![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
From dust we have come, dust we will be..
আমি একজন ব্যাংকার,এক্স-ব্যাংকার।চাকরী সদ্য ছেড়ে দিয়েছি,কেন ছাড়লাম সেটাই এই পোস্টের প্রতিপাদ্য।
ব্যাংকার = বাটপার,ব্যাংকে ঢুকেই এক সিনিয়রের কাছে এই কথাটা শুনে কিছুটা ক্ষেপে গিয়ে বলেছিলাম,সততা নিজের কাছে।সরকারী চাকুরে ঘুষ খাননা এমনও তো হয়।শানু আপা(সিনিয়রটি)
তিক্ত হেসে বলেছিলেন,ব্যাংক ওরচে' খারাপ জায়গা;সিনিয়র/ম্যানেজার/ম্যানেজমেন্ট বলবে আর তুমি শুনবেনা তাতো হবেনা!না শুনলেই ঝামেলা পোহাবে অথবা চলে যাবে..একটু ভয় পেয়েছিলাম বটে,তবে প্রথম চাকরীর যোশে অত পাত্তা পায়নি ব্যাপারটা।সত্যিকার অর্থে প্রথম দেড় বছর সিনিয়রিটি কি জিনিস টের পেলেও তাতে কোনো অসততার কিছু পাইনি।শুধু মাঝেমাঝে সিনিয়ররা ম্যানেজারের এটা-ওটা(ক্রেডিট সেকশন বিশেষ করে)দুই নম্বরী নিয়ে কথা বলতেন,গজগজ করতেন;সবার কথা ছিলো তাকে কেন ম্যানেজার জড়াচ্ছেন!যাই হোক,তখন আমার নিজের অশান্তির কিছু ছিলোনা,মোস্ট জুনিয়র বলে কথা,দিনগুলো বড় শান্তির ছিলো।
ব্যাংক বদলালাম তিন বছর পর।ইসলাম ধর্ম সুদ নিয়ে যা বলেছে তার গূরুত্ব বুঝলে আর তাতে আমল করতে গেলে সুদী ব্যাংকে কাজ করা অসম্ভব।Qur'an বলছে-(O ye who believe! Fear Allah, and give up what remains of your demand for usury, if ye are indeed Believers. If ye do it not, take notice of war from Allah and His Messenger: but if ye turn back, ye shall have your capital sums; deal not unjustly, and ye shall not be dealt with unjustly) (Al-Baqarah 2:278-279).
আর ও বলছে-(Allah permitteth trading and forbiddeth usury) (Al-Baqarah 2:275).
তাই নামী ভাল অবস্হার non-islamic ব্যাংক ছেড়ে,promotion ছেড়ে,কম বেতনে একটু খারাপ অবস্হার ইসলামিক ব্যাংকে গেলাম,but I was Alhamdulillah satisfied mentally that I'm following my Lord's command.
যাই হোক,আমি জয়েন করার পর দেখলাম সদ্য ট্র্যাডিশনাল থেকে ইসলামী হওয়া ব্যাংকটি শনৈ: শনৈ: করে আগে বাড়ছে, অন্য ইসলামিক ব্যাংকগুলো পেছনে পড়ে গেল, আমার বেতন অনেক বেড়ে গেল,আলহামদুলিল্লাহ্ বলে শান্তিতে ছিলাম।তবে বেশীদিন এই শান্তি রইলোনা,যেদিন থেকে ইনভেস্টমেন্ট নামক ডিপার্টমেন্টে আমাকে শিফ্ট করা হলো।
আগে জানতাম investment division (ট্র্যাডিশনাল ব্যাংকিং যাকে বলে credit division) এ কাজ করা সম্মানজনক ব্যাপার,foreign exchange-এর পর ব্যাংকের সবচে বেশী মাথা খাটানোর জায়গা;কিন্তু কাজ করতে গিয়ে দেখলাম,এ বড়ই খারাপ জায়গা!দুই নাম্বারীর চূড়ান্ত আপনি এখানে করেন দেখবেন!যেমন:
