নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন থেকে যদি পালাই ছুটে …

মোঃ তামিম হাসান

বিশ্ব যখন এগিয়ে চলে আকাশ জয়ের পথে , আমরা তখন নিকাতলায় ফতোয়া খুঁজি পুখি পুস্তুক চুষে ।

মোঃ তামিম হাসান › বিস্তারিত পোস্টঃ

‘ষষ্ঠ ইন্দ্রিয়ে ধরা পড়া একটি ঘটনা’

০৬ ই জুন, ২০১৩ রাত ২:৩৫

‘টাকা নেই ,তাই সিদ্ধান্তও হচ্ছে না ।’ প্রথম আলো পএিকার নিউজটি পড়ে মনে হল আর কত রক্ত ,আর কত চোখের পানি ঝড়লে কোন একটা সিদ্ধান্তে আসতে পারব আমরা !

মূল ঘটনায় আসা যাক ,সাভারে রানা প্লাজা ধসে আহত ও নিহত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত দিতে পারছে না বিজিএমইএ ।এমনকি সমিতির প্রত্যেক সদস্যকেই তহবিলে নূন্যতম ২৫ হাজার টাকা দেওয়ার নির্দেশ থাকলেও তিনহাজার ২০০ সদস্যের বেশি ভাগই আগ্রহ দেখাচ্ছেন না ।

দোষ কি তাহলে বিজিএমইএ এর শুধু ??

সাভার ট্রাজেডির পর , মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী পরিষদের সবাই সব ধরনের সাহায্য সহযোগিতা দেবার অঙ্গিকার করেছিল ।তার অগ্রগতি কতটুকু ??

প্রধানমন্ত্রীর তহবিল থেকে ৩২৫ জন নিহত শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে এবং আর ১২৫ জনকে দেওয়া হবে এরকমই জানিয়েছেন সমিতির এক কর্মকর্তা ।

তাহলে সরকারের অঙ্গিকার আর বিজিএমইএ এর প্রতিশ্রূতি কতটা পূরণ হলে ,আজ টিভিতে ,পএিকায় দেখতে হয় , সাভারে ক্ষতিপূরণ না পাওয়ায় পোশাক শ্রমিকদের আন্দোলন এবং পুলিশের ট্রিয়ারশেল নিক্ষেপ ।

এ খাতে ৫০ লক্ষাধিক জনবল নিয়োজিত এবং দেশের মোট রপ্তিনা আয়ের প্রায় ৮২ শতাংশ তৈরি পোশাক রপ্তানি থেকে আসছে ।এর বিনিময়ে খেটে খাওয়া মানুষগুলোর পাওয়া ১১৩০ টি লাস আর কিছু মানুষের সমবেদনা । চমৎকার !!

নিরাপদ কর্ম পরিবেশ এগিয়ে যাবে বাংলাদেশ ………..স্বপ্নূরণ থমকে দাঁড়ায় যখন শুনি তহবিলে জমা আছে মাএ ২ কোটি ২৫ লক্ষ টাকা আর নিহতদের মধ্যে ২৯১ জনের খোঁজ এখনও মেলে নাই ।

মনে হয় অনেক ভাল আছি ,দুই পা দিয়ে হাটতে পারছি ,দুই হাত দিয়ে খাইতে পারছি …….আর যারা এই হাত ,পা হারিয়েছে ,পরিবারের একজন উপার্জনক্ষম মানুষকে হারিয়েছে তাদের দুঃখ-কষ্ট কতখানি একটু হলেও বোঝা যায় । সবাইকে অনুরোধ জানাব, সাভারের ভয়াবহ ভবন ধসের ঘটনায় আহত এবং নিহত পরিবারের ক্ষতিপূরণের দাবি আদায়ের পক্ষে এগিয়ে আসর জন্য ।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:২৮

অদৃশ্য বলেছেন:





অন্যকথায় আর গেলাম না...


লিখাটি ভালো লেগেছে... এইসব ব্যপারগুলো সবারই কিছুটা ভাবা প্রয়োজন...

শুভকামনা...

২| ০৬ ই জুন, ২০১৩ বিকাল ৩:১৬

মোঃ তামিম হাসান বলেছেন: আপনাকে ধন্যবাদ ।

৩| ০৭ ই জুন, ২০১৩ রাত ২:০০

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: আরো লেখেন

৪| ০৭ ই জুন, ২০১৩ সকাল ১১:৪৭

মোঃ তামিম হাসান বলেছেন: ধন্যবাদ ইরফান আহমেদ বর্ষণ ভাইকে । লেখার চেষ্টা করছি । দোয়া করবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.