![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্রডকাস্ট জার্নালিস্ট
গ্রামে প্রায়ই একটি কথা বলা হয়-“নিজের পড়নে কাপড় নাই, অন্যরে কউ ঢাইকা চলতে”….গত কিছু দিনে বাংলাদেশে ঘটে যাওয়া কিছু ঘটনা পাশাপাশি বিশ্বের কিছু রুই মাছ, বোয়াল মাছ ধরনের দেশগুলোর আচরন এবং আজ অস্ট্রেলিয়া ও অ্যামিরিকায় দুটি অপ্রত্যাশিত ঘটনা ঘটে যাওয়ায় এই কথিত গ্রামের কথাটিই বারবার মনে পড়ছে। বাংলাদেশে এমন অনেক বার হয়েছে হরতালের মধ্যে দিয়েও ইন্টারন্যাশনাল খেলা হয়েছে। বিরোধী দলের আন্দোলন চলাকালিন সময় আইসিসি’র খেলা হয়েছে। অথচ বর্তমানে দেশে কোন রকম বিরোধী দলের মুভমেন্ট নেই, নেই পেট্রোল বোমা হামলার আশংকা তারপরও নিরাপত্তার অযুহাত!!! বাংলাদেশে এমন কোন দিন হয়নি বিশ্বের কোন ক্রিকেটারের ওপর হামলা করা হয়েছে, এমন কোন দিন হয়নি ক্রিকেটারের গাড়িতে হামলা করা হয়েছে। কিসের ভিত্তিতে তারা এ সফর বাতিল করেছে, তা শুধু তারা আর তাদের গড বলতে পারবেন। আমরা সেই পাজেল গেইম এর সমাধান করতে পারবো বলে মনে হয় না। তাদের এই আশংকার পরপরই ইতালিয় নাগরিকের খুন, মোটামোটি বলা চলে আগুনে ঘি ঢালার মত। আর তার পরেই জারি করা হয় রেড এলার্ট। বিশ্বের আরেক মাথা থেকে আইএস নামক একটি দল এ দায়িত্ব স্বীকার করলো। যদিও বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কন্ঠ মিলিয়ে ইতালির হাই কমিশনর জানান এটি আইএস এর কাজ নয়, এমন কি বিএনপিও জানায় এটি আইএস এর কাজ নয়।
যাই হোক, আজ সকালে অ্যামেরিকার একটি স্কুলে এক বালকের ছোড়া গুলিতে ১৪ জনের মৃত্যু হয়। এরপর বারাক ওবামা তার এক বিবৃতিতে জানান- “আজ কাল গুলিতে গণহারে হত্যা নৈমিত্তিক হয়ে ওঠেছে” । এছাড়াও বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় অস্ট্রেলিয়ার সিডনিতে পুলিশ সদর দপ্তরের সামনে বন্দুকধারীদের গুলিতে দুজন নিহত হয়েছেন। পুলিশের বিবৃতিতে বলা হয়, একাধিক গুলি চালানোর ঘটনা ঘটেছে। বেসামরিক একজনকে গুলি করতে দেখে পুলিশের এক কর্মকর্তা তাঁর অস্ত্র ব্যবহার করেন। এতে ঘটনাস্থলে দুজন মারা যান। এখন আমাদের তরফ থেকে কি বলা উচিত: অস্ট্রেলিয়া এবং অ্যামিরিকায় অবস্থানরত বাংলাদেশীরা নিরপদে চলাফেরা করবেন!!!
আচ্ছা রেড এলার্ট কি জারি হবে?? অস্ট্রেলিয়ার খেলোয়াররা কি নিজ দেশে নিরাপদ?? যাই হোক আমরা দোয়া করি আপনারা নিজ দেশে নিরাপদে থাকেন। আর অস্ট্রেলিয়া, অ্যামিরাকাসহ সকল মোড়ল দেশগুলোকে বলতে চাই—আগে নিজে কাপড় পড়েন, তারপর দেখেন কে উলঙ্গ অথবা কার কাপড়ের দরকার……
©somewhere in net ltd.