১.ইসলামিক ব্যাংকিং এর নিয়ম হলো যে জিনিসের জন্যে আপনি ব্যাংকের কাছে আবেদন করছেন সে জিনিসটি(যেমন গাড়ি,দোকানের স্টক) ব্যাংক আপনাকে কিনে দিবে,কিন্তু বাস্তবে তা হয়না।ব্যাংক আপনাকে টাকা দিয়ে দিচ্ছে!প্রশ্ন করুন টাকা কিভাবে দিচ্ছে?বলছি।ধরুন আপনি মুদী দোকানদার,এস.এম.ই লোন (ইসলামিক্যালি লোন বলা যায়না)নিতে চান,আসলেন তথাকথিত ইসলামী ব্যাংক্বে,যদিও আপনি ইসলামের ধার ধারেন না।তারা আপনাকে বলবে আপনি যেসব দোকান থেকে মাল কেনেন সেরকম যেকোনো দুইটি দোকানের কোটেশন নিয়ে আসেন,যেটার খরচ কম তার থেকে বিক্রি রশীদ নিয়ে আসেন।আপনি খুব খুশীমনে নিজে লিখে/প্রিন্ট করে,ওসব দোকানের ভূয়া সীল মেরে নিয়ে আসলেন কোটেশন আর বিক্রি রশীদ।কেউ দোকান verify করবেনা!আরে ভাই,আপনি যদি খেলায় নতুন হোন তো ব্যাংক আপনারে শিখায় দিবে কি করতে হবে এরপর ওই দোকানের নামে pay order হয়।আপনি নিজে সাইন করে (দোকানের লোক হয়ে) টাকা পকেটে নিয়ে নাচতে নাচতে বাড়ী চলে যাবেন!
২.ধরেন আপনি বড়/নামী/টাকাওয়ালা পার্টি।তখন আবার service পাবেন প্রাইভেট ইসলামিক ব্যাংক্বের।কি তা?ব্যাংক নিজে সব কাগজ বানিয়ে আপনাকে কোনো কষ্ট না দিয়ে টাকাটা আপনাকে দিয়ে ধন্য হবে।আপনি জানবেনও না কোন খাতের ইসলামিক investment আপনি করলেন!
৩.আপনি যদি এম ডি/ডি এম ডি/ডিরেক্টর/শরিয়াহ্ কাউন্সিল/প্রভাবশালী লেভেলের recommendation নিয়ে আসেন তবে তো আর কথাই নাই!আমি অধম resign দেবার কিছুদিন আগে ৩০ কোটি টাকার জন্যে খোদ শরিয়াহ্ কাউন্সিল-এর একজন লোককে ব্যাংকের চেয়ারম্যানের সুপারিশে ম্যানেজারের সাথে হম্বিতম্বি করতে দেখেছি (ম্যানেজার এত টাকা হাওয়ায় ছাড়তে ভয় পাচ্ছিলেন)।
৪.আর এরপর ব্যাংকে এসে একজন ধর্মপ্রাণ মানুষ সুদ খেতে হবেনা তো,এই আশংকা ব্যক্ত করলে আমরা কর্মকর্তারা সমস্বরে(with manager )বলি,কি বলেন?!২০০% সুদ মুক্ত ব্যাংক আমাদর অমুক ইসলামী ব্যাংক!
আরো অনেক কিছুই বলা যায়,তবে সেসব non Islamic traditional ব্যাংকেও থাকে বলে বাদ দিলাম।এই অবস্হায় প্রায় দুই বছর দুইটি ব্রান্চে কাজ করে,নিজের সাথে যুদ্ধ করে হেরে গিয়ে অবশেষে চাকরী ছেড়েই দিলাম।আমি চুনোপুটি মানুষ,প্রতিবাদের এরচে' ভাল কোনো উপায় আমার আর জানা ছিলোনা।প্রশ্ন করতে পারেন কেন দুই বছর লাগালাম সিদ্ধান্ত নিতে..Well,I needed the job for the time being,উপায় ছিলোনা।May Allah forgive me for that period.
দুইটা অনুরোধ যারা ইসলামী ব্যাংকিং করেন তাদের জন্য রইলো,
১.আপনি ইসলামী অনুশাসনে চলতে না চাইলে traditional ব্যাংকে যান।নাহলে নষ্ট একটা system কে আরও নষ্ট করবেন না please.
