নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার যত ভুল-ভাল কিছু কথা

তার ছিড়া আমি

আমার ''তার'' সত্যিই ছিড়া, বন্ধুরা কিছু মনে করবেন না...

তার ছিড়া আমি › বিস্তারিত পোস্টঃ

কওমি মাদ্রাসায় গ্রেনেড ?

০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:০৭

জামিয়াতুল উলুম মাদরাসায় অগ্নিকাণ্ড হয়েছে, দাবি কর্তৃপক্ষের ණ

চট্টগাম নগরীর লালখান বাজারের জামিয়াতুল উলুম মাদরাসায়

বিস্ফোরণের ঘটনায় ব্যাখ্যা দিয়েছে মাদরাসা কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ

দাবি করছে, মাদরাসার ছাত্রাবাসের একটি কক্ষে আইপিএস

বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে কক্ষটিতে থাকা সব মালামাল

সম্পূর্ণভাবে ভস্মিভূত হয়ে যায়। সোমবার রাতে মাদারাসার দফতর

সচিব মুহাম্মদ মুনির হোসেনের পাঠানো এক বিবৃতিতে কর্তৃপক্ষ এ দাবি করে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে দারুল ইফতা বিভাগের তৃতীয় তলার

একটি কক্ষে বিস্ফোরণ ঘটে। এতে ওই কক্ষে থাকা মাদরাসার পাঁচ

শিক্ষার্থী আহত হয়। এ ঘটনায় এ পর্যন্ত চারজনকে আটক

করেছে পুলিশ। বিস্ফোরণের ঘটনায় মাদ্রাসায় অভিযান চালাচ্ছে পুলিশ।

সোমবার সাড়ে ছয়টা থেকে সেখানে এ অভিযান চলছে।

বিবৃতিতে বলা হয়, “আজ সকাল ১০টার দিকে চট্টগ্রামের ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়াতুল উলুম আল

ইসলামীয়া মাদরাসার ছাত্রাবাসের একটি কক্ষে আইপিএস বিষ্ফোরিত

হয়ে আগুন ধওে যায়। এতে কক্ষটিতে থাকা সব মালামাল

সম্পূর্ণভাবে ভস্মিভূত হয়ে যায়। প্রাথমিকভাবে মাদরাসার

ছাত্রশিক্ষকগণ আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরবর্তী সময়ে ফায়ার

ব্রিগেডের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার পরপরই স্থানীয় যুবলীগ নেতা চিহ্নিত সন্ত্রাসী দিদারুল আলম মাসুমের

নেতৃত্বে মাদরাসায় বোমা বিস্ফোরণ হয়েছে বলে মিছিল বের করে।

পরবর্তী সময়ে প্রশাসনের পক্ষ থেকে পুলিশের বিশেষ টিম

কক্ষটি অনুসন্ধান চালিয়ে তেমন কিছুই উদঘাটন করতেপারেনি। দুপুর

পর্যন্ত দেশের বিভিন্ন গনমাধ্যমের রিপোর্টাররা উপস্থিত ছিলেন।

তারা মাদরাসা কতৃপক্ষের সাথে কথা বলেছেন এবং সরেজমিন পরিদর্শন করেছেন। তখনো পর্যন্ত বোমা বা এ জাতীয় কোনোকিছুর

আবিস্কার করতে পারেনি।”

বিবৃতিতে বলা হয়, “এরপর মাদরাসার

সম্পত্তি গ্রাসে লোভী একটি মহল ও উপরোক্ত সন্ত্রাসী চক্র

মিলে প্রশাসনের সহযোগিতায় গ্রেনেড পাওয়া গেছে বলে প্রচার শুরু

করে। অথচ সেখানে দেশের সকল মিডিয়া প্রতিনিধিবর্গ উপস্থিত ছিল। তাদের প্রস্থানের পর বিকেলের দিকে এ জাতীয় নাটক

সাজিয়ে মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

আমরা জানতে পেরেছি, যে, উক্ত সন্ত্রাসী মাসুমই গ্রেনেড সরবরাহ

করে পুলিশকে দিয়ে মামলা সাজানোর প্রচেষ্টা চালাচ্ছে। গ্রেনেডের

খবর প্রচারিত হওয়ার পর এলাকায় ছাত্রলীগ-যুবলীগের আনন্দ উল্লাসই

প্রমাণ করে এটি তাদের দীর্ঘদিনের ষড়যন্ত্রের বাস্তবায়ন।” বিবৃতিতে বলা হয়, “মাদরাসাটি ইসলামের পক্ষে সবসময় সোচ্চার

