নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার যত ভুল-ভাল কিছু কথা

তার ছিড়া আমি

আমার ''তার'' সত্যিই ছিড়া, বন্ধুরা কিছু মনে করবেন না...

তার ছিড়া আমি › বিস্তারিত পোস্টঃ

প্যারিসে হামলা ধর্মীয় নয়, রাজনৈতিক

১৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:৪৫

প্যারিসে যে হামলা হয়েছে সেটা ধর্মীয় নয়, রাজনৈতিক। এটা খ্রিস্টানের বিরুদ্ধে ইসলামের হামলা নয়, ফ্রান্সের বিরুদ্ধে আইএস এর হামলা। পশ্চিমাদের বিরুদ্ধে ইরাক, সিরিয়া, লিবিয়ার ভুক্তভোগীদের হামলা। ফ্রান্স যদি আজ ইরাক, সিরিয়া, লিবিয়ায় হামলা না চালাত তাহলে আইএসও তাদের দেশেও এমন হামলা চালাত না। কৈ আইএস তো ব্রাজিল, আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকায় হামলায় চালায়নি। এরাও তো খ্রিস্টান দেশ, কৈ সেখানে তো হামলা হয়নি। হয়নি কারণ তারা আফগানিস্থান, ইরাক, সিরিয়া, লিবিয়ায় হামলা চালায়নি। তারা দেশগুলোতে হামলা চালিয়ে ধংস করেনি, সেই সব দেশে লাখ লাখ মানুষকে লাশ বানায়নি। যদিও অনেক উস্কানি দাতা এটাকে ইসলামিক হামলা তথা ইসলামের হামলা হিসেবে প্রতিষ্ঠা করতে চাচ্ছে, কিন্তু দুইজন প্রত্যক্ষদর্শীর বর্ণনা শুনলে আপনার ধারণা পাল্টাবে। * কনসার্ট স্থলে থাকা এক প্রত্যক্ষদর্শী বলেন, হামলাকারীদের একজনকে তিনি বলতে শুনেছেন সিরিয়ায় সামরিক হস্তক্ষেপ করায় ফ্রান্সকে এই শাস্তি পেতে হলো। * পিয়েরে জানাসজ্যাক নামের ওই ব্যক্তি বলেন, ‘আমি পরিস্কার শুনেছি তারা বলছে এটি তোমাদের প্রেসিডেন্টের ভুল, সিরিয়ায় হামলা চালিয়ে সে ভুল করেছে। তারা ইরাকের কথাও বলেছে।’ তোমরা ওদের দেশে আগে হামলা চালিয়েছ, তার প্রতিক্রিয়া তোমরা এখন ভোগ করতেছ। প্লিজ এখানে ইসলামকে টানবেন না, এটা তোমাদের রাজনৈতিক খেলা। প্রত্যেক আগ্রাসনই ভুক্তভোগী মানুষের মনে ক্ষোভ জন্ম দেয়, সেখান থেকে হয় এমন বিদ্ধংসী প্রতিক্রিয়া। আচ্ছা, * পাকিস্তান যদি ইন্ডিয়ায় হামলা চালায়, ইন্ডিয়া কি তার প্রতিক্রিয়া দেখাবে না? * ইন্ডিয়া যদি চীনে হামলা চালায়, চীন কি তার প্রতিক্রিয়া দেখাবে না? * ফিলিস্তিন যদি ইজরাইলে হামলা চালায়, ইজরাইল কি তার প্রতিক্রিয়া দেখাবে না? * আমেরিকা যদি রাশিয়া হামলা চালায়, রাশিয়া কি তার প্রতিক্রিয়া দেখাবে না? * তাহলে তোমরা কিভাবে ভাবছ, আফগানিস্তান, পাকিস্তান, ইরাক, সিরিয়া, লিবিয়ায় হামলা চালিয়ে সেসব দেশের জনগণ থেকে কোন প্রতিক্রিয়া পাবে না। - রক্ত মাংস শুধু তোমাদের আছে, ওদের কি নেই?? - জীবন কি খালি তোমাদেরটা মূল্যবান, ওদেরটা কি নয়?? - সুখ, শান্তিতে পরিবার নিয়ে বসবাস করার খালি অধিকার কি তোমাদের আছে, ওদের কি নেই? - স্বপ্ন কি খালি তোমাদেরই দেখার আধিকার আছে, ওদের কি নেই? তাহলে কেনো অন্যদের দেশে আগ্রাসন চালিয়ে নিজ দেশে এমন হামলার উস্কানি দাও? তবে আমি বঙ্গমিত্র কোন প্রকার হামলার বিরোধী। আমি যেমন সমর্থন করি না আফগানিস্তান, পাকিস্তান, ইরাক, সিরিয়া, লিবার উপর আগ্রাসনের, ঠিক তেমনিই সমর্থন করি না আমেরিকার, ফ্রান্স কিংবা জার্মানির উপর। কারণ এখানে কারোর লাভ হয় না, লাভ হয় অস্ত্র আর তেল ব্যবসায়ীদের। মাঝখানে বলি হয়ে লাখো নিরাপরাধ সাধারণ মানুষ, হত্যা হয় মানবতার। যুদ্ধের নয়, মানবতারই জয় হোক। আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুক, পৃথিবীতে শান্তিতে বসবাসের তৌফিক দান করুক। আমিন