২.আর যারা sincere সুদমুক্ত থাকার ব্যাপারে,তারা খোঁজখবর নিয়ে ব্যাংকটি কেমন সেটা আগে জেনে তারপর টাকা রাখুন।যদিও কাজটা কঠিন,তবু সতর্ক হোন।আপনারা সতর্ক,সচেতন হলেই কোনো একদিন এই ভন্ডামী শেষ হবে;মালয়েশিয়ার মতো আমরাও rich,sincere ইসলামিক ব্যাংকিং করতে পারবো ইনশাআল্লাহ।
যেসব ইসলামিক ব্যাংকগুলো এইসব ভন্ডামী করছেন তাদের কাছে প্রশ্ন রেখে শেষ করছি,কেন আপনারা traditional থেকে এই sector-এ ব্যবসায় এলেন যদি ধর্ম নিয়ে মানুষের অনুভূতিকে এভাবে খেলো করতে চান?শুধু ইসলামী নামটা ভাঙানোর জন্যে?মানুষ ঠকানোর সেই অধিকার কে দিলো আপনাদের?
২| ১৭ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:০৫
তারান্নুম বলেছেন: ধন্যবাদ।মানুষ সচেতন হলেই আমি খুশী।
৩| ১৭ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:০৭
সারোয়ার মোর্শেদ বলেছেন: বাংলাদেশে কি পুরাপুরি কোন ইসলামি ব্যাংক আছে।থাকলে জানাবেন।
৪| ১৭ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:০৭
শার্লক বলেছেন: +++
৫| ১৭ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:১২
mrof বলেছেন: onek bhalo laglo pore ,, sorasori priyote
৬| ১৭ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:১৩
নীড় ~ বলেছেন: বাংলা লেখার মাঝে হুটহাট ইংরেজি ঢুকাইলে কি লেখার ভাব বাড়ে না লেখক আংরেজী জানা বিদ্যাসাগর এটা প্রমান করা যায়!
৭| ১৭ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:১৫
নিশ্চুপ শরিফ বলেছেন: পৃথিবীর যে প্রেক্ষাপট তাতে ১০০% ইসলামী ভাবে ব্যাঙ্ক চালানো কঠিন। আপনিও জানেন কেন। তাই পৃথিবীতে এরকম ইসলামী ব্যাংক আছে বলে আমার জানা নেই যারা ১০০% ভাবে সৎভাবে পুরা ইসলামিক নিয়ম অনুযায়ী ব্যাঙ্ক চালায়। আর "ইসলাম" এই শব্দটার একটা ব্র্যান্ড ভ্যালু আছে বিশেষ করে বাংলাদেশে। তাই ব্যাঙ্ক গুলা নামে আগে ইসলামী নাম দিয়ে আর লিফলেটে পলিছিতে কিছু আরাবিক টার্ম লিখে মানুষের কাছ থেকে অনৈতিক সুবিধা আদায় করতে চায় যেটা প্রতারণা।
৮| ১৭ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:১৭
তারান্নুম বলেছেন: ধন্যবাদ সবাইকে।সারোয়ার মোর্শেদ: আমি জেনেছি ইসলামী ব্যাংক practice করে,ওখানেই account করেছি।১০০ ভাগ বলতে পারবোনা।
৯| ১৭ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:২০
তারান্নুম বলেছেন: নীড় ~ ,আমার বাংলা টাইপিং ভালনা,সরি।
১০| ১৭ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:৩৬
তারান্নুম বলেছেন: নিশ্চুপ শরিফ,কিছু লোভ ত্যাগ করলেই সম্ভব।আমার experience বলে ইসলামী নিয়ম মেনে চলা সহজ।
১১| ১৭ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:৫০
ডিগবাজি বলেছেন: আপনি একটা পিউর ইসলামী ব্যাংক খুলেন,
১২| ১৭ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:৫৮
তারান্নুম বলেছেন: ডিগবাজী,মন্তব্যের মাধ্যমে নিজেকে হালকা করার কি দরকার ভাই?
১৩| ১৭ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:০১
জাকারিয়া মুবিন বলেছেন: সত্যিকার ইসলামী ব্যাংক আছে নাকি?
