নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অতিনিয়ন্ত্রিত

তানীম আব্দুল্লাহ্

তানীম আব্দুল্লাহ্ › বিস্তারিত পোস্টঃ

আরেকটা ইতিহাস রচনা করলো টাইগাররা

২৩ শে মার্চ, ২০২২ রাত ৮:৩৫





দক্ষিন আফ্রিকার বিরুদ্ধে জিততে বাংলাদেশের দরকার ১৫৫ রান ,পুরো ৫০ ওভারে । এই প্রথম আফ্রিকার মাটিতে ওয়ানডে সিরিজ জিতবে বাংলাদেশ । ৩ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে জিতেছিল বাংলাদেশ। আজ শেষ ম্যাচটা জিতলেই ২-১ ব্যবধানে সিরিজ বাংলাদেশের।

প্রথম ইনিংসে বাংলাদেশী ফাস্ট বোলার তাসকিন আহমেদ ৫ উইকেট নিয়ে ধসিয়ে দিয়েছেন দক্ষিন আফ্রিকার ব্যাটিং লাইনআপ।

এর আগে দক্ষিন আফ্রিকায় সফরে কোনো ওয়ানডে ম্যাচ জেতার ইতিহাস ছিলনা বাংলাদেশের।

পারবে বাংলাদেশ ?

১৫৫ রান তাড়া করে ৯ উইকেটে জিতেছে বাংলাদেশ ।
গড়েছে ইতিহাস !

মন্তব্য ২৩ টি রেটিং +২/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০২২ রাত ৯:২২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কেনিয়া, জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের পর প্রথম মেজর কান্ট্রি সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়ের হাতছানি। তাড়াহুড়ার কোনো প্রয়োজন নাই। একটা ধৈর্যশীল, প্রফেশনাল অ্যাপ্রোচ প্রয়োজন এই বিজয়ের জন্য।

১৫ ওভার শেষে ৮১/০। ভেরি গুড গোয়িং।

২৩ শে মার্চ, ২০২২ রাত ৯:৫৮

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: তামিম ইকবাল আপনার কথা শুনছে কই ??
জিতবে বাংলাদেশ ।

২| ২৩ শে মার্চ, ২০২২ রাত ৯:৪৭

মরুভূমির জলদস্যু বলেছেন: বেশ, হোক তাহলে আরেকটা ইতিহাস।

২৩ শে মার্চ, ২০২২ রাত ৯:৫৯

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: খারাপ টি টোয়েন্টি বিশ্বকাপের পর এটা দরকার ছিলো ।

৩| ২৩ শে মার্চ, ২০২২ রাত ১০:১১

শাহ আজিজ বলেছেন: জিতেছে ------------------------------------------------------------------------------------৯ উইকেটে B-)

২৩ শে মার্চ, ২০২২ রাত ১০:২৭

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

৪| ২৪ শে মার্চ, ২০২২ রাত ১২:১৩

নিমো বলেছেন: লেখক বলেছেন: তামিম ইকবাল আপনার কথা শুনছে কই ??
এক ম্যাচ, সিরিজ আর মুহূর্ত দিয়ে কাউকে বিচারটা মোটেই সঠিক নয়। সাকিব কে অভিনন্দন, নিন্দুকের মুখে দুয়ো দিয়ে এভাবেই এগিয়ে যাক। বাংলাদেশ এগিয়ে চলুক (অবশ্য ব্লগের জিয়ার যোদ্ধা আর পাকি-জামাতি ছানাপোনারা এখানেও সমস্যা দেখবে )।কেউ কেউ দেশের নাম বিকৃত করার নষ্টামি দেখাবে (যা ব্লগ কর্তৃপক্ষ দ্বারাও প্রায়শই উৎসাহিত অত্যন্ত নিন্দনীয় একটি কাজ)।

২৪ শে মার্চ, ২০২২ রাত ১২:২৩

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: তামিম মারছিল বলে কথাটা বলেছি নিমো ভাইয়া।
সাবাস বাংলাদেশ।

৫| ২৪ শে মার্চ, ২০২২ রাত ১২:১৭

নিমো বলেছেন: নিন্দুকের মুখেছাই হবে।

৬| ২৪ শে মার্চ, ২০২২ রাত ১২:৫০

রাজীব নুর বলেছেন: এই ইতিহাস দিয়ে বাজারে জিনিসপত্রের দাম কি কিছুটা কমবে? দূর্নীতি কমবে? টিসিবির লাইনে দাঁড়ানো বন্ধ হবে?