ভূমিকা গ্রহণ করায় ইসলামবিদ্বেষী মহলের টার্গেটে পরিণত হয়েছে।

ইতিপূর্বেও মাদরাসার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালানো হয়েছিল।

প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময়ে বারার অনুসন্ধান

তল্লাশী ইত্যাদি চালিয়ে এসব অপপ্রচারের কোনো ভিত্তিই

খুঁজে পাওয়া যায়নি।” বিবৃতিতে বলা হয়, “মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক একজন

আন্তর্জাতিক খ্যতিসম্পন্ন আলেমে দ্বীন, দেশের শীর্ষ পর্যায়ের

রাজনীতিবিদ আললামা মুফতি ইজহারুল ইসলামের দেশ, জাতি ও

ইসলামের পক্ষে আপসহীন ভূমিকা যাদের গাত্রদাহের কারণ, তারাই এ

ধরনের একটি নিছক দুর্ঘটনাকে কেন্দ্র

করে ঘোলাপানিতে মাছশিকারে ব্যস্ত হয়ে পড়েছে। আমরা প্রতিষ্ঠানের সব ছাত্রশিক্ষক ও শুভাকাঙ্খীর পক্ষ থেকে এ

অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।” —Voice of Qawmi Madrasa : কওমী মাদ্রাসার কন্ঠস্বর







Options for this story

রেশমা নাটকের কথা মনে আছে?

মনে না থাকারই কথা!

আমরাতো আবার সবকিছুই

তাড়াতাড়ি ভূলে যাই!

গত ঈদুল ফিতর উপলক্ষে রেশমা

নাটক মুক্তি পেয়ে দর্শকদের

মধ্যে বেশ সাড়া জাগিয়েছিল।

কিন্তু ঐ বিদেশী মিডিয়াগুলো

নাটকের বারোঠা বাজিয়ে দিছিল।

এবার দেখা যাক ঈদুল আযহা

উপলক্ষে যে নাটকটা মুক্তি পেল।

তা কতদিন জনপ্রিয়তা ধরে

রাখতে পারে।

তবে রেশমা নাটক থেকে

লালখানের নাটকটা কিছুটা

অগুছালো ও অসুন্দর

মনে হচ্ছে।

আর নাটকের কাহীনি ও

চরিত্রটা ও কেন জানি

অসামাজিক মনে হচ্ছে।

তবে নির্মাতাদের ধন্যবাদ জানাই এত অল্প সময়ের মধ্যে একটা নাটক উপহার দেওয়ার জন্য।

আর সতর্ক করছি যে,শেষ পর্যন্ত এই নাটকটা যেন ফ্লপ না হয়।

নইলে কিন্তু দর্শক নির্মাতাদেরকে আজীবনের জন্য প্রত্যাখ্যান করবে।

আর হ্যাঁ!

মাহমুদুর রহমান,আদিলুর রহমান,দিগন্ত টিভিকে বলছি,

"কিপ সাইলেন্ট"!

আর ও একটা সুযোগ দাও..…

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:১৭

এম আর ইকবাল বলেছেন: আহতদের কাছে মেডিক্যাল কলেজ হাসপাতালে না নিয়ে জামাতিদের পরিচালিত দূরের হাসপাতালে নেওয়া হলো কেন ?

জনগণকে কি সব ভেড়া বলে মনে হয় ।

২| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২২

বশর সিদ্দিকী বলেছেন: এটা জাতির নাতির মাদ্রাসার ছাত্র কমানোর আন্দোলন শুরু করার প্রথম পর্যায়। সামনে আরো অনেক নাটক অপেক্ষা করছে খালি দেখে যান।

০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৯

তার ছিড়া আমি বলেছেন: ঠিক বলেছেন ভাই।

৩| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ৬ টার আগে পুলিশ কি করছিল ? ৮ ঘন্টা পর নাটক হল কেন!

০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৮

তার ছিড়া আমি বলেছেন: বুঝেনইতো, নাটক সাজাতে কিছু সময় তো লাগবেই হে হে হে....

৪| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩০

প্রভাষ প্রদৌত বলেছেন: ওহে ছাগু ব্যাটারি বিস্ফোরণে কি জানালা উড়ে যায় ?????????? মানুষকে কি ভোদাই মনে কর ??????????

০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৬

তার ছিড়া আমি বলেছেন: বুঝেনইতো, নাটক সাজাতে কিছু সময় তো লাগবেই হে হে হে....