১৪| ১৭ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:০১
nomano বলেছেন: চমৎকার একটি বিষয়ে লিখার জন্য ধন্যবাদ।
তবে একটি দূষিত ব্যবস্থার বিচ্ছিন্ন কোন অংশকে দূষণমুক্ত করা সম্ভব বলে আমি মনে করি না।
চাকুরী ছেড়ে দিয়ে আপনি যে কুরবানী করেছেন তার জন্য আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক।
১৫| ১৭ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:০৯
তারান্নুম বলেছেন: জাকারিয়া মুবিন,হচ্ছে ধীরেধীরে।মালয়েশিয়া অনেক ভাল করছে।সহজ,trust me,সহজ।শুধু সততা দরকার।nomano:দোয়ার জন্য ধন্যবাদ।
১৬| ১৭ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:৩৫
অবাধ্য ভ্রূকুঞ্চন বলেছেন: প্রকৃত তথ্য না জেনে কোন মন্তব্য করতে চাইনা।
আপনাকে ধন্যবাদ।
১৭| ১৭ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:৩৮
তারান্নুম বলেছেন: ধন্যবাদ।জানার চেষ্টা থাকলেই আমার কষ্ট করে বাংলা লেখা সফল।
১৮| ১৭ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:০৯
sohagamin বলেছেন: ++++++++++++++
১৯| ১৭ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:১০
তারান্নুম বলেছেন: ধন্যবাদ।
২০| ১৭ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:১১
িবদ্রহী বলেছেন: সারোয়ার মোর্শেদ বলেছেন: বাংলাদেশে কি পুরাপুরি কোন ইসলামি ব্যাংক আছে।থাকলে জানা
আমার জানা মতে ইসলামি ব্যাংক বাংলাদেশ (ওরফে ঝামাতি ব্যাংক) কিন্তু ১০০% টেরাই করে। কারন আমি নিজেই ভুক্তভোগি। আমারে তারা সিস্টেমের মধ্যে না পরার কারনে লোন দেই নাই। তবে আমার চাচা ওখানে জব করে উনার কাছে গিয়েছিলাম উনি আমাকে শান্ত করেছিলেন যে এইটা আসলে তাদের লোনের মধ্য পরেনা।
খারাপ লাগলেও ভালোকে ভালো বলতে হলো। অবশ্য পরে আমি কনভেনশনাল ব্যানকিং এ নিতে বাধ্য হইছি।
২১| ১৭ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:১৮
তারান্নুম বলেছেন: িবদ্রহী:আমিও এরকম ঘটনা ঘটতে দেখেছি বলেই বললাম।
২২| ১৭ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:১৯
তাজদীদ বলেছেন: বাংলাদেশে সত্যিকারের কোন ইসলামী ব্যাংক/বীমা/সমবায় নেই। যদিও অনেক আর্থিক প্রতিষ্ঠানে "ইসলামী শরীয়া মোতাবেক পরিচালিত" বা "ইসলামী ব্যাংকিং" ইত্যাদি লেখা হয়। কিন্তু তা নেয়ায়েত ধোকা ছাড়া কিছু না। বরং ঐ সমস্ত প্রতিষ্ঠানে 'মুনাফা'র নামে চড়া হারে সুদ দেওয়া বা আদায় করা হয়।
কেবল ব্যবসার সার্থে সাধারণ মুসলমানদের বোকা বানিয়ে তারা দেধার্সে সুদি ব্যবসা করে যাচ্ছে।
ইসলামী ব্যাংক সম্পর্কে বিস্তারিত এই পোস্টে পাবেন।
২৩| ১৭ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:২৫
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আপু, ধন্যবাদ আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য।
কিন্তু আপনার এই পোস্ট আরো অর্থবহ হতো, যদি আপনার জানা/দেখা মতে যেসব ইসলামী ব্যাংক আসলে ইসলামী ব্যাংকিং করছে না তাদের তালিকা দিয়ে দিতেন। প্রয়োজনে কিছু উদাহরণ উল্লেখ করতেন, কি কারণে সেখানে ইসলামী ব্যাংকিং হচ্ছে না।
নাহলে, সাধারণ মানুষের মধ্যে সব ইসলামী ব্যাংক সম্পর্কেই খারাপ ধারণা জন্মে যাবে। এই যুক্তিতে হালকা ঈমানদাররা হয়ত সুদি ব্যাংক ব্যবস্থার দিকে ঝুকে যাবে।
সুতরাং, আপনি আপনার পোস্ট এডিট করে আরো বিস্তারিত লিখুন, যাতে মানুষ সত্যিকার অর্থে উপকৃত হয়। জাজাকাল্লাহ খায়র...
