নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কোন কিছু বলার নাই, কিন্তু নিজেকে ব্যার্থ ব্যাক্তি হিসাবে উধাহরণ দিতে পার ফেসবুক আইডি: https://www.facebook.com/tanmoy69momo/

হেল কিচেন

নিজেও জানিনা।

হেল কিচেন › বিস্তারিত পোস্টঃ

মেয়েদের ব্রেক-আপ ন্যাকামি।

০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ১:৫১

গত শনিবার উত্তরা থেকে আসার সময় বাসের(এসি বাস) পিছনের দিকে একটা সিট নিয়ে জানালার সাইডে বসে বসে বৃষ্টি দেখছিলাম। পুরা বাসটাই বলতে গেলে খালি ছিলো। আমি ৩টা সিটের জানালার সাইডে বসে যাচ্ছিলাম। পাশের সিটে আমার ব্যাগটা ছিলো। বাসটা আজমপুর আসার পর একটা মেয়ে উঠলো এসে আমার পাশের সিটে তার ব্যাগটা রেখে আমার ৩ সিটের প্রথম সিটে বসে। বার বার মেয়েটার দিকে চোখ যাচ্ছিলো বলে, চিন্তা করলাম যে মেয়ে দেখার চেয়ে গান শুনা কম গুনার কাজ। আর পাশেই যেহেতু একটা মেয়ে তাই এনরোয়েড মোবাইলটা না বের করে আইফোনটা বের করলাম ভাবের জন্য। গান শুনছি আর বৃষ্টি দেখছি আর পাশে যদি আবার কোন মেয়ে থাকে তাইলে আর কি লাগে।
ঠিক তখনই মেয়েটার ফোনের এক সাইডের কনর্ভাসনটা কানে আসে। কথাগুলা ছিলো এরকম।
- তুমি কি সত্যি বলছো? আমার বিশ্বাস হয় না।
- আমার জন্য তুমি ৫ টা মাস এর বেশি ওয়েট করতে পারলা না।
- মানলাম আমি এইসময় কনফিউজ ছিলাম। আমাকে একটু সময় দিলে কি হয়তো?
- তুমি না নামায পড়ে আমাকে পাওয়ার জন্য দোয়া করতা?
- আরে বলো তুমি প্রেম করে বিয়ে করছো।
- পাচ মাসতো আমাকে কয়েক হাজারবার ফোন দিছিলা।
- আরে তোমার ফোন ধরতাম না কারন ঐ সময় আমি স্ট্যাডির দিকে কনসেন্টটেসন দিচ্ছিলাম।
- তুমিতো কিছুই বুজতে চাচ্ছিলা না।
- তোমার মা কে আমি এমনেই বলছিলাম। আমি আন্টির সাথে কথা বলি প্লিজ।
- লাভ কি হবে জানি না। উনার নাম্বার দাও আমাকে।
ফোনটা মনে হলো ঐ সাইড থেকে কেটে দিছে। দেখলাম আবার ফোন দিলো।
- এইটা আমি আমি, প্লিজ ফোনটা কাইটো না। এইটা আমার গ্রামীণ নাম্বার।(বুঝলাম মেয়ে ডুয়েল সিম ব্যাবহার করে।)
- I love you, প্লিজ।
বুঝলাম যে লাইনটা কেটে দিছে। কয়েকবার ট্রাই করলেও বুঝলাম মোবাইলটাও ঐ সাইড থেকে অফ করে দিছে। এক সাইডের কথা শুনছিলাম বলে পুরা-পুরি বুজতে পারতেছিলাম না। এরপর আমি আমার ব্যাগ থেকে আমার নোটবুকটা বের করে কিছু লেখে হাতে নিয়ে বসে থাকি এবং বাস থেকে নামার সময় আমি নোটটা ঐ মেয়ের হাতে দিয়ে যাই। বলি লেখাটা একটু পড়বেন।
নোটে এই কথা গুলা লিখে দিছিলামঃ
// আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনি আপনার বয়ফ্রেন্ডের জীবনের সবচেয়ে বড় উপকার করছেন উনার সাথে ব্রেকআপ করে।
আপনাকে ভালোবাসতো বলে বোধহয় আপনার মতো মেয়েকে সহ্য করে গেছে।
আমি আপনার চেহারার কথা বলছিনা।
কারন ঐদিক থেকে আপনি বোধহয় সুন্দর কিন্তু মনের দিক থেকে আপনি জঘন্য একজন মানুষ।
নাহলে কেউ তার বয়ফ্রেন্ড কষ্ট পাচ্ছে জেনেও ৫ মাস তাকে কষ্ট দিতো না।
আর এখন ন্যাকামি করছেন।
আপনি দেখবেন আল্লাহ আপানার বয়ফ্রেন্ডের জন্য পারফেক্ট মেয়ে দিছে।
So এখন এইসব বাল-সাল না বলে আপনার এক্স কে একটু ভালো থাকতে দেন।
আর আপনি যান আরেকজন খুজে নেন যার লাইফ দোযখ বানাতে চান।
আর চাইলে ফেসবুকে আমাকে ফলো অথবা এড দিতে পারেন, আমার Id: http://www.facebook.com/hell.s.kitche
ভালো থাকবেন //
বাস থেকে নামার সময়ও দেখছিলাম মেয়েটা আমার চিঠিটা পড়ছিলো।

পরের পর্বঃ Click This Link

মন্তব্য ২৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ২:০৯

অর্ধ চন্দ্র বলেছেন: সর্ব শেষে আপনিও মজে গেলেন ঐ দোযখে -র রাস্তাই :P

০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৩:৩৭

হেল কিচেন বলেছেন: না ভাই দোযখ এর রাস্তায় যাই নাই।

২| ০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ২:১৪

নতুন বলেছেন: ফেসবকুকের আইডি কেন দিলেন?