৫| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪২

তার ছিড়া আমি বলেছেন: ইকবাল ভাই,
১। কওমি মাদ্রাসাকে জামাতিদের সাথে গুলিয়ে ফেলবেন না প্লিজ।
২। একটু ঠাণ্ডা মাথায় ভেবে দেখুন যে, আপনার আপন ভাই যদি মারাত্মক ভাবে আহত হয়, তাহলে আপনি তার উন্নত চিকিৎসার জন্যে কি করতেন ?


আমার মনে হয় আপনি সরাসরি ঢাকায় চলে যেতেন, কি বলেন ভাই ?

৬| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০০

রাজ্জাক রাজ বলেছেন:
এটা জুতার
নাতির মাদ্রাসার
ছাত্র কমানোর
আন্দোলন শুরু করার
প্রথম পর্যায়।
দেখা যাক শেষ টা কি হয়?
Typed with Panini Keypad

৭| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৯

রাজ্জাক রাজ বলেছেন: আমার জন্মের পর থেকে হেফাজতের নাম গন্ধও শুনি নাই। যখন শুনলাম এরা এন্টি আওয়ামিলীগ তখনই জনপ্রিয়তা বাড়তে শুরু করল আর তখনই জঙ্গিবাদ যুদ্ধাপরাধীর উপাধি পেল। এখন আমার কথা হলো এই হেফাজতিরা তো আগেও ছিলো এরা তো সৌদি বা ইরাক থেকে উরে আসে নাই। তখন তারা ভাল ছিলো কারণ আওয়ামিলীগ এর বিরোধিতা করে নাই এখন ঘুঘু খাইছে ধরা । তাহলে কি বুঝলেন ?। আওয়ামিলীগ করবেন মুক্তিযুদ্ধা হবেন এন্টিবাল হইলে কাম সারছে আজ নাহয় কাল নাহয় 40 বছর পর আপনি গ্রেনেড ম্যান অর যুদ্ধাপরাধী হবেন ।

Typed with Panini Keypad

৮| ০৯ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:২১

হ্যারিয়ার-৩ বলেছেন:
সেখানে পলিটেকনিকের একজন বহিরাগত কেন ছিল তার কোন জবাব নেই।
আহতরা ৫ কিলোমিটার দুরের ছোট ক্লিনিকে গোপনে চিকিৎসা নিচ্ছিল কেন?

ইউপিএস এ বড়জোর শর্টসার্কিট বা ধোঁয়া হতে পারে, জানালা ঊড়ে যেতে পারেনা!

৯| ০৯ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:২৮

একাকী বাংলাদেশি বলেছেন: আলীগ এর শেষ চাল হলো জঙ্গী আর সাম্প্রদায়িক দাঙ্গার চাল, যেমন নাকি বুশের চাল ছিলো আল কায়েদা। বাল সম্প্রদায় তোমরা হাম্বাই থেকে যাবা জন গন-রে এত ভোদাই মনে করলে। সাহশ থাকলে গনভবন ছেড়ে রাস্তায় নামতে বলো। তারপরে দেখো কি হয়।

১০| ০৯ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:১৩

প্রভাষ প্রদৌত বলেছেন: @একাকী বাংলাদেশি , তোমাদের তারেক চোরা কি পাঁচ বছর ধরে চুরি নাকরে না খেয়েএ আছে ??????????? তরেক চোরারে চুরি করার সুযোগ দিতে কি আমাদের বি.এন.পি কে ভোট দিতে হবে ?

১১| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৩

উদাসী স্বপ্ন বলেছেন: বুঝলাম হেফাজতীরা সাচ্চা মাসলম্যান, কিন্তু জানালা উড়লো কেমনে সেইটার কুনো উত্তর দিতেছে না।


অথচ পুলিশ এতক্ষন পর বোমা পাইছে তার যুক্তিও দেয়া হইছে! বুঝলাম না, হেফাজতীরা কইলে কোরান হাদীস আর আমরা কইলে নাস্তিক!


তো এখন হেফাজতীগো নবী রাসুল ঘুসনা দিলেই তো হইয়া যায়

১২| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৫

উদাসী স্বপ্ন বলেছেন: আর বিএনপির কিছু ৫ পাশ আছে এরা কিছু হইলেই ফাল পারে। বুঝে না যে সব জায়গায় ফাল পারতে নাই। ৫০০ বোমার কলংক আর জামাতীগো লগে বাসর রাইত করনের কুফল বুঝে নাই দেইখাই তো সিলেটে জামাতীরা বিএনপির লগে এনাল করলো আর বেচারা দাতে খিল লাগাইয়া হাইসা কইলো,"আমরা আমরাই তো!"

হায়রে নপুংসক দল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.