২৪| ১৭ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:২৯
কাঙ্গাল মুরশিদ বলেছেন: অনেক দিন আগে কোন এক জুমার খুতবায় শুনেছিলাম - 'ইসলাম অর্থ হচ্ছে খরচ আর ব্যাংক অর্থ হচ্ছে জমা, তাহলে ইসলামী ব্যাংক কিভাবে হয়?'
এই পোস্ট পড়ে কথাটা আবারও মনে পড়ল।
২৫| ১৭ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:২৯
িবদ্রহী বলেছেন: মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আপু, ধন্যবাদ আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য।
কিন্তু আপনার এই পোস্ট আরো অর্থবহ হতো, যদি আপনার জানা/দেখা মতে যেসব ইসলামী ব্যাংক আসলে ইসলামী ব্যাংকিং করছে না তাদের তালিকা দিয়ে দিতেন। প্রয়োজনে কিছু উদাহরণ উল্লেখ করতেন, কি কারণে সেখানে ইসলামী ব্যাংকিং হচ্ছে না।
নাহলে, সাধারণ মানুষের মধ্যে সব ইসলামী ব্যাংক সম্পর্কেই খারাপ ধারণা জন্মে যাবে। এই যুক্তিতে হালকা ঈমানদাররা হয়ত সুদি ব্যাংক ব্যবস্থার দিকে ঝুকে যাবে।
সুতরাং, আপনি আপনার পোস্ট এডিট করে আরো বিস্তারিত লিখুন, যাতে মানুষ সত্যিকার অর্থে উপকৃত হয়। জাজাকাল্লাহ খায়র...
২৬| ১৭ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:৪৮
তারান্নুম বলেছেন: মুহাম্মদ জহিরুল ইসলাম,ধন্যবাদ।আমি একটি ইসলামী ব্যাংকেই কাজ করেছি।so I cant talk about others.IBBL(Islami Bank Bangladesh Ltd) ভাল কাজ করে বলে জানি(জামাতের ব্যাংক বলে তাকে আমি বাদ দিয়ে narrow mentality-র পরিচয় দিবোনা।)আর তাজদীদ:আওয়ামী লীগের ব্যাংকটিই আমার X ভন্ড ব্যাংক,সুতরাং আপাতত: IBBL ছাড়া উপায় দেখছিনা।
২৭| ১৭ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:৫৫
তারান্নুম বলেছেন: তাজদীদ:আপনার লিংকটি সুদ এবং মুনাফা গুলিয়ে ফেলছে।মুনাফার % টাকার অঙ্কে না বললে কোনো সমস্যা নেই।ইসলামী ব্যাংকিং না থাকলে আমার মতো লোকজন টাকা কোথায় রাখবে?So we have to develop what we have,reform them,we cant quit.
২৮| ১৭ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:১৭
তারান্নুম বলেছেন: মুহাম্মদ জহিরুল ইসলাম,আমি পোস্টে ওই ব্যাংক কিভাবে ইসলামী মতে চলছেনা তা বলেছি।বাকীদের কথা কলিগদের কাছে শোনা,প্র্যাকটিস নিয়ে বেশীরভাগ ব্যাংক মাথা ঘামায়না সেটা ব্যাংকে কাজ করার সুবাদে জানা।কিন্তু নাম বললে আইনগত কোনো সহায়তা আমি পাব না।জাজাকাল্লাহ্।
২৯| ১৮ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১০:৩৬
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আপনি যেহেতু আর ওই ব্যাংকে কর্মরত নন, একজন সাধারণ নাগরিক হিসেবে সেই ব্যাংকের নাম উল্লেখ করতেই পারেন, অন্যান্য মানুষের উপকারের নিয়্যতে। এতে আপনি অনেক মানুষকে ধোকা থেকে বাচতে সাহায্য করতে পারবেন।
কারো মন্তব্যের উত্তর দেয়ার জন্য ঐ মন্তব্যের উপরের বারে মাউস নিলে রিপ্লাই দেয়ার অপশন পাবেন, সেখান থেকেই মন্তব্যের উত্তর দিন।
১৮ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১১:৩১
তারান্নুম বলেছেন: author wrote: Excuse my Bangla typing,hope you wont mind english answer.Thanks for your reply tips,it helped.And I think you will get my X-bank's name from my comments.Its an AWAMI LEAGUE bank.Thank you.
