাঙ্গনা,ব্রজাঙ্গনা আর শমিষ্ঠার বুক চিরে ,

আমি এসেছি নীল দংশন,নীল দর্পন এবং নীললোহিত ধারায়

ভালবেসেছি তাকেই যারা আমাকে বেসেছে ভাল,

যাঁরা আমার জন্য ঢেলেছে বুকের তাজা রক্ত,

আমি এসেছি তাদেরই হাত ধরে ।

কখনো আমি এসেছি ব্যঙ্গাত্নক রচনা আর মনস্তাও্বিক বিশ্লেষণ রুপে নতুন ধারায়

মানি নি কিছুই,বয়ে চলেছি আমি আমার আপন গতিতে,আমি আমাকে করেছি পূর্ণ।

আমি এসেছি মহাশ্নশান,মহাপতঙ্গ থেকে অমিয় ধারায়,

কখনো দিয়েছি বিসর্জন বৈকুন্ঠের খাতায়,

আমি এসেছি রবীঠাকুরের সন্ধ্যা সংগীত হয়ে,

কখনো সাজিয়েছি নিজেকে শ্যামলী,মানসী,চৈতালী রুপে

আমি হাতে তুলে নিয়েছি অগ্নিবীণা,

বিদ্রোহের প্রলয়োল্লাসে গেয়েছি যৌবনের গান ।

আমি এসেছি বিপ্রদাশ,অনুরাধা,চন্দ্রনাথ থেকে,

পরিণতি খুঁজতে লিখেছি নববিধান আর গেয়েছি স্যামের গান।

আমি এসেছি জীবনানন্দ দাশের রুপসী বংলার স্বপ্ন নিয়ে,

বেসেছি ভাল বনলতাকে,দিয়েছি তাকে ধূসর পান্ডুলিপি ।

আমি এসেছি নকশী কাঁথার মাঠের বালুচর থেকে,

কখনোবা চাষার ছেলে,বেদের মেয়ে,পল্লীজননীর

বুকে জমে থাকা আর মাটিতে মিশে থাকা কান্না রুপে।

আমি পারিনি ধরে রাখতে……….

যে আমাকে দিল একটি রজনী, শঙ্খনীল কারাগার,আগুনের পরশমণি;

যাঁরা আমাকে করেছে সমৃদ্ধ,যারা আমাকে বেসেছে ভাল

আমি তাদের জন্য এসেছি,আমি তাদের হয়েই থাকব ।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুন, ২০১৩ দুপুর ১:৪৭

মায়াবী ছায়া বলেছেন: বাহ্....দারুন লিখেছেন ।
ভালো থাকুন ।।

২| ০৭ ই জুন, ২০১৩ দুপুর ২:১৪

মোঃ তামিম হাসান বলেছেন: ধন্যবাদ আপনাকে ।

৩| ১০ ই জুন, ২০১৩ রাত ৩:১৬

খেয়া ঘাট বলেছেন: দারুন মুগ্ধ হলাম।

৪| ১০ ই জুন, ২০১৩ দুপুর ২:১৬

মোঃ তামিম হাসান বলেছেন: ধন্যবাদ আপনাকে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.