যদি এই মেয়ে আপনার সাথে যোগাযোগ করে...এবং পরে বুঝতে পারেন যে আপনার ধারনা ভুল এবং উনার সাথে আপনার প্রেম হইয়া গেলো। :)

৩| ০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ২:১৯

হেল কিচেন বলেছেন: আমি বিবাহিতো!

৪| ০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ২:২৬

যোগী বলেছেন:
মেয়েটার প্রতি আপনার এতটা রাগ হওয়ার কারন পরিষ্কার না।
শুধু তার সাধারন ফোন কন্ভারসেসানে আড়ি পেতে মেয়েটাকে ঐ ভাষায় চিঠি দেয়াটাও খুবই অনৈতিক হয়েছে।

৫| ০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ২:৪৮

৭ ১ নিশান বলেছেন: যা করেছেন ভাল করেছেন মেয়েরা নিজেরকে যে কি মনে করে তা তারাই ভালো জানএ...............এরকম অসংখ্য মেয়ে আছে রে ভাই

৬| ০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ২:৪৯

হেল কিচেন বলেছেন: বেশি সময় পাই নাই। তাই ঠিক করছি না ভুল করছি সিউর না।

৭| ০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৩:১০

আলী আকবার লিটন বলেছেন: খামাখা এসব ফালতু ঝামেলায় জড়িয়ে কি লাভ ? যেহেতু আপনি বিবাহি্ত...

৮| ০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৩:১৬

হেল কিচেন বলেছেন: মনটা মানতে চায়না যে আমি বিবাহিতো।

৯| ০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৪:৩৩

মাঘের নীল আকাশ বলেছেন: ভাই, মাইয়ার চাইতে আপনার মানসিক অবস্থা নিয়া আমার সন্দেহ আছে....নাইলে চামে দিয়া কথা শুইনা আবার হাতে চিঠি গুঁইজা দিলেন, ফেসবুক আইডি দিলেন...আবার কন আমি বিবাহিত!!! আপনার পুর্নবাসন দরকার :P

১০| ০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৪:৫৭

কাব্য মানিক বলেছেন: So এখন এইসব বাল-সাল না বলে আপনার এক্স কে একটু ভালো থাকতে দেন। এই কথাটা ভালো লাগছে ।

০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৫:৩৮

হেল কিচেন বলেছেন: থ্যাংকস ভাই।

১১| ০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৫:০২

আমি শঙ্খচিল বলেছেন: প্রথমে মেয়েকে ইম্প্রেস করার জন্য আইফোন বের করলেন , আবার তার ফোন এর কথপকখন শুনে তাকে বিদ্রুপ করে চিঠি দিলেন , এখানে সমস্যা আপনাদের দুই জনেরই আছে ।

১২| ০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৫:০৮

আবু শাকিল বলেছেন: গীবনে প্রেম ই আসল না।
আবার ব্রেক-আপ !!!

১৩| ০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৫:১০

শতদ্রু একটি নদী... বলেছেন: এতো নৈতিকতা শিখাইয়া শেষমেশ নিজেই লাইনে দাড়াইয়া গ্যালেন? ;)

০৬ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:১৩

হেল কিচেন বলেছেন: না ভাই।

১৪| ০৩ রা আগস্ট, ২০১৫ রাত ৯:৩৫

আরাফাত হোসেন অপু বলেছেন: শাবাস.............।!

০৮ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭

হেল কিচেন বলেছেন: থ্যাংকস ভাইয়া

১৫| ০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ১:১৮

আরণ্যক রাখাল বলেছেন: ধুর। মেয়েটা যদি আত্ত হত্যা করে?
যাই হোক, আড়িপাতা ভদ্রতা নয়

০৪ ঠা আগস্ট, ২০১৫ সকাল ৯:৪২

হেল কিচেন বলেছেন: থ্যাংকস ফর এডভাইস ভাই।

১৬| ০৪ ঠা আগস্ট, ২০১৫ দুপুর ২:৩৫

ভিটামিন সি বলেছেন: লুল রে লুর। ওই মেয়ের চাইতে লেখক আরো বড় লুল। প্রথমে আই-পোন দেখিয়ে মেয়েকে ইম্প্রেসড করার চেষ্টা; তারপর যখন দেখলেন যে হেতি অলরেডি বিলাই ধইরালছে, পরে সুযোগ না পাইয়া ঈর্ষাকাতর হইয়া অপমানমুলক চিঠি হস্ত মারফত প্রদান করিয়া নিজের ঈর্ষাকে ট্রান্সফার করিয়া দিলেন।

০৪ ঠা আগস্ট, ২০১৫ বিকাল ৪:১৯

হেল কিচেন বলেছেন: ভাই যা বলছি হনেস্টলি বলছি। যদি লুকানোর ইচ্ছা থাকতো তাইলে প্রথম কথা গুলা নাও বলতে পারতাম।

১৭| ০৪ ঠা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:০৯

মিজভী বাপ্পা বলেছেন: চ্রম একটা থেরাপি দিয়েছেন ভাউ :)

০৫ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:১৭

হেল কিচেন বলেছেন: থ্যাংকস ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.