৩০| ১৮ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১১:০৩
ডিগবাজি বলেছেন: তারান্নুম বলেছেন: ডিগবাজী,মন্তব্যের মাধ্যমে নিজেকে হালকা করার কি দরকার ভাই?
যেখানে কূটকৌশলের মাধ্যমে ২+২=৫ প্রমান করা যায় সেখানে একটি ধারনা( পদ্ধতি, মতবাদ ) ১০০ ভাগ হচ্ছে এটা বলা কঠিন ।
সেক্ষেত্রেও আপনি বলতে পারেন না সবাই ইসলাম নিয়ে ব্যাবসা করছে।
অনেক এক্সাম নিরিক্ষক গণিতের উত্তর ভুল হলেও পদ্ধতি ঠিক থাকলে মার্ক দিয়ে থাকে। তাই আপনি এক জনের কিম্বা অনেকের ভুল দেখে নিজে সঠিক করার প্রচেষ্টা থেকে পিছিয়ে আসতে পারেন না।
আমি বলতে চাচ্ছি কেউ নিয়তই করেছে ইসলাম কে পণ্য বানাবে আবার কেঊ নিয়ত করেছে প্রচলিত পণ্য কে ইসলামিক করার(ইসলামিক পথে পরিচালনা করার) এখানে সদিচ্ছা পোষণকারী ব্যাক্তি কিম্বা প্রতিষ্টানের ত্রুটি হয়ে যেতে পারে কিন্তু কিন্তু সেই ত্রুটি অন্যায় হবে যখন সে ইচ্ছাকৃত ভাবে ত্রুটিপুর্ন পথেই ব্যাবসা চালানো কে স্বাভাবিক মনে করে।
আসলে ইসলাম কল্যাণের ধর্ম এর অর্থনীতি বলি আর সমাজনীতি সবই সরাসরি কিম্বা পরোক্ষ ভাবে মানব সমাজের সকল সদস্যের কল্যাণ কে নিশ্চিত করতে চায়। ( আপনি অবশ্যই আমার চেয়ে ভাল জানেন) সুদ আসলে নিষিদ্ধ হয়েছিল মহাজনী সুদের হাত থেকে মানুষকে বাচাবার জন্য আধুনিক কল্যাণ রাষ্ট্রের এই ব্যাঙ্কিং ধারনা রাসুল (সঃ) এর দেখে যাবার সুযোগ হয়নি। (সাধারন মানুষ হিসেবে আক্ষরিক অর্থে) কতিপয় মুসলিম স্কলার ব্যাংকের সুদ কে রিবা হিসেবে মনে করেননা কারন ব্যাংক অনেক ক্ষেত্রে কল্যাণ বয়ে এনেছে। তবুও সুদ কে ছাড় দেবার কোন সুযোগ ইসলামে নেই সুদি ব্যাঙ্কিং সিস্টেমের কারনেই শেয়ার বাজার অনেক মানুষের নরক যন্ত্রনা সহজে টেনে এনেছে এবং এর মাধ্যমেই আমেরিকাতে হাউজিং ব্যাবসায় ধ্বস নেমেছে অর্থনৈতিক মন্দা এসেছে, বাংলাদেশেও আমার আপনার মত মানুষের পকেটের টাকা ধনীদের হাতে চলে যাচ্ছে এই অনইসলামিক ব্যাংক ব্যাবস্থার কারনে ( এবিষয়ে বলতে গেলে বিরাট পোষ্ট হয়ে যাবে, হলমার্কের মত ব্যবসায়িরা ব্যাঙ্ক থেকে হাজার কোটি টাকা নিয়ে প্রথমেই কি করে জানেন জমি কেনে, বাজারে পণ্য সরবরাহ বাড়ান যায় কিন্তু জমিতো বাড়েনা কিন্তু জমির চাহিদা প্রতিদিন ই বাড়ে কিন্তু ব্যাবসায়ি রা ব্যাংক থেকে হাজার কোটী টাকা নিয়ে জমির মজুতদারি করে দাম অস্বাভাবিক ভাবে বাড়িয়ে দিয়ে আমাদের পকেট থেকে টাকা হাতিয়ে নিচ্ছে।
আমি বলতে পারি বাংলাদেশে অন্তত একটি ব্যাংক আছে যারা ইচ্ছাকৃত ভাবে পুঁজিপতিদের হাতে এই হাতিয়ার তুলে দেয়না, যদি কিছু ঘটে যায় সেটা একান্তই অনিচ্ছাকৃত।
