নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কোন কিছু বলার নাই, কিন্তু নিজেকে ব্যার্থ ব্যাক্তি হিসাবে উধাহরণ দিতে পার ফেসবুক আইডি: https://www.facebook.com/tanmoy69momo/

হেল কিচেন

নিজেও জানিনা।

হেল কিচেন › বিস্তারিত পোস্টঃ

স্যাড ম্যারিড লাইফ

২৪ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২৮

বিয়ের পর অনেক বিচিত্র রকম অভিজ্ঞতা হইছে কিন্তু আজকের মতো এরকম কোন কিছু হবে সেইটা আমার ধারনাতেও ছিলো না।
যেহেতু পরেরদিন ছুটি তাই আমি গতকাল রাত ৮টা নাগাদ একটু বেড় হইছিলাম আড্ডা মারতে। তানভির এর সাথে আড্ডা মেরে বাসায় ফিরতে ফিরতে ১১টা বেজে গেছিলো। জানতাম যে ঘরের গিন্নী রাগ করবে, কিন্তু তাই বলে যে কথা বলা বন্ধ করে দিবে বুঝি নাই। অনেক চেষ্টা করলাম রাগ ভাঙাতে, কিন্তু আমি প্রত্যেকবারই ব্যার্থ হচ্ছিলাম। ম্যাডামের রাগ ভাঙলেন প্রায় ১৫ ঘন্টা পর। তার প্রথম কথা ছিলো।
"আপনি কালকে কই গেছিলেন?"
"কেনো তানভিরের সাথে আড্ডা মারতে, কেনো তোমার সামনেইতো ফোন দিলাম"
"তাইলে আপনি বাসায় এসে গোসল করে নামাজ পড়লেন কেনো? সত্যি করে বলেন, আপনি কোন মেয়ের সাথে দেখা করতে গেছিলেন?"
শোনার পর অনেক কষ্টের পরও মনে মনে একটু হাসলাম। গোসল করা যে দোষের এইটা জীবনে প্রথম জানলাম।
যাই হোক বলতে বাধ্য হলাম "৪০ টাকা পকেট নিয়ে আমি কোন মেয়ের সাথে দেখা করতে যাবো"
"কার্ডতো আপনার কাছে"
"ঐখান থেকে টাকা উঠায়লে তো তুমি টের পাবা"
আমি সাধারণত ক্যাশ টাকা রাখি না, ক্রেডিট কার্ডও ব্যাবহার করি না। যখন টাকা লাগে এটিএম বুথ থেকে টাকা উঠাই, আর আমার সব অ্যাকাউন্ট এই আমার বউ এর নাম্বার দেয়া। কারন ব্যাংক গুলাকে তো বিশ্বাস নাই তাই টাকার হিসাবে যাতে গড়মিল না হয় তাই ওর নাম্বার দিয়ে রাখছি।
ধরেন আজকে যদি আমার কাছে কিছু একটু টাকা থাকতো তাহলে আমি আসলেই বিপদে পরে যেতাম
তাইতো সবাইকে বলি "স্যাড ম্যারিড লাইফ"
https://www.facebook.com/hell.s.kitche

মন্তব্য ১৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩

শায়মা বলেছেন: শোনার পর অনেক কষ্টের পরও মনে মনে একটু হাসলাম। গোসল করা যে দোষের এইটা জীবনে প্রথম জানলাম।


হা হা হা

হাসতে হাসতে মরলাম ভাইয়া!!!!!!

২৫ শে মার্চ, ২০১৭ সকাল ১০:০৪

হেল কিচেন বলেছেন: আপু আমি সাফারার।

২| ২৪ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪১

গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ হাঃ =p~

৩| ২৪ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩

blogermassud বলেছেন: ঠিকি কইছেন আজকাল যে সময় চলছে ইয়ে করা মানে জেলে বন্দি থাকা ।

৪| ২৪ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫১

হৃদি রুবি বলেছেন: হাহাহাহা। কঠিন বাস্তবতা।

৫| ২৪ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩

ধ্রুবক আলো বলেছেন: "স্যাড ম্যারিড লাইফ" হ্যাপি হোক
কুমার জীবন জিন্দাবাদ

৬| ২৪ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩

চাঁদগাজী বলেছেন:


কারণ আছে বলে মনে হচ্ছে!

৭| ২৪ শে মার্চ, ২০১৭ রাত ৮:৫৭

মোটা ফ্রেমের চশমা বলেছেন: হাহ হাহ হাহ হাহ হা!! ভালো ছিলো। এই ভয়েই তো বিয়ে করার ইচ্ছে উবে গেছে অনেক আগেই!

৮| ২৫ শে মার্চ, ২০১৭ রাত ১:৪১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অহেতুক স্বামীকে সন্দেহ করা একটা মানসিক রোগ। পরবর্তীতে এগুলো দাম্পত্য জীবনে সমস্যা সৃষ্টি করে...

৯| ২৫ শে মার্চ, ২০১৭ সকাল ১০:১১

খায়রুল আহসান বলেছেন: গোসল করা যে দোষের এইটা জীবনে প্রথম জানলাম - হা হা হা, :)
তবে, চাঁদগাজী এর সন্দেহটা কি অমূলক?

২৫ শে মার্চ, ২০১৭ দুপুর ১:০৩

হেল কিচেন বলেছেন: আমার ফেসবুক চেক করেন তাইলে বুঝবেন যে চাপাবাজি করতেছি কিনা?

১০| ২৫ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:২৩

আরণ্যক রাখাল বলেছেন: "তাইলে আপনি বাসায় এসে গোসল করে নামাজ পড়লেন কেনো? সত্যি করে বলেন, আপনি কোন মেয়ের সাথে দেখা করতে গেছিলেন?"
কথা খারাপ না।
হা হা, সন্দেহ অমূলক কি?

১১| ২৫ শে মার্চ, ২০১৭ দুপুর ১:৪৬

ওমেরা বলেছেন: যাহা রটে তার কিছু তো বটেই !

১২| ২৫ শে মার্চ, ২০১৭ রাত ৮:০১

টারজান০০০০৭ বলেছেন: হে হে হে ! :D গোসলটা আগে কইরা সমস্যা হইছে। পরে করলে হইতোনা। ভবিষ্যতে খেয়াল রাইখেন !

১৩| ২৫ শে মার্চ, ২০১৭ রাত ৮:২৫

গ্রামের ছোট্র ব্লগার খায়রুল বলেছেন: কারণ হীন কখনো এরকম হতে পারে না।

১৪| ২৫ শে মার্চ, ২০১৭ রাত ৮:৫৯

টারজান০০০০৭ বলেছেন: এক প্রেমে হাজার সন্দেহ ! :(

১৫| ২৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহাহাহাহাহাহাহাহা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.