![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা মেয়ে একটা চা এর দোকানে পাশে বসে বসে তার কুকুরকে কে খাবার দিচ্ছিলো, হঠাৎ করে একটা মোটর সাইকেল এসে থামলে, ওই মোটর সাইকেল থেকে একটা ছেলে নামলো, মেয়েটা ছেলেটার দিকে বড় বড় চোখ করে দিকে তাকিয়ে রইলো। মনে মনে চিন্তা করলো এই এলাকাতে এতো ফিট আর স্মার্ট ছেলে কিভাবে আসলো! ছেলেটা সিগারেট নিয়ে এরপর চলে গেলো। মেয়েটা ছেলেটার চলে যাবা পর্যন্ত তাকিয়ে রইলো। যতক্ষণ পর্যন্ত না মোটর সাইকেলটা শুন্যে হারিয়ে গেলো।
এরপর প্রায় ৩ বছর হয়ে গেছে, মেয়েটা ছেলেটাকে নোটিশ করতো। সবসময় ছেলেটা মেয়াটার পাশ দিয়ে চলে যেতো ,কিন্তু একবার ওঁ মেয়েটাকে খেয়াল করতো না। প্রত্যেকবার এক এক রুপে আবির্ভাব হতো ছেলেটা, এক এক সময় এক এক চুলের কাট অথবা এক এক স্টাইলে আসতো ছেলেটা। মেয়েটা তার আরো ২ টা ফ্রেন্ডকে ছেলেটার কথা বলে, তা শুনে মেয়েটার ফ্রেন্ডরা বলে "তুই তোর নিজের পরিচয় দিয়ে কথা বলতেই পারিস ছেলেটার সাথে। মেয়েটা হেসে উড়ায় দিয়ে বলে দুর, কি বলবো? বলার কিছু নাই। একটা মানুষকে দেখতে ভালো লাগতেই পারে, এইটা আবার বলার কি আছে? আর আমিতো আর অর প্রেমে পরি নাই, যে বলতে হবে কিছু। দিন কেটে যাচ্ছে তারা এখন সবার কাছে পরিচিত মানুষ, মেয়েটা কোন না কোন ভাবে ছেলেটার নাম জানতে পারে। ওই হ্যান্ডসাম ছেলেটা মেয়েটার কাছে এখনো একজন অসাধারণ মানুষ। কিন্তু কোন দিন তার সাথে কথা বলার আকর্ষণ অনুভব করে নাই।
কিন্তু আজকে সকালবেলা মেয়েটা যখন তার ফেসবুক চেক করার সময় এক একটা ফ্রেন্ড রিকুয়েস্ট বাতিল করে দিচ্ছিলো তখন দেখলো ওই অসাধারণ ছেলেটা ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠিয়েছে, মেয়েটা অবাক হয়ে ওর প্রোফাইলেটা দেখলো, এরপর হেসে ফ্রেন্ড রিকুয়েস্টটা বাতিল করে দিলো। ছেলেটা কিছুই জানেনা এই গল্পের। গল্পটা এইখানেই শেষ। ছেলেটার নাম নাই বললাম কিন্তু মেয়েটার নাম নাইলা নাইম।
[গল্পটা নাঈলা নাইম এর ১৬ই মার্চ, ২০১৪ এর বিকাল বেলার একটা স্ট্যাটাস থেকে নেয়া।]
১১ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:২৯
হেল কিচেন বলেছেন: কিন্তু এখন সে "দি নাইলা নাঈম" হয়ে গেছে।
১১ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৫৬
হেল কিচেন বলেছেন: ভাই গুগল করেন।
২| ১১ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:১১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নাইলা নাঈম কে ? ? ?
১১ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:৪৪
হেল কিচেন বলেছেন: ভাই গুগল করেন।
১২ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:০১
হেল কিচেন বলেছেন: ভাই গুগল করছেন?
৩| ১২ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:৪৭
সাইলেন্স বলেছেন: গিয়াসলিটন বলেছেন: নাইলা নাঈম কে ? ? ?
