![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব যখন এগিয়ে চলে আকাশ জয়ের পথে , আমরা তখন নিকাতলায় ফতোয়া খুঁজি পুখি পুস্তুক চুষে ।
স্মৃতির পদচিহ্নের বুকে ফেলে যাওয়া দৃষ্টি রক্তিম হবার পূর্বেই
ভাবতে থাকি পানকৌড়ির রক্তে ঝলসানো একটি রঙিন স্বপ্নের কখা ।
স্রোতময় জলধারা ছুটে চলে অজস্র বিষাদময় দিনগুলি দ্রবীভূত করে!
সেন্টমার্টিন দ্বীপের বিষন্ন সন্ধ্যা সংগীত এর আঁকা সংস্কৃতির ভাঙ্গা সেতুর পথ ধরে !
রাত নামে মেঘ বৃষ্টি আলোর ঝলকানিতে ।
রাত তো নয় যেন অবিনাশী অন্ধকার,
অন্ধকারে তারার ছায়ারেখা ধরে ভেসে বেড়ায় সহস্র বছরের শব্দঝংকার! চোখের ভাজে ধরা পড়ে অগণিত শুন্যতার শব্দদল! সে এক তীব্র ছায়াপুত্তলিকা ঘেরা স্মৃতির ঘোর !
স্রোতের বিপরীতে বয়ে চলা হাওয়া গায়ে মেখে, সমস্ত অন্ধকার মুঠোয় বন্দী করে আমি হারাই নৈঃশব্দ ঘুমে!
আমার চিন্তাজগতে তখন তোমার দুরন্ত পদচারণা যেন মরিশাস পোর্টের মুখর একটি দিন ।
২| ০৭ ই জুন, ২০১৩ দুপুর ২:২০
মোঃ তামিম হাসান বলেছেন: আমার লেখার অভ্যাস নেই বললেই চলে। তবে পড়তে ভালবাসি । সামুর অনেক ভাল লেখকের মাঝে আমার লেখা পড়েছেন, আমি এতেই অনেক আনন্দিত ।
©somewhere in net ltd.
১|
০৭ ই জুন, ২০১৩ দুপুর ১:৪২
মায়াবী ছায়া বলেছেন: বাহ্ ...
শুভকামনা ...