![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত রাতে ইউটুবে যোভান কেয়া পায়েলের নাটক "crack" দেখছিলাম । শেষের দিকে নায়িকা কেয়া পায়েলের গলায় ছুরি চালিয়ে তাকে হত্যা করে নায়ক যোভান । নায়িকার বিয়ের খবর পেয়ে সেটা সহ্য করতে না পেরে সে এই কান্ডটি ঘটায় ।
আজ পত্রিকায় বগুড়ার একটা নিউজ পাবেন যেখানে এক প্রেমিক এবং তার বন্ধু বান্ধবের হাতে প্রেমিকার প্রাক্তন প্রেমিক খুন হয়েছেন ।
গত কয়েক মাসে ভার্সিটি পড়ুয়া বেশ কজন ছাত্র ছাত্রী সুইসাইড করেছেন প্রেমগত কারণে ।
এই খুনোখুনি শিখিয়েছে রোমিও জুলিয়েট প্রেম কাহিনী। জুলিয়েটের ছলনায় রোমিও নিজের জান কুরবান করে দিল । জুলিয়েটের ছলনাকে রোমিও ভালবাসা মনে করেছিল, জুলিয়েট বিনা বেচেঁ লাভ কি ভেবে নিজেকে খুন করেছিল । এরপর রোমিওর ত্যাগ হলো জুলিয়েট খুনের কারণ !
এই কাহিনীতে উইলিয়াম শেকসপিয়ার সাহেব শেখালেন আত্মহত্যা নামক খুনোখুনি , নাটক "crack" শেখাচ্ছে ভালবাসা দিবি কিনা বল না দিলে খুন করে দিবো নামক খুনের কাহিনী !
নাটক "crack" এ নায়িকাকে খুনের কারণে নায়কের ফাসি হওয়ার সময় ফাসি কাষ্ঠের সিনে ডায়ালগ ছিলো " তুমি আমাকে এত ভালোবেসো যেন শ্বাস বন্ধ হয়ে আসে আমার " আহা কি দারুন জাস্টিফাই !
প্রেম করেন ভালোবাসেন অসুবিধা নাই ,সিনেমা নাটকে বইয়ে গল্পে প্রেমের কারণে খুন আত্মহত্যা দেখানো বন্ধ করুন। জীবনে এসবের কোনো দরকার নাই ।
১৮ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৩৪
তানীম আব্দুল্লাহ্ বলেছেন: জী ভাইয়া , বেচেঁ আছি বলেই প্রেম আছে ।
আপনাকে ধন্যবাদ ।
২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ২:০৭
প্রতিদিন বাংলা বলেছেন: প্রেম ই খুন করতে শেখায় ?
১৮ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৩৬
তানীম আব্দুল্লাহ্ বলেছেন: শেখালেও এটা একটা অপরাধ ।
ধন্যবাদ বাংলা ভাইয়া ।
৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:৩৩
মো: তৌহিদ ইসলাম আবির বলেছেন: "তুমি আমাকে এত ভালোবেসো যেন শ্বাস বন্ধ হয়ে আসে আমার " দারুন বলেছে।
১৮ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৩৯
তানীম আব্দুল্লাহ্ বলেছেন: শেষ মেষ ফাসির দড়ির চাপেই দম বন্ধ হলো !
ভালো থাকবেন আবির ভাইয়া ।
৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:৪৭
রাজীব নুর বলেছেন: মানুষের জীবনে সবচেয়ে সুন্দর সময় প্রেমের সময়। কিন্তু এই প্রেম কখনও কখনও হিংস্র হয়ে যায়।
১৮ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৪৮
তানীম আব্দুল্লাহ্ বলেছেন: ভালোবাসাকে আঘাত - প্রেম পাপ ।
ধন্যবাদ রাজীব ভাইয়া ।
৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৩৯
মরুভূমির জলদস্যু বলেছেন: এইসব ছাইপাশ না দেখাই ভালো।
১৮ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৫৮
তানীম আব্দুল্লাহ্ বলেছেন: বাংলা নাটকের মান কমে যাচ্ছে ।
দেখার ইচ্ছেও কমে যাচ্ছে ।
ধন্যবাদ জলদস্যু ভাইয়া ।
৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৭:৫৬
জগতারন বলেছেন:
প্রেম করেন ভালোবাসেন অসুবিধা নাই ,সিনেমা নাটকে বইয়ে গল্পে প্রেমের কারণে খুন আত্মহত্যা দেখানো বন্ধ করুন। জীবনে এসবের কোনো দরকার নাই ।
সহমত !!!
১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৩৬
তানীম আব্দুল্লাহ্ বলেছেন: ধন্যবাদ জগতারণ ভাইয়া ।
৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৫৭
জুল ভার্ন বলেছেন: সমসাময়িক একটা সমস্যা নিয়ে খুব অল্প কথায় চমতকার লিখেছেন।
১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৩৭
তানীম আব্দুল্লাহ্ বলেছেন: চেষ্টা করছি ।
আপনার শারীরিক সুস্থতা কামনা করছি ।
৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৪৪
বিটপি বলেছেন: প্রেম প্রতিহিংসা শেখায়। আমাদের গ্রামের কলেজে একজনের গার্লফ্রেন্ড আরেকজনে ভাগিয়ে নেয়ার ঘটনায় ভয়াবহ ফাইট হয়েছে। প্রকৃত প্রেম ভায়োলেন্স ছাড়াই হয়, কিন্তু ভোগবাদী প্রেম শেষ পর্যন্ত ভায়োলেন্সে গড়ায়। যে মেয়ে পর পুরুষকে নির্দ্বিধায় তার হাত ধরতে দেয়, চুল সরাতে দেয় - তার আর বাজারী একটা মেয়ের মধ্যে খুব একটা পার্থক্য নেই। এরকম মেয়ে কয়েক ডালে মধু খাবে, সেটাই স্বাভাবিক। কিন্তু ভোগবাদী পুরুষ যে প্রেমিকাকে নিজের সম্পত্তি মনে করে - সে এটা সহ্য করবে কেন? তাই এরকম ঘটনা হয়।
১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৪৩
তানীম আব্দুল্লাহ্ বলেছেন: দারুন বলেছেন বিটপি ভাইয়া ।
আস্থার অভাব ভোগবাদী পুরুষ বাজারী মেয়ে , বাচতে শেখানো ভালবাসা কই ??
৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০২২ ভোর ৪:৩৯
জটিল ভাই বলেছেন:
প্রেম যদিও শুধুই নর-নারীর বিবাহ বহির্ভূত সম্পর্কে বুঝায় না, কিন্তু বর্তমানে প্রেমের সংঙ্গা এখানেই আটকে গেছে। আর তাই শিক্ষাও আটকে গেছে হত্যায়
২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:৪১
তানীম আব্দুল্লাহ্ বলেছেন: আপনাকে আপনার সাক্ষরসূচক জটিলবাদ , জটিল ভাইয়া ।
©somewhere in net ltd.
১|
১৮ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১:৫৩
এপোলো বলেছেন: বেঁচে থাকার জন্যই প্রেম, মরে যাওয়ার জন্য নয়।
একাকী জীবন যেমন দুর্বিসহ, অতিরিক্ত আবেগী জীবনও কাঙ্খিত নয়।