১২ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫০
হেল কিচেন বলেছেন: ভাই গুগল করেন।
৪| ১২ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:০৩
হামিদ আহসান বলেছেন: নায়লা নাঈম ........।
৫| ১২ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:৩৬
শতদ্রু একটি নদী... বলেছেন: নায়লা আপা ঘোড়ামুখী হইলেও উনার মানসিকতা ভালো। উনি বুঝতে পারছেন এই ভালো ছেলেটারে অধঃপতিত কইরা লাভ নাই
১২ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৩৩
হেল কিচেন বলেছেন: নাঈলা নাইম গার্লফ্রেন্ড হিসাবে ভালো কিন্তু বউ!!!
৬| ১২ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:৩৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর গল্প , ভাল লাগল। কিন্তু কোথায় যেন একটু শুন্যতা রয়ে গেল...
৭| ১২ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৩২
আর জে নিশা বলেছেন: টিভি দেখে বা অনলাইন এ টুক টাক ঢু মারে এমন লোকজনের মধ্যে ও বাংলাদেশে নায়লা নাইম কে কেউ চেনে না এটা ভাবা অবাস্তব, এই পোষ্টে যারা নায়লা নাইমকে চেনে না এমন ভাবে জানতে চাচ্ছে - না্য়লা নাইম কে ? এখানে ওভার স্মার্ট হওয়া গেলো না, বরং গাধা ও বেক্কলের পরিচয় দিয়ে গেলো তারা। নায়লা নাইম বাংলাদেশের এখন এ্যাসেট্ এখানে কোনো দ্বিমত নেই।
এটা বাংলাদেশের পুরুষদের হীণমন্যতা সুন্দরী মেয়েদের নিয়ে কুৎসা করা, কারণ নিজের ঘরে যদি মা কালী থাকে পাশের বাড়ীর রুপসীর বদনাম করতে কখনো সংকোচ করে না ।
১২ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২৮
হেল কিচেন বলেছেন: হ্যা নাঈলা নাইমকে না চেনা আসোলেই অবাক করছে।
৮| ১২ ই আগস্ট, ২০১৫ রাত ৮:০৩
সেলিম আনোয়ার বলেছেন: আউটলুকিংই সব কিছু নয় । যাইহোক ভাললাগা ভালবাসা হল না ।সো স্যাড। এখনকার মেয়েদের ডিমান্ড আকাশ সমান । আর নাইলা নাইম ।সুন্দর কোন সন্দেহ নেই ।
৯| ১২ ই আগস্ট, ২০১৫ রাত ৮:০৪
সাইলেন্স বলেছেন: আর জে নিশা বলেছেন: নায়লা নাইম বাংলাদেশের এখন এ্যাসেট্ এখানে কোনো দ্বিমত নেই।
ইটস টাইম টু লিভ দিস প্লানেট ।
১০| ১২ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৩৪
আর জে নিশা বলেছেন: সাইলেন্স please you may
১৩ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:৪৪
হেল কিচেন বলেছেন: লল!
১১| ১২ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৩১
সাইলেন্স বলেছেন: আর জে নিশা আপনার কথায় চরম উৎসাহিত হয়ে খুজে খুজে একটা ভিডিও পাইলাম ফেসবুকে।
দেখতে পারেন Click This Link
১২| ১৩ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৪০
আর জে নিশা বলেছেন: সাইলেন্স[/sএখন তাহলে নায়লা নায়িম কে চিনতে পেরেছেন ? আর ভিডিও খোজে খোজে হয়রান হয়ে যাচ্ছেন !!!
১৩| ১৩ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৩৪
সাইলেন্স বলেছেন: আর জে নিশা, এমন রত্ন !! চিনতে হেল্প করার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা সত্যিই প্রেরণাদায়ক।
১৪| ১৫ ই আগস্ট, ২০১৫ রাত ৯:২৫
হেল কিচেন বলেছেন: নাঈলা নাইম নিয়ে মরলেন কেনো?
©somewhere in net ltd.
১|
১১ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:২৪
রুমি৯৯ বলেছেন: ভালো লাগলো এবং সেইসাথে কিঞ্চিৎ দুঃখবোধ একটি সম্ভাব্য প্রেমের অপমৃত্যু দেখে