সেটা ইসলামি ব্যাংক, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি , আমি ছয় বছর ইসলামী ব্যাংকে চাকরি করি কিন্তু ম্যানেজমেন্টকে কোনদিন যেনতেন ভাবে লাভকরার কথা বলতে শুনিনি, একটা উদাহরণ দেই বিগত কয়েক বছরে যখন শেয়ার বাজার থেকে বিভিন্ন ব্যাংক বাংলাদেশ ব্যাংকের নীতিমালা ভেঙ্গে সীমা অতিক্রম করে বিনিয়োগ করে বিরাট লাভ করে শেয়ার বাজারিদের উচ্ছনে যাওয়া কে ত্বরান্বিত করেছে তখন শেয়ার বাজারে ইসলামী ব্যাংক এক টাকা ও এখাতে বিনিয়োগ করেনি। কারন বিনিয়োগের সঠিক ইসলামিক পথ বের যায়নি।
সুতরাং তাদের চেষ্টা কে আপনি ভন্ডামি বলতে পারেন না, তবে বাজারে ভন্ডের কোন অভাব নাই।
১৮ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১১:২৪
তারান্নুম বলেছেন: আপনি আমার মন্তব্য আর post দুটোই পড়ুন,আমি সবাইকে খারাপ বলিনি।আমার নিজের account এখন ইসলামী ব্যাংকে,এও বলেছি।Cause I still trust that they are good,this much I know.And I would be really happy if I find other islami banks are doing halal business.Ma'assalam.
৩১| ১৮ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৩৮
ডিগবাজি বলেছেন: কিন্তু ভাই আপনি বললেন ভাল কথা কিন্তু অন্য ধর্মের সাম্প্রদায়িক কীট রা আপনার সমালচনা কে ইসলামকে খাটো করার হাতিয়ার বানিয়ে নেয়, ইসলামের শত্রুদের অনইসলামিক কাজ দ্বারা তারা ইসলামকেই ঘায়েল করে।
১৮ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৫১
তারান্নুম বলেছেন: তাই কি?Let them be.কিন্তু তার ভয়ে মুসলিমদের মাঝে যা খারাপ সেটা বলা তো বন্ধ করা যাবেনা।
৩২| ১৮ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৫১
কালা মনের ধলা মানুষ বলেছেন: আলহামদুলিল্লাহ। আপনার পোস্ট পরে শান্তি পেলাম। ব্যাঙ্কে বর্তমান স্যালারীর প্রায় ডাবল স্যালারীর অফার পেয়েও জয়েন করিনি। আমি ভাবছিলাম, নিশ্চই আল্লাহ আমাকে পরীক্ষা করছেন। কারন, যখন ট্রাই করেছি, তখন হোল না, কিন্তু যখন অন্য সেক্টরে জয়েন করে ফেলেছি, তখন ব্যাঙ্ক আমাকে ডাকল।
সিদ্ধান্ত নিতে খুব কষ্ট হয়েছে। সারা পৃথিবী একদিকে ছিল, আর আমি আর আমার পরিবার ছিলাম একদিকে।
যাক, আল্লাহ আমাদের হালাল রিজিকের ব্যাবস্থা করে দিক সব সময়। আমিন।
১৮ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৫৩
তারান্নুম বলেছেন: আল্লাহ আমাদের হালাল রিজিকের ব্যাবস্থা করে দিক সব সময়। আমিন।
৩৩| ৩১ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:২৫
মনিরুল ইসলাম বাবু বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৭ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:০২
অপর্না হালদার বলেছেন: ১০০% ইসলামী ।
ধন্যবাদ । ভালো লেখেছেন ।