নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার যত ভুল-ভাল কিছু কথা

তার ছিড়া আমি

আমার ''তার'' সত্যিই ছিড়া, বন্ধুরা কিছু মনে করবেন না...

তার ছিড়া আমি › বিস্তারিত পোস্টঃ

ইসলামকে জড়ানো হয়েছে

১৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:১৭

ইসলাম কখনই এই অমানবিক কাজকে সমর্থন করেনি, করবেও না। পাকিস্তানে স্কুলে যা ঘটেছে তাতে নিন্দা জানানোর মত কোন ভাষা আমার মাথায় আসছে না। এ ধরনের অমানবিক কাজকে ইসলাম সর্বদা ঘৃণা করে। কখনোই সমর্থন করে না।
.
.
.
আমি অত্যান্ত মর্মাহত যে এই হত্যার সঙ্গে ইসলামকে জড়ানো হয়েছে। এটা খুবই খারাপ। ইসলাম কি এটা শেখায়? কশ্চিনকালেও না।
কোন গোষ্ঠি যদি এমন অমানবিক কাজ করে, আর তাদের উপর ইসলামের লেবাস পরিয়ে মিডিয়ায় প্রচার করা হয়, তাহলে বুঝতে হবে ইসলামকে কলঙ্কিত করার সূক্ষ ষড়যন্ত্র কাজ করছে।
কোন কোন গোষ্ঠি আবার সিন্ডিকেট নিউজ করে পুরো ইসলাম আর তার পবিত্র জিহাদকে কলঙ্কিত করার নমুনা হিসেবে পেশ করেছে উল্লেখীত ঘটনা। এটাও নিন্দাজনক।
ঘটনার উল্টা পিঠে দেখতে হবে যারা উগ্রতা ছড়ায়.এবং শান্তির নামে সামরিক আগ্রাসন চালিয়ে একের পর এক উগ্র গোষ্ঠি তৈরী করে, তাদের বিরুদ্ধে কেউ কোন কথা বলে না, মিডিয়ায়ও ফোকাস করে না। মূলতঃ এদের কারণেই এই উগ্র গোষ্ঠি সৃষ্টি হয়েছে। তারা ওদের অনেকের বুক খালি করেছে আর এর প্রতিশোধে যখন কেউ নৃশংস কাজ করছে তখন তাদেরকে ইসলামিক জঙ্গি বলে ইসলামের বিরুদ্ধে জনমত তৈরী করছে।

বর্তমান দুনিয়ায় এটাই ঘটছে।

আল্লাহ রহম করো।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২৯

নিলু বলেছেন: জ্বিহাদ কখন হয় এবং জ্বিহাদ কাকে বলে তাইতো ভুলে গেছি

১৮ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:০২

তার ছিড়া আমি বলেছেন: আমার মরহুম পিতা ১৯৭১ সালে পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন, সেটাও জিহাদ ছিল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.