২৪ শে মার্চ, ২০২২ রাত ১:০১

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: না।
একটা টিভি শোরুমের পাশে দাড়িয়ে আরো মানুষের সাথে খেলা দেখছিলাম। বেশ উপভোগ করলাম। ভালো লাগছিল।
এইতো।

৭| ২৪ শে মার্চ, ২০২২ রাত ১:০৭

জটিল ভাই বলেছেন:
সাবাশ বাংলাদেশ। ধারাবাহিকতা বজায় থাকলেই হয়.....

২৪ শে মার্চ, ২০২২ রাত ১০:২০

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: ওয়ানডেতে ভালই খেলছে , টোয়েন্টি টোয়েন্টি টেস্টে অবস্থা ভালো নয় ।

৮| ২৪ শে মার্চ, ২০২২ রাত ১:৪২

নিমো বলেছেন: রাজীব নুর বলেছেন: এই ইতিহাস দিয়ে বাজারে জিনিসপত্রের দাম কি কিছুটা কমবে? দূর্নীতি কমবে? টিসিবির লাইনে দাঁড়ানো বন্ধ হবে?
আপনি ব্লগে লেখার ফলে কি উপরে যা দাবি করেছেন সেগুলো ঘটছে ? আপনার বাসার খাদ্য বিলাস কমেছে।

৯| ২৪ শে মার্চ, ২০২২ সকাল ১০:২৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অভিনন্দন বাংলাদেশ টিম।

২৪ শে মার্চ, ২০২২ রাত ১০:২২

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: সাবাস টাইগার্স ।

১০| ২৪ শে মার্চ, ২০২২ সকাল ১০:৪৫

ফয়সাল রকি বলেছেন: অভিনন্দন সবাইকে।

২৪ শে মার্চ, ২০২২ রাত ১০:২২

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: সাবাস টাইগার্স ।

১১| ২৪ শে মার্চ, ২০২২ সকাল ১১:৪৩

ঋণাত্মক শূণ্য বলেছেন: উরি ইতিহাস। ইতিহাসের ঠ্যালায় পাতিহাসও এখন নাকানিচুবানি খায়!

ভাই, প্রতিটা খেলায় বাংলাদেশ একটা ইতিহাস গড়ে, সেইটা ক্যান বলে না কেউ? ইতিহাসটা হচ্ছে, ঐ দিনের খেলা আর কেউ কোনদিন খেলে নাই, আর কোনদিন কেউ খেলতেও পারবে না।

খালি ইতিহাস!

২৪ শে মার্চ, ২০২২ রাত ১০:৩০

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: বাংলাদেশের জন্য এমন কিছু আগে হয়নি বলেই এটা ইতিহাস, বাংলাদেশের ক্রিকেটের জন্য ইতিহাস।
বাংলাদেশ ভালো খেলেছে ,আমরা আশা করতে পারি আগামীতেও এমন খেলবে ।
এই ক্রিকেটটা ভালো খেলে বলেই বিদেশ বাংলাদেশকে আলাদা ভাবে চেনে । গতকালের খেলা দেখলে দেখে থাকবেন দক্ষিন আফ্রিকার সেঞ্চুরিয়ান মাঠে দেশের প্রচুর সাপোর্টার ছিলো ।
ধন্যবাদ আপনাকে ।

১২| ২৪ শে মার্চ, ২০২২ দুপুর ২:৫৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: না।
একটা টিভি শোরুমের পাশে দাড়িয়ে আরো মানুষের সাথে খেলা দেখছিলাম। বেশ উপভোগ করলাম। ভালো লাগছিল।
এইতো।

ওকে। ধন্যবাদ।

২৪ শে মার্চ, ২০২২ রাত ১০:৩০

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।

১৩| ২৪ শে মার্চ, ২০২২ বিকাল ৩:০১

রাজীব নুর বলেছেন: নিমো বলেছেন: রাজীব নুর বলেছেন: এই ইতিহাস দিয়ে বাজারে জিনিসপত্রের দাম কি কিছুটা কমবে? দূর্নীতি কমবে? টিসিবির লাইনে দাঁড়ানো বন্ধ হবে?
আপনি ব্লগে লেখার ফলে কি উপরে যা দাবি করেছেন সেগুলো ঘটছে ? আপনার বাসার খাদ্য বিলাস কমেছে।

না, আমার লেখা। আমার চিন্তা ভাবনাতে জাতির কোনো উন্নতি হচ্ছে না। তবে আমি লিখে এবং পড়ে শান্তি পাই। এটা আমার জন্য অনেক বড় ব্যাপার।
খাদ্য নিয়ে বিলাসিতা করি না। আমার একান্নবর্তী পরিবার। তাই অনেক বাজার করতে হয়। তবে আমরা খাবারের অপচয় করি না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.