নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার যত ভুল-ভাল কিছু কথা

তার ছিড়া আমি

আমার ''তার'' সত্যিই ছিড়া, বন্ধুরা কিছু মনে করবেন না...

তার ছিড়া আমি › বিস্তারিত পোস্টঃ

শবে ক্বদর

২৬ শে জুলাই, ২০১৪ রাত ১২:০৫

শবে ক্বদর
আজ পবিত্র শবে ক্বদর, যা হাজার মাস হতেও উত্তম, এ রাত্রে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন অবতির্ন করেছেন, আল্লাহ ফেরেস্তাদের মাধ্যমে কে কি করছে/ চাচ্ছে তা দেখেন এবং মন্জুর করে নেন। এ অবস্থা ফজর পর্যন্ত চলতে থাকে।
অতএব,
চলুন যত বেশি নামায, কুরআন তেলাওয়াত, দান ও দুআ করা যায় আমরা করে ফেলি, যত করবো তত লাভ। লসের কোন সম্ভাবনা নেই।
হাদিসের ভাষায়- এই রজনীতে যে তার গোনাহ মাফ করাতে পারলো না সে হতভাগা।
তাই আপনাদেরকে আমি এতটুকু বলবো যে, এদিক ওদিক ঘোরা-ফেরা না করে, অযথা বন্ধুদের সাথে আড্ডা না দিয়ে যারা কুরআন শরীফ পড়তে পারি আসুন একটু পড়ে ফেলি-

সূরা- ক্বদর


সূরা- আলাক্ব


সূরা-ত্বীন


সূরা- আলামনাশরাহ


আজ এ পর্যন্ত থাক।
আর যারা আরবী দেখে দেখে পড়তে পারেন না, তারা বেশি বেশি নামায পড়ুন। কাজে লাগবে, মন ভাল হবে।
প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী মন খুলে দান করুন, আল্লাহ বরকত দেবে নিঃেসন্দেহে।
সর্বশেষ মন খুলে প্রান খুলে কায়মনোবাক্যে আল্লাহর কাছে দুআ করুন, এ রাত্রে নিশ্চিত আল্লাহ দুআ কবুল করবেন।
ভাল যা খুশি তাই চেয়ে নিন আল্লাহর কাছ থেকে। আপনাদের দুআয় আমাকে শরিক করেন
হে আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও।
সবাইকে কুরআন- হাদিস জানার ও মানার তাওফিক দাও।
আমীন, আমীন, আমীন।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০১৪ রাত ১:২৪

মুদ্‌দাকির বলেছেন:

অতি উত্তম চেষ্টা !!

আসসালামুয়ালাইকুম !!

২| ২৬ শে জুলাই, ২০১৪ রাত ১:৫৬

কষ্টবিলাসী বলেছেন: Who told you tonight is shab-e-qadr?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.