ফেসবুক থেকে facebook link

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:০০

আমি মিন্টু বলেছেন: বুঝে দেখতে হবে আসলে এসব ঘটনাগুলো মূল উদ্ধেশ্য কি । এবং কারা কারা এসব ঘটনায় জরিত ।

২| ১৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:০৬

হামিদ আহসান বলেছেন: রাজনৈতিকই বটে...।

৩| ১৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:১৪

৮৩১আবীর১৯৮৩ বলেছেন: ভাল বলেছেন

৪| ১৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:১৪

চাঁদগাজী বলেছেন:


আপনাদের লজিকের কারনে বাংলাদেশ পাকিস্তানের এই দশা

৫| ১৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:১৬

আরণ্যক রাখাল বলেছেন: আই এস তো ধর্মীয় রাজনৈতিক প্রতিষ্ঠান| ধর্ম নিয়ে তাদের যুদ্ধ, ধর্ম নিয়েই রাজনীতি, এখানে ধর্মকে বাদ দিয়ে শুধু রাজনৈতিক হামলা বলা ঠিক হবে না| এটা নিঃসন্দেহে ধর্মীয়

৬| ১৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৪

বিজন শররমা বলেছেন: েয ভাবে বললে যার সুবিধা ।

৭| ১৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩৪

জেকলেট বলেছেন: আচ্ছা একটা শান্তিপূর্ন দেশ ইরাক বা সিরিয়া বা লিবিয়া ধ্বংস করার অধিকার কে দিয়েছিল উনাদের?? কোটির বেশি মানুষকে যেভাবে বাস্তুচ্চুত করা হলো তারা কি দোষ করেছিলো??? শুধুমাত্র গনতন্ত্র বা তথাকথিত সিভিলাইজেশনের নামে লক্ষ লক্ষ মানুষ হত্যা করা হচ্ছে তাদের জন্য কোন জবাব দিহিতা কি আছে??? আপনার পক্ষে কোন সৈরাচার থাকলে সে যতবড় অপরাধ করুক তার কোন দোষ নাই (সৌদি আরব, মিশর) আর আপনার বিপক্ষে থাকলে জনপ্রিয় শাসক থাকলেও আপনি তাকে খুলা মনে গ্রহন করতে পারেন না (ইরান, কিউবা, রাশিয়া)। আপনাকে আরেকটা দেশে গিয়ে সিভিলাইজেশন সেখাতে কে বলেছে?? ফ্রান্সে আক্রমন অবশ্যই নিন্দনিয়। কিন্তু কথা হচ্ছে ফ্রান্স যে সিরয়া ইরাকে সবচেয়ে আধুনিক অস্ত্র নিয়ে আক্রমন শুরু করেছে অনেক আগে তা কতটুকু যৌক্তিক??? একটা কথা মনে রাখবেন ফ্রান্সে যারা আক্রমন করেছে তারা যেমন আউটলো তেমনি ফ্রান্স, আমেরিকা, ইংল্যান্ড যারা আরেকটা দেশে শুধু উনাদের সার্থ সিদ্দির জন্য আক্রমন করেছেন উনারাও আউটলো। এইটা একটা পরিপূর্ন ওয়ার। আমরা সকল প্রকারের ওয়ারের অবসান চাই। এই ঘটনার জন্য আপনি খালি মুসলমানকে দায়ি করতে পারেন না। দ্বিতীয় বিশ্বযোদ্বের পর ইসরাইল সৃষ্টির পর মিডলইষ্টের অবস্থা কখনই স্বাভাবিক ছিলোনা আজ ও নাই। মানুষ এত কিছু বুঝেনা। মানুষ একটা ব্যাপার বুঝে আগে আমি ভালো ছিলাম এখন আমার ঘর-বাড়ি সব হারিয়ে নিঃশ্ব। শাসকের হিসাব মানুষ এভাবেই করে। এইটা ইউরোপ, আমেরিকায় যেমন, সিরিয়া ইরাকে একি।

৮| ১৬ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪০

হাসানুর বলেছেন: ইসরাইল ভালই খেল দেকাচ্ছে ! কেয়ামতের আগ পর্যন্ত দেখেবে ..আইএস, তালেবান সবই ইস্রাইল-আমিরিকার সৃষ্টি ! প্যারিস হামলাই তাদের থেকে বেশি লাভবান আর কেউ হয়নাই !

৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:২৩

টুনটুনি০৪ বলেছেন: ভালো বলেছেন।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২২

তার ছিড়া আমি বলেছেন: ধন্যবাদ।

১০| ১২ ই মার্চ, ২০১৭ রাত ১২:১৬

চাঁদগাজী বলেছেন:



আপনি কচ্ছপের মতো, ডিম পাড়ার পর, আর খবর নেই?

১২ ই মার্চ, ২০১৭ রাত ১২:২৮

তার ছিড়া আমি বলেছেন: আপনি যাই বলেননা কেন, সময়ের অভাবে ব্লগে কিছু লেখা হয় না।
রাত্রে একটু ঢুঁ মেরে বেডে চলে যাই।

১১| ০৬ ই জুন, ২০১৭ বিকাল ৪:৫৫

চাঁদগাজী বলেছেন:


আপনি হয়তো ওখানে ছিলেন, আপনি ভালো জানেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.