![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকাল ঠিক বিকেলবেলায়
আমি হারিয়ে যাই দূরন্ত কৈশোরে,
এক কিশোরী কালো চোখ আমায় খুব করে ডাকে।
কবে ঠিক কতো বৎসর পূর্বে সেই চোখে ডুবে গেছি মনে নেই।
আমার সমস্ত প্রানচঞ্চলতা থমকে গিয়েছিল কিশোরীর কালো চোখে।
এখন এই অাটপৌরে বিকেলবেলায় চোখ দুটো বেশ ভাবায়।
কি নাম ছিলো তোমার?
আমিই বা কি নাম দেবো?
জীবনের শেষসঃন্ধিতে এসে,
তোমার কালো চোখ আমার ঘুম হরণের কারন।
মানসপটে ভাসে কিশোরী কালো চোখ,
আমি কি নাম দেবো তোমার?
২৩ শে নভেম্বর, ২০১৭ রাত ২:২৯
মুহ্তাসিম তকী বলেছেন: জি
২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:০২
চাঁদগাজী বলেছেন:
হতাশার কবিতা, দেরী হয়ে গেছে
৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:৪৬
হাকিম৩ বলেছেন: ভালো কবিতা।
২৩ শে নভেম্বর, ২০১৭ রাত ২:৩১
মুহ্তাসিম তকী বলেছেন:
২৩ শে নভেম্বর, ২০১৭ রাত ২:৩৩
মুহ্তাসিম তকী বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:০০
মোটা ফ্রেমের চশমা বলেছেন: তার চোখ দুটি তাড়া করে বেড়ায়। তাইনা?