![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্রডকাস্ট জার্নালিস্ট
পর্ব ০১:
**১৯৬২ সাল থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মাথায় ছিলো এ দেশের মানুষের জন্য মুক্তির বিষয়টি। সে সময় তাঁর জন্য সবচেয় বড় চ্যালেঞ্জ ছিলো বৃহৎ দেশগুলোর মধ্যে তিনি সাহায্যের জন্য কার কাছে যাবেন। তিনি তখন থেকেই জানতেন, খুব একটা অল্প সময়ে মুক্তির এই সংগ্রামের সফলতা পাওয়া সম্ভব নয়। তার ঘাড়ে তখন নিপীড়ন কারী সামরিক একনায়কতন্ত্র ও দেশের মাটিতে তৈরি বিপ্লব এক সাথে ঝুলে ছিলো।তাই বঙ্গবন্ধুর তখন প্রয়োজন ছিলো একটি বৃহৎশক্তির সহায্য।
**১৯৬২ সালের অক্টোবরে সামরীকভাবে অপ্রস্তুত ভারত দখল করার উদ্দেশ্যে, ভারতীয় প্রদেশ জম্মু ও কাশ্মিরের লাদাখ অঞ্চল এবং পূর্বে হিমালয় পর্বতমালা ও তিব্বতের মালভুমিকে ক্রস করে অরুনাচলের তেজপুর পর্যন্ত দখল করে ফেলে চীন। যার ফলে চীনের সাথে খারাপ সম্পর্ক শুরু হয় ভারতের। আর ভারতের সাথে সম্পর্ক খারপ হওয়ায় কৌশলগত কারনেই পাকিস্তানের মিত্র ছিলো চীন।
**তাই বাঙ্গালীর মুক্তির জন্য চীনের কাছে সাহায্য চাওয়াটা ছিলো অত্যন্ত ভয়ের। বঙ্গবন্ধু এমন কোন ভুল করতে চাচ্ছিলেন না, যার ফলে বাঙ্গালীর যে মুক্তির স্বপ্ন তিনি দেখতেন তা কোন ভাবেই ধ্বংস হয়ে যায়।
(চলমান)
©somewhere in net ltd.