![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাসা চেঞ্জ করার সময় কিছু গোপন জিনিষ এইবার আমার বউ এর কাছে ধরা পরছে। যেমনঃ পুতুল, মগ, চাবির রিং, কার্ড আর ২-১ টা সোপিস। যদিও গার্লফ্রেন্ড চেঞ্জের সাথে সাথে আগের গার্লফ্রন্ডের জিনিষ সম্প্রদান কারকের ন্যায় দাবি ছাড়া দান করে দিছি নদি, সাগর আর ড্রেইনে। তারপরও এই জিনিষগুলা বাদ পরলো বুঝলাম না। তাই অফিস থেকে আসার পরই বউ এর জেরা শুরু।
বউঃ "এই পাপাই আর গরু কে দিছে।"
আমিঃ " আমার ছোটবেলার?
বউঃ ছোটবেলার হইলেতো আর আপনি লুকায় রাখতেন না, তাও আবার এক্স-গার্লফ্রেন্ডের ভ্যালেন্টাইন এর কার্ডের সাথে।
বুঝলাম যে আর মিথ্যা কথা বলে লাভ নাই। তাই সাহস করেই বললাম।
আমিঃ পাপাই দিছে এমি আর গরুটা মিথিলা দিছে। আর এই মগ আর এই সোলার মন্দির দিছে জুঁই দিছে। ও চাবির রিং এর ছেলের পার্টটা ও দিছে।
বউঃ এত দিন বলেন নাই কেনো এই মগটা জুঁই দিছে। সবসময় বলে আসছেন যে চিটাগাং থেকে কে জানি গিফট করছে, আপনি জানেনও না।
আমিঃ চিটাগাং ঠিক ছিলো কিন্তু মিথ্যা বলছিলাম তোমাকে।
বউঃ আচ্ছা আপনার হিজাবী গার্লফ্রেন্ড কিছু দেয় নাই, যার আপনি চুলও দেখেন নাই।
আমিঃ দিতে চাইছিলো কিন্তু নেই নাই কিছু।
বউঃ মিথ্যা বলতেছেন না তো কিছু? কারন এরপর।যদি শুনি মিথ্যা বলছেন তাইলে আমি বাবার কাছে বিচার নিয়ে যাবো।
আমিঃ মিথ্যা বললে তো এইগুলাও অস্বীকার করতাম।
বউঃ আপনি তো ধরা খাইছেন, তাই সত্যি কথা বলতে বাধ্যা হইছেন। আর সত্যি কথা স্বীকার করছেন বলে এইবারের মতো মাফ করে দিলাম।
সত্যি তো, সত্যি কথা বলছিলাম বলে আমার বউও আমার পুর্বের ঘটনা গুলাকে এতো সহজে মেনে নিছে। আজকে একটা জিনিষ শিখলাম, সত্যবাদীকে আল্লাহও পছন্দ করেন। নাহলে আজকে এই বাচা বেচে জেতাম না।
ফেসবুক লিঙ্কঃ https://www.facebook.com/hell.s.kitche
২| ০৪ ঠা মার্চ, ২০১৭ সকাল ১১:৫৪
আততায়ী আলতাইয়ার বলেছেন: বউঃ আপনি তো ধরা খাইছেন, তাই সত্যি কথা বলতে বাধ্যা হইছেন
৩| ০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ১২:০৪
ৈতয়ব খান বলেছেন: আমারও পরাণও চাহা চায়; তুমি...।
৪| ০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ১২:০৭
ওমেরা বলেছেন: জী সত্য বলে ঠিক করেছেন ।
০৪ ঠা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৪০
হেল কিচেন বলেছেন: থ্যাংকস!!!
৫| ০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ১২:১৮
সুমন কর বলেছেন:
০৬ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৫৩
হেল কিচেন বলেছেন: হ্যাঁ।
৬| ০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ১২:৩১
টারজান০০০০৭ বলেছেন: ভবিষ্যতের অস্ত্র পাইয়া গেছে, এবং আইতে শাল যাইতে শাল !
০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৭
হেল কিচেন বলেছেন: হ্যাঁ সুযোগ পাইলে ছাড়বে না।
৭| ০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৩
টারজান০০০০৭ বলেছেন: ভবিষ্যতের অস্ত্র পাইয়া গেছে, এহন আইতে শাল যাইতে শাল !
৮| ০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৮
ইউনিয়ন বলেছেন: বউয়ের কাছে ধরা খেয়ে অবশেষে কর্তার মুখ দিয়ে সত্য কথা বের হল।
** পোষ্টটি রিভিউ ক রে নিতে পারেন****
০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ১২:৫১
হেল কিচেন বলেছেন: এইটা কি স্বাভাবিক না?
৯| ০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ১২:৪১
আরণ্যক রাখাল বলেছেন: আরও কিছু কি লুকানো আছে?
০৪ ঠা মার্চ, ২০১৭ বিকাল ৩:০১
হেল কিচেন বলেছেন: না ভাই নাই।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মার্চ, ২০১৭ সকাল ১১:৪৮
সামিউল ইসলাম বাবু বলেছেন:
সত্